বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল কোনটি?
A
APTA
B
AFTA
C
EFTA
D
AfCFTA
উত্তরের বিবরণ
AfCFTA (African Continental Free Trade Area)
-
AfCFTA হলো বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল, যা আফ্রিকান ইউনিয়নের (AU) ৫৫টি দেশ এবং ৮টি আঞ্চলিক অর্থনৈতিক সম্প্রদায় (REC) একত্রিত করে।
-
লক্ষ্য: প্রায় ১.৩ বিলিয়ন জনসংখ্যা এবং প্রায় ৩.৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের সম্মিলিত GDP সহ একটি একক মহাদেশীয় বাজার তৈরি করা।
-
AfCFTA হলো Agenda 2063: The Africa We Want এর একটি প্রধান প্রকল্প, যা আফ্রিকান ইউনিয়নের দীর্ঘমেয়াদী উন্নয়ন কৌশল এবং মহাদেশটিকে বৈশ্বিক শক্তিতে রূপান্তরিত করার পরিকল্পনার অংশ।
ইতিহাস ও বাস্তবায়ন
-
২০১২ সালের জানুয়ারিতে, ইথিওপিয়ার আদ্দিস আবাবায় আফ্রিকান রাষ্ট্র ও সরকার প্রধানদের ১৮তম সাধারণ অধিবেশনে AfCFTA প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়।
-
স্বাক্ষরকারী দেশ সংখ্যা: ৫৫টি (সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী)।
-
উদ্দেশ্য: আন্তঃআফ্রিকান বাণিজ্য ত্বরান্বিত করা এবং আফ্রিকার আর্থ-সামাজিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে উৎসাহিত করা।
-
AfCFTA-এর মাধ্যমে আফ্রিকার বিশ্ব বাজারে বাণিজ্য অবস্থান জোরদার এবং বিশ্ব বাণিজ্য আলোচনায় আফ্রিকার সাধারণ কণ্ঠস্বর ও নীতিগত অবস্থান শক্তিশালী করা।

0
Updated: 7 hours ago
'জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড' (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?
Created: 3 months ago
A
প্রায় ৭৫ শতাংশ
B
প্রায় ৮০ শতাংশ
C
প্রায় ৮৫ শতাংশ
D
প্রায় ৯০ শতাংশ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।
'জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড' (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের প্রায় ৯০ অংশের সমন্বয় সাধন করে থাকে।
GATT:
- GATT-এর পূর্ণরূপ: General Agreement on Tariffs and Trade.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৭ সালে।
- কার্যকর হয়: ১৯৪৮ সালে।
উল্লেখ্য,
- শুল্ক ও বাণিজ্য সম্পর্কিত সাধারণ চুক্তি বা GATT হলো অনেক দেশের মধ্যে একটি আইনি চুক্তি।
- এর সামগ্রিক উদ্দেশ্য ছিল শুল্ক (tariffs), কোটা (quotas) ও ভর্তুকির (subsidies) মতো বাণিজ্য বাধাগুলি হ্রাস বা দূর করে আন্তর্জাতিক বাণিজ্যের প্রশার করা।
- ১৯৪৭ সালের ৩০ অক্টোবর, ২৩টি দেশ GATT স্বাক্ষর করেছে।
- এই চুক্তির পিছনে উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ও বিশ্ব বাণিজ্যকে পুনর্গঠন।
- এই চুক্তি কার্যকর হয়েছিল ১৯৪৮ সালের ১লা জানুয়ারী।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি হয় GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এর ফলে World Trade Organization গঠনের সিদ্ধান্ত হয়।
- যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)-এর।
উৎস: World Trade Organization ওয়েবসাইট।

0
Updated: 3 months ago
বর্তমানে (আগস্ট, ২০২৪) সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক দেশ -
Created: 3 months ago
A
চীন
B
যুক্তরাষ্ট্র
C
ভারত
D
থাইল্যান্ড
ধান উৎপাদনে শীর্ষ দেশসমূহ
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) তথ্য অনুযায়ী, ধান উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে চীন। দেশটি বছরে প্রায় ১৪ কোটি ২৮ লাখ টন ধান উৎপাদন করে।
এছাড়া—
-
দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
-
তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।
ধান আমদানি ও রপ্তানি
-
ধান আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ চীন।
-
আর ধান রপ্তানিতে শীর্ষ অবস্থানে রয়েছে ভারত।
উৎস: FAO ওয়েবসাইট।

0
Updated: 3 months ago