নিচের কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়?
A
ফরাসি
B
পর্তুগিজ
C
স্প্যানিশ
D
রুশ
উত্তরের বিবরণ
জাতিসংঘ (United Nations)
- 
প্রতিষ্ঠা: ১৯৪৫। 
- 
বর্তমান সদস্য রাষ্ট্র: ১৯৩টি। 
- 
প্রতিষ্ঠাকালে সদস্য: ৫১টি দেশ। 
- 
নতুন রাষ্ট্র সদস্যপদ পেতে হলে সিকিউরিটি কাউন্সিলের সুপারিশ এবং সাধারণ পরিষদের অনুমোদন প্রয়োজন। 
- 
দাপ্তরিক ভাষা: ৬টি – ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি, চীনা ও রুশ। 
- 
দাপ্তরিক ভাষা নয়: পর্তুগিজ। 
- 
চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার: মহাসচিব। 
- 
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস (পর্তুগাল), সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago