সম্প্রতি অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে ‘ওয়ান ইন, ওয়ান আউট’ নামে চুক্তি স্বাক্ষর করেছে কোন দুটি দেশ?
A
যুক্তরাষ্ট্র, মেক্সিকো
B
যুক্তরাজ্য, ফ্রান্স
C
স্পেন, মরক্কো
D
ইতালি, গ্রিস
উত্তরের বিবরণ
ফ্রান্স-যুক্তরাজ্যের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তি
- 
লক্ষ্য: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ। 
- 
চুক্তি অনুযায়ী ফ্রান্সের উপকূল থেকে ইংলিশ চ্যানেল পার হওয়ার চেষ্টা করা প্রত্যেক অনিয়মিত অভিবাসীকে যুক্তরাজ্য আটক করে ফেরত পাঠাবে। 
- 
বিনিময়ে, ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমান সংখ্যক অভিবাসীকে ফ্রান্স থেকে নিয়মিত পথে যুক্তরাজ্যে আসার সুযোগ দেওয়া হবে। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?
Created: 2 months ago
A
২
B
৩
C
৪
D
৫
১৭৮৩ সালের প্যারিস ও ভার্সাই চুক্তি
১৭৮৩ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শেষ করতে প্যারিসে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেগুলো একত্রে প্যারিস চুক্তি (Treaty of Paris) বা পিস অব প্যারিস নামে পরিচিত। এই চারটি চুক্তির মধ্যে দুটি প্যারিসে এবং দুটি ভার্সাইয়ে স্বাক্ষরিত হয়। মূল চুক্তিটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে হয়েছিল, যেখানে ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডসেও কিছু চুক্তি স্বাক্ষরিত হয়।
শান্তি আলোচনার প্রক্রিয়া:
- 
১৭৭৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস যুক্তরাজ্যের সঙ্গে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে আলোচনায় বসে। 
- 
আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন: জন এডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন জে, থমাস জেফারসন ও হেনরি লরেন্স। 
- 
১৭৮২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড শেলবর্ন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে চুক্তির খসড়া তৈরি করেন। 
চুক্তি স্বাক্ষরের তথ্য:
- 
তারিখ: ৩ সেপ্টেম্বর, ১৭৮৩ 
- 
স্থান: প্যারিস, ফ্রান্স 
- 
স্বাক্ষরকারী: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন এডামস ও জন জে, এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে লর্ড শেলবর্ন। 
- 
চুক্তি সংখ্যা: ৪টি 
ফলাফল:
- 
এই চুক্তির ফলে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়। 
- 
পক্ষে থাকা রাষ্ট্রগুলো: যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস। 
উৎস: History.com
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
"কনভেনশন অন ওয়েটল্যান্ডস" চুক্তি কোন দেশে স্বাক্ষরিত হয়েছে?
Created: 3 weeks ago
A
ইরাক
B
ইরান
C
ইতালি
D
ফ্রান্স
রামসার কনভেনশন হলো একটি বিশ্বব্যাপী উদ্যোগ, যা জৈববৈচিত্র্য সংরক্ষণ এবং জলাভূমি রক্ষার লক্ষ্যে গৃহীত। এটি ১৯৭১ সালে ইরানের রামসার শহরে “Convention on Wetlands” নামে একটি আন্তর্জাতিক চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়। চুক্তি ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে কার্যকর হয় এবং বর্তমানে এর স্বাক্ষরকারী দেশ সংখ্যা ১৭২টি। বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে এবং বর্তমানে দেশের সুন্দরবন ও টাঙ্গুয়ার হাওর রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত।
• রামসার কনভেনশন জলাভূমি সংরক্ষণ, প্রাকৃতিক বাস্তুতন্ত্র রক্ষা এবং প্রজাতির জীববৈচিত্র্য বজায় রাখতে সহায়তা করে।
• এটি জলাভূমি ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই ব্যবহার নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করে।
• সদস্য দেশগুলো জলাভূমি সংরক্ষণের জন্য নীতি প্রণয়ন, গবেষণা ও সচেতনতা বৃদ্ধির কাজ করে।
• রামসার সাইটগুলো পর্যটন, শিক্ষা এবং স্থানীয় সম্প্রদায়ের জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
• চুক্তিটি বিশ্বব্যাপী জলাভূমি সংরক্ষণে একটি শক্তিশালী আন্তর্জাতিক কাঠামো হিসেবে বিবেচিত।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
'NPT' চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৬৬ সালে
B
১৯৬৭ সালে
C
১৯৬৮ সালে
D
১৯৬৯ সালে
NPT চুক্তি (সংক্ষিপ্ত নোট আকারে)
পূর্ণরূপ: Nuclear Non-Proliferation Treaty (NPT)
অর্থ: পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি
স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮
কার্যকর হয়: ৫ মার্চ, ১৯৭০
স্বাক্ষরিত দেশ: ১৯১টি (আগস্ট, ২০২৫ পর্যন্ত)
গুরুত্বপূর্ণ তথ্য:
পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র: ৯টি
চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়া।
বাংলাদেশ NPT-তে স্বাক্ষর করে: ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯
তথ্যসূত্র: Arms Control Association ওয়েবসাইট & UNODA ওয়েবসাইট
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago