২০, ২৬, ১৮, ২৯, ১৬, ৩২, ১৪, ৩৫, ১২,…........... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
A
৩৮
B
২০
C
৪২
D
১৩
উত্তরের বিবরণ
প্রশ্ন: ২০, ২৬, ১৮, ২৯, ১৬, ৩২, ১৪, ৩৫, ১২,…........... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
সমাধান:
এখানে
দুইটি ধারা বিদ্যমান
১ম ধারাটি ২০, ১৮, ১৬, ১৪, ১২................ [পার্থক্য ২ করে কমেছে]
২য় ধারাটি ২৬, ২৯, ৩২, ৩৫, ৩৮,................ [পার্থক্য ৩ বৃদ্ধি পেয়েছে]
ধারাটির পরবর্তী সংখ্যাটি = ৩৮
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
যদি A, B-এর মা হন এবং B, D-এর বাবা হন তাহলে A এবং D-এর সম্পর্ক কী?
Created: 1 month ago
A
বোন
B
দাদি
C
চাচি
D
মা
প্রশ্ন:
- 
যদি A হয় B-এর মা এবং B হয় D-এর বাবা, তাহলে A এবং D-এর সম্পর্ক কী? 
সমাধান:
- 
A → B-এর মা - 
অর্থাৎ A হলেন B-এর জন্মদাত্রী। 
 
- 
- 
B → D-এর বাবা - 
অর্থাৎ B হলেন D-এর জন্মদাতা। 
 
- 
- 
সুতরাং, A → B-এর মা এবং B → D-এর বাবা, এর মানে A হলেন D-এর দাদি। 
উত্তর:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
একই ধরণের ৬টি মেশিন ৫ মিনিটে ৩০টি শার্ট সেলাই করতে পারে। এরকম ৩টি মেশিন কত সময়ে ৭৫টি শার্ট সেলাই করতে পারে?
Created: 1 month ago
A
১০ মিনিট
B
২০ মিনিট
C
২৫ মিনিট
D
১৫ মিনিট
প্রশ্ন: একই ধরণের ৬টি মেশিন ৫ মিনিটে ৩০টি শার্ট সেলাই করতে পারে। এরকম ৩টি মেশিন কত সময়ে ৭৫টি শার্ট সেলাই করতে পারে?
সমাধান:
৬টি মেশিন ৩০টি শার্ট সেলাই করতে সময় লাগে = ৫ মিনিট
১টি মেশিন ১টি শার্ট সেলাই করতে সময় লাগে = (৫ × ৬)/৩০ মিনিট
৩টি মেশিন ৭৫টি শার্ট সেলাই করতে সময় লাগে = (৫ × ৬ × ৭৫)/(৩০ × ৩) মিনিট
= ২৫ মিনিট
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
কোন শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?
Created: 1 month ago
A
৬০ জন
B
১৫ জন
C
৩০ জন
D
৯০ জন
প্রশ্ন: কোন শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?
সমাধান:
ধরি,
শিক্ষার্থী সংখ্যা x জন।
প্রত্যেকে চাঁদা দেয় 10x টাকা
প্রশ্নমতে,
x × 10x = 9000
⇒ 10x2 = 9000
⇒ x2 = 9000/10
⇒ x2 = 900
⇒ x = √900
∴ x = 30
∴ শিক্ষার্থী সংখ্যা 30 জন।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago