নিম্নোক্ত চিত্রটি অঙ্কন করার জন্য ন্যূনতম কতগুলো সরলরেখা টানতে হবে?
A
২০ টি
B
২৪ টি
C
১৪ টি
D
১৮ টি
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিম্নোক্ত চিত্রটি অঙ্কন করার জন্য ন্যূনতম কতগুলো সরলরেখা টানতে হবে?
সমাধান:
উপরের চিত্রে,
লম্ব বরাবর সরলরেখা আছে ৫টি = AC, IJ, EG, KL এবং BD।
ভূমি বরাবর সরলরেখা আছে ৩টি = AB, FH এবং CD।
তীর্যক সরলরেখা আছে ৬টি = EF, BC, HG, FG, AD এবং EH।
সুতরাং, চিত্রটিতে মোট সরলরেখার সংখ্যা হলো = ৫ + ৩ + ৬ = ১৪টি।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
 P ও Q দুইজন সমান শক্তিসম্পন্ন ব্যক্তি হলে কার জন্য 35 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে?
Created: 1 month ago
A
P এর জন্য
B
Q এর জন্য
C
উভয়ের জন্যই সহজ হবে
D
কারো জন্যই সহজ হবে না
P ও Q দুইজন সমান শক্তিসম্পন্ন ব্যক্তি হলে কার জন্য 35 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে?
সমাধান:
• P এর জন্য 35 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে।
আমরা জানি, লিভারের ক্ষেত্রে প্রযুক্ত ওজন, ফালক্রামের যত কাছাকাছি থাকবে লিভারের অন্যপ্রান্তে তত কম ভারী অনুভূত হবে।
P এর ক্ষেত্রে ওজনটি ফালক্রামের কাছে অবস্থিত। P থেকে ওজনটির দূরত্ব বেশি হওয়ায় P এর জন্য বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে।
Q এর ক্ষেত্রে ওজনটি ফালক্রাম থেকে দূরে এবং Q এর কাছাকাছি অবস্থিত হওয়ায় Q এর কাছে বারটির ওজন বেশি মনে হবে। ফলে বারটি ধরে রাখা Q এর জন্য কষ্টকর হবে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
60
B
52
C
56
D
65
প্রশ্ন: প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি বসবে? 
সমাধান: 
6 + 6 = 12
12 + 8 = 20
20 + 10 = 30
30 + 12 = 42
42 + 14 = 56
56 + 16 = 72
72 + 18 = 90 
অথবা, 
22 + 2 = 6
32 + 3 = 12
42 + 4 = 20 
52 + 5 = 30
62 + 6 = 42
72 + 7 = 56
82 + 8 = 72
92 + 9 = 90
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
যদি একটি ঘড়ি প্রতিদিন ১৫ মিনিট করে সময় বেশি দেখায়, তাহলে কতদিন পর ঘড়িটি পুনরায় সঠিক সময় দিবে?
Created: 1 month ago
A
৩৬ দিন
B
৪৮ দিন
C
৪০ দিন
D
৪২ দিন
প্রশ্ন: যদি একটি ঘড়ি প্রতিদিন ১৫ মিনিট করে সময় বেশি দেখায়, তাহলে কতদিন পর ঘড়িটি পুনরায় সঠিক সময় দিবে?
সমাধান:
যদি কোন ঘড়ি সময় বেশি দেখাতে থাকে তাহলে তাকে সঠিক সময় দিতে হলে ১২ ঘণ্টা বা ৭২০ মিনিট সময় বেশি দেখাতে হবে।
এখন,
ঘড়িটি ১৫ মিনিট বেশি দেখায় = ১ দিনে
∴ ঘড়িটি ৭২০ মিনিট বেশি দেখাবে = (১ × ৭২০)/১৫ দিনে
= ৪৮ দিনে
∴ ৪৮ দিন পর ঘড়িটি পুনরায় সঠিক সময় দিবে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago