'শম্বর' ও 'সংবরা' শব্দদুটির অর্থ যথাক্রমে-
A
হরিণ ও নিবারণ করা
B
হাতি ও পানি
C
নিবারণ করা ও হরিণ
D
পানি ও হাতি
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে শম্বর শব্দের একাধিক অর্থ পাওয়া যায়।
- 
ডালপালার মতো ছড়ানো শিংবিশিষ্ট কালচে রঙের বড়ো হরিণ-বিশেষ। 
- 
মাছবিশেষ। 
- 
পুরাণে বর্ণিত এক প্রকার অসুর। 
- 
জল বা পানি। 
অন্যদিকে সংবরা শব্দের অর্থ হলো দমন করা বা নিবারণ করা। এছাড়া রান্নার ক্ষেত্রে ব্যঞ্জনের স্বাদবৃদ্ধির জন্য গরম তেল বা ঘিয়ে ভাজা শুকনো লংকা, জিরা, তেজপাতা প্রভৃতি মসলার মিশ্রণকে বোঝানো হয়, যাকে ফোড়ন, বাগার বা সাঁতলানোর মসলা বলা হয়।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Anatomy শব্দের অর্থ-
Created: 2 months ago
A
সাদৃশ্য
B
স্নায়ুতন্ত্র
C
শারীরবিদ্যা
D
অঙ্গ-সঞ্চালন
‘Anatomy’ শব্দের অর্থ - অঙ্গব্যবচ্ছেদ-বিদ্যা, শারীরবিদ্যা।
এরূপকিছু গুরুত্বপূর্ণ পারিভাষিতক শব্দ হলো:
• ‘Cold War’ - অর্থ স্নায়ুযুদ্ধ।
• ‘Xanthic’ অর্থ - হলদেটে বা পীতবর্ণ(বিশেষণ)।
• ‘Warship’ অর্থ - রণতরী।
• ‘Virile’ অর্থ - কাপুরুষোচিত।
• ‘Monogram’ -  শব্দের অর্থ অভিজ্ঞান।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
'বীরপ্রসূ' বলতে কী বোঝায়?
Created: 2 months ago
A
যে নারী বীর
B
যে নারী আনন্দ দান করে
C
যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা
D
যে নারী বীর সন্তান প্রসব করে
নারী সম্পর্কিত বিশেষণ বা সমার্থক শব্দ
- 
যে নারী বীর সন্তান প্রসব করে: বীরপ্রসূ 
- 
যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা: মহাশ্বেতা 
- 
যে নারী আনন্দ দান করে: বিনোদিনী 
- 
যে নারী বীর: বীরাঙ্গনা 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
‘নাদ’ শব্দের অর্থ কী?
Created: 2 months ago
A
মেঘের ডাক
B
বাঘের ডাক
C
সিংহের ডাক
D
ময়ূরের ডাক
ময়ুরের ডাক - কেকা। কোকিলের ডাক - কুহু। সিংহের ডাক - নাদ। হাতির ডাক - বৃংহতি। কুকুরের ডাক - বুক্কন।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago