Non-Aligned Movement (NAM) এর সদস্যদেশ কতটি? (সেপ্টেম্বর-২০২৫)
A
১১১৯টি
B
১২৩টি
C
১২১টি
D
১২২টি
উত্তরের বিবরণ
Non-Aligned Movement (NAM)
- 
NAM এর সূচনা: ১৮-২৪ এপ্রিল ১৯৫৫, বান্দুং সম্মেলন, ইন্দোনেশিয়ার বান্দুং শহরে। 
- 
প্রথম NAM সম্মেলন: ১-৬ সেপ্টেম্বর ১৯৬১, যুগোস্লাভিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত। 
- 
NAM-এর নিজস্ব চার্টার, চুক্তি বা স্থায়ী সদর দপ্তর নেই; সভাপতিত্বকারী দেশই সংগঠনের কাজ সমন্বয় করে। 
- 
NAM হলো একটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ বিশ্ব আন্দোলন, যা উন্নয়নশীল দেশগুলোর স্বাধীনতা, শান্তি ও উন্নয়নের পক্ষে কাজ করে। 
- 
সদস্য সংখ্যা: ১২১টি দেশ। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
Created: 1 month ago
A
NATO
B
NAM
C
EU
D
ASEAN
NAM (Non-Aligned Movement / জোট-নিরপেক্ষ আন্দোলন)
- 
NAM হলো একটি আন্তর্জাতিক সংগঠন, যা মূলত তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ ও আকাঙ্ক্ষা রক্ষা করার জন্য গঠিত। 
- 
এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়ে গঠিত হয়, যখন দেশগুলো স্নায়ুযুদ্ধকালীন পশ্চিমা পুঁজিবাদী দেশসমূহের (NATO) এবং সমাজতান্ত্রিক দেশসমূহের (Warsaw Pact) মধ্যে নিরপেক্ষ থাকতে চেয়েছিল। 
- 
প্রারম্ভিক ধারণা: ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল অনুষ্ঠিত বান্দুং সম্মেলন। 
- 
প্রতিষ্ঠা: ১ সেপ্টেম্বর, ১৯৬১। 
- 
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১২১টি (সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান)। 
- 
চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ। 
- 
সদর দপ্তর: স্থায়ী সদর দপ্তর নেই। 
তুলনামূলকভাবে অন্যান্য আন্তর্জাতিক সংস্থা:
- 
NATO: সদর দপ্তর – ব্রাসেলস, বেলজিয়াম 
- 
ASEAN: সদর দপ্তর – জাকার্তা, ইন্দোনেশিয়া 
- 
EU: সদর দপ্তর – ব্রাসেলস, বেলজিয়াম 
উৎস: NAM অফিসিয়াল ওয়েবসাইট
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
কোন সম্মেলনের মাধ্যমে NAM গঠনের সিদ্ধান্ত হয়?
Created: 2 months ago
A
বান্দুং সম্মেলনে
B
প্যারিস সম্মেলন
C
মন্ট্রিল সম্মেলন
D
কাতার সম্মেলন
• NAM (Non-Aligned Movement)
- 
পূর্ণরূপ: Non-Aligned Movement (জোট নিরপেক্ষ আন্দোলন) 
- 
আনুষ্ঠানিকভাবে গঠিত: ১৯৬১ সালে 
- 
প্রতিষ্ঠাতা নেতা: মার্শাল টিটো, জওহরলাল নেহেরু, জামাল আবদুল নাসের, সুকর্ণ ও নক্রমা 
- 
বর্তমান সদস্য রাষ্ট্র: ১২০টি 
- 
গঠনের প্রাথমিক সিদ্ধান্ত: ১৯৫৫ সালের বান্দুং সম্মেলন 
- 
প্রথম শীর্ষ সম্মেলন: বেলগ্রেড, যুগোশ্লাভিয়া 
- 
সদস্য রাষ্ট্র: ১২০টি 
- 
পর্যবেক্ষক রাষ্ট্র: ২০টি 
- 
পর্যবেক্ষক সংস্থা: ১০টি 
উৎস: NAM ওয়েবসাইট ✅
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
NAM-এর প্রতিষ্ঠাতাদের মধ্যে কে ছিলেন না?
Created: 2 months ago
A
কোয়ামে নক্রমা
B
গামাল আবদেল নাসের
C
জওহরলাল নেহেরু
D
জোসেফ স্ট্যালিন
ন্যাম (NAM – Non-Aligned Movement / জোট-নিরপেক্ষ আন্দোলন):-
- 
এটি একটি আন্তর্জাতিক সংগঠন, যা মূলত তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়। 
- 
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী স্নায়ুযুদ্ধকালীন সময়ে পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো (NATO) এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ (Warsaw Pact) থেকে নিরপেক্ষ অবস্থান গ্রহণের লক্ষ্যেই এই আন্দোলন শুরু হয়। 
- 
প্রতিষ্ঠা: ১ সেপ্টেম্বর, ১৯৬১। 
- 
গঠনের প্রেক্ষাপট: ১৯৫৫ সালের ১৮–২৪ এপ্রিল অনুষ্ঠিত বান্দুং সম্মেলন। 
- 
প্রথম সম্মেলন: ১৯৬১ সালে, যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে। 
- 
প্রতিষ্ঠাতা নেতারা (পঞ্চ-উদ্যোগ): - 
মার্শাল টিটো (যুগোস্লাভিয়া) 
- 
কোয়ামে নক্রমা (ঘানা) 
- 
জওহরলাল নেহেরু (ভারত) 
- 
জামাল আবদেল নাসের (মিশর) 
- 
ড. সুকর্ণ (ইন্দোনেশিয়া) 
 
- 
- 
বর্তমান সদস্য সংখ্যা: ১২১টি দেশ। 
- 
সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান। 
- 
বর্তমান চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ (আজারবাইজানের প্রেসিডেন্ট)। 
- 
বাংলাদেশ ১৯৭৩ সালে NAM-এর সদস্যপদ লাভ করে। 
🔹 মূল উদ্দেশ্য:
- 
বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। 
- 
আন্তর্জাতিক শক্তির সমতা প্রতিষ্ঠা করা। 
- 
কল্যাণমুখী অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। 
- 
মানবাধিকার রক্ষা করা। 
- 
আগ্রাসী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করা। 
- 
উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। 
উৎস: NAM ওয়েবসাইট।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago