একটি মেয়ের ছবি দেখিয়ে আরাফাত বললো, "সে আমার চাচার বাবার মেয়ের মেয়ে ” মেয়েটি আরাফাতের কী হয়?
A
ভাতিজি
B
বোন
C
মা
D
ফুপু
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি মেয়ের ছবি দেখিয়ে আরাফাত বললো, "সে আমার চাচার বাবার মেয়ের মেয়ে ” মেয়েটি আরাফাতের কী হয়?
সমাধান:
ছবিটি একটি মেয়ের। বক্তা হচ্ছে আরাফাত (ছেলে)।
যেহেতু আরাফাত বলছে আমার চাচার বাবার মেয়ের মেয়ে অর্থাৎ তার দাদার মেয়ের মেয়ে। অর্থাৎ ফুফাতো বোন। যেহেতু অপশনে বোন আছে তাই এটাই হবে।
চাচার বাবা = দাদা → দাদার মেয়ে = ফুপু → ফুপুর মেয়ে = ফুপাতো বোন।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
এশিয়া : হিমালয় : : দক্ষিণ আমেরিকা : ?
Created: 1 month ago
A
আল্পস
B
কার্পাথিয়ান
C
আন্দিজ
D
ইউরাল
প্রশ্নে প্রদত্ত সম্পর্কটি হলো মহাদেশ ও সেই মহাদেশের প্রসিদ্ধ পর্বতমালার সম্পর্ক। যেমন, হিমালয় পর্বতমালা এশিয়া মহাদেশে অবস্থিত। অনুরূপভাবে, দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রসিদ্ধ পর্বতমালা হলো আন্দিজ।
আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর ভেনেজুয়েলা থেকে চিলি পর্যন্ত বিস্তৃত।
অন্যদিকে, ইউরোপ মহাদেশে অল্পস, কার্পাথিয়ান ও ইউরাল পর্বতমালা অবস্থিত।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
১২০ মি. দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৯৪ কি.মি. । ঐ ট্রেনটি ১৮ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
Created: 1 month ago
A
৪৫০ মিটার
B
৩৫০ মিটার
C
২৫০ মিটার
D
১৫০ মিটার
প্রশ্ন: ১২০ মি. দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৯৪ কি.মি. । ঐ ট্রেনটি ১৮ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
সমাধান:
১ ঘণ্টা বা ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে ৯৪ কি.মি. বা ৯৪০০০ মিটার
∴ ১৮ সেকেন্ডে অতিক্রম করে (৯৪০০০ × ১৮)/৩৬০০ = ৪৭০ মিটার
প্রশ্নমতে,
ট্রেন + সেতুর দৈর্ঘ্য = ৪৭০
বা, ১২০ + সেতুর দৈর্ঘ্য = ৪৭০
∴ সেতুর দৈর্ঘ্য = ৪৭০ - ১২০ = ৩৫০ মিটার।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
৮, ৭, ৪, ৯, ৩, ৭, ৬, ১, ২, ৩ প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর যোগফলকে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে?
Created: 1 month ago
A
০
B
৩
C
১
D
২
প্রশ্ন: ৮, ৭, ৪, ৯, ৩, ৭, ৬, ১, ২, ৩ প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর যোগফলকে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে?
সমাধান:
প্রদত্ত সংখ্যাগুলো = ৮, ৭, ৪, ৯, ৩, ৭, ৬, ১, ২, ৩
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো = ৯,৩,৬,৩
সংখ্যাগুলোর যোগফল = ৯ + ৩ + ৬ + ৩ = ২১
২১ ÷ ৭ = ৩
ভাগশেষ = ০
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago