EXERCISE : STRONG : :
A
PERFORM : SHY
B
WATCH : ALERT
C
DECIDE : ASTUTE
D
READ : LEARN
উত্তরের বিবরণ
প্রশ্ন: EXERCISE : STRONG : :
সমাধান:
Exercise (অনুশীলন বা শরীর চর্চা) করলে strong (শক্তিশালী) হওয়া যায় এবং read (পড়াশোনা) করলে Learn (শেখা) যায়।
সুতরাং, EXERCISE : STRONG : : READ : LEARN
অন্য অপশন গুলো-
Perform = কাজ সম্পাদন করা বা অভিনয় করা
Shy = লাজুক
Watch = নজর রাখা, লক্ষ্য করা
Alert = সতর্ক, সজাগ
Decide = সিদ্ধান্ত নেওয়া
Astute = বিচক্ষণ, চতুর

0
Updated: 7 hours ago
যদি GAMES দিয়ে HBNFT বোঝায়, তাহলে SPORT দিয়ে নিচের কোনটি বোঝাবে?
Created: 6 days ago
A
TQPSV
B
TQPSU
C
TQPRS
D
TQPRU
প্রশ্ন:
-
যদি GAMES দিয়ে HBNFT বোঝায়, তাহলে SPORT দিয়ে কী বোঝাবে?
সমাধান:
-
প্রথম উদাহরণ বিশ্লেষণ: GAMES → HBNFT
-
প্রতিটি বর্ণকে পরবর্তী বর্ণে পরিবর্তন করা হয়েছে:
-
G → H
-
A → B
-
M → N
-
E → F
-
S → T
-
-
-
একই নিয়ম SPORT-এর ক্ষেত্রে প্রয়োগ:
-
S → T
-
P → Q
-
O → P
-
R → S
-
T → U
-
উত্তর:

0
Updated: 6 days ago
ভোরবেলায় ঘুম থাকে উঠে সূর্যকে পিছনে রেখে এক ব্যক্তি হাঁটা শুরু করলেন। ১০ মিনিট পর তিনি বামদিকে ঘুরলেন, তার ২০ মিনিট পর আবার বামদিকে ঘুরলেন। কিছুক্ষন পর তিনি আবার ডানদিকে ঘুরলেন। তিনি এখন কোন দিকে মুখ করে আছেন?
Created: 1 week ago
A
পশ্চিম
B
পূর্ব
C
উত্তর
D
দক্ষিণ
মানসিক দক্ষতা
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
No subjects available.
প্রশ্ন: ভোরবেলায় ঘুম থাকে উঠে সূর্যকে পিছনে রেখে এক ব্যক্তি হাঁটা শুরু করলেন। ১০ মিনিট পর তিনি বামদিকে ঘুরলেন, তার ২০ মিনিট পর আবার বামদিকে ঘুরলেন। কিছুক্ষন পর তিনি আবার ডানদিকে ঘুরলেন। তিনি এখন কোন দিকে মুখ করে আছেন?
সমাধান:
তিনি এখন দক্ষিণ দিকে মুখ করে আছেন।

ভোরবেলায় সূর্যকে পিছনে রেখে হাঁটা শুরু করলে ঐ ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে হাঁটছেন। (a থেকে b তে )
১০ মিনিট পর বামদিকে ঘুরলেন অর্থাৎ দক্ষিণ দিকে ঘুরলেন।(b থেকে c তে)
২০ মিনিট হাঁটার পর আবার বামদিকে ঘুরলেন অর্থাৎ পূর্বদিকে ঘুরলেন।(c থেকে d তে)
কিছুক্ষন পর আবার ডানদিকে ঘুরলেন অর্থাৎ দক্ষিণ দিকে ঘুরলেন।(d থেকে e তে)
অর্থাৎ ঐ ব্যক্তি এখন দক্ষিণ দিকে মুখ করে আছেন।

0
Updated: 1 week ago
If A = 2, B = 3, C = 4 and so on, What dose the following numbers stands for?
4, 2, 17, 21, 2, 10, 15
Created: 7 hours ago
A
Obtain
B
Mantain
C
Captain
D
Certain
প্রশ্ন: If A = 2, B = 3, C = 4 and so on, What dose the following numbers stands for?
4, 2, 17, 21, 2, 10, 15
সমাধান:
যেহেতু A = 2, B = 3, C = 4 অর্থাৎ alphabetical ক্রম + ১।
অতএব, 4, 2, 17, 21, 2, 10, 15
এর জন্য alphabetical ক্রম,
3, 1, 16, 20, 1, 9, 14
c a p t a i n

0
Updated: 7 hours ago