ক্লাউড কম্পিউটিংয়ে Hypervisor মূলত কোন কাজের জন্য ব্যবহৃত হয়?
A
সার্ভারের হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ করা
B
নেটওয়ার্ক ব্যান্ডউইথ বৃদ্ধি করা
C
ডেটা ব্যাকআপ ও রিকভারি করা
D
একাধিক ভার্চুয়াল মেশিন তৈরি ও নিয়ন্ত্রণ করা
উত্তরের বিবরণ
Hypervisor হলো একটি বিশেষ ধরনের সফটওয়্যার বা ফার্মওয়্যার যা একাধিক ভার্চুয়াল মেশিন (VM) তৈরি ও পরিচালনা করে। এটি একটি ফিজিক্যাল সার্ভারের হার্ডওয়্যার রিসোর্স যেমন CPU, RAM, Storage ইত্যাদি ভাগ করে বিভিন্ন ভার্চুয়াল মেশিনকে ব্যবহার করতে দেয়।
ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য:
- On-demand self-service,
- Broad network access,
- Limited customization,
- resource pooling,
- rapid elasticity,
- measured service.
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
নিচের কোনটি CAPTCHA এর ব্যবহার নয়?
Created: 1 month ago
A
ফর্ম সাবমিশন নিরাপদ করা
B
অনলাইন ভোট ও জরিপ
C
ফাইল জিপ করা
D
DDoS আক্রমণ প্রতিরোধ
CAPTCHA এবং এর ব্যবহার
- 
সংজ্ঞা: 
 CAPTCHA (Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart) হলো একটি নিরাপত্তা ব্যবস্থা যা মানব ব্যবহারকারী এবং স্বয়ংক্রিয় বটের মধ্যে পার্থক্য নির্ধারণ করে।
- 
কাজের ধরন: - 
বিকৃত পাঠ্য চিহ্নিত করা 
- 
নির্দিষ্ট চিত্র নির্বাচন 
- 
ধাঁধা বা সাধারণ গণিত সমস্যার সমাধান 
 
- 
- 
উদ্দেশ্য: 
 CAPTCHA ব্যবহারকারীদের প্রমাণ করতে সাহায্য করে যে তারা মানুষ, স্বয়ংক্রিয় প্রোগ্রাম নয়। এর মাধ্যমে অনলাইন সিস্টেমের নিরাপত্তা ও অখণ্ডতা নিশ্চিত করা হয়।
- 
ব্যবহারের সাধারণ ক্ষেত্র: - 
ব্যবহারকারী নিবন্ধন ও লগইন 
- 
ফর্ম জমা 
- 
DDoS আক্রমণ প্রতিরোধ 
- 
অনলাইন ভোট ও জরিপ 
- 
ওয়েব স্ক্র্যাপিং প্রতিরোধ 
 
- 
- 
CAPTCHA নয়: 
 ফাইল জিপ করা (File Compression) CAPTCHA এর মধ্যে পড়ে না। এটি নিরাপত্তার সাথে সম্পর্কিত নয়।
উৎস: ব্রিটানিকা
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
নিম্নলিখিত কোনটি LAN-এর উদাহরণ?
Created: 1 month ago
A
একটি অফিসের কম্পিউটার ল্যাব
B
শহরের বিভিন্ন অফিসের নেটওয়ার্ক
C
ব্লুটুথ ডিভাইসের সংযোগ
D
ইন্টারনেট
লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network - LAN): 
- যেসব নেটওয়ার্ক খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটার সমূহ ও যন্ত্রপাতির মধ্যে করা হয়ে থাকে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। 
- ছোট পরিসরে ব্যবহৃত হয়। 
- একাধিক ডিভাইস একসঙ্গে যুক্ত থাকে। 
- রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) ইত্যাদি LAN-এর উপযোগী ডিভাইস ব্যবহার হয়। 
- দ্রুত গতির ডেটা ট্রান্সফার সম্ভব। 
- উদাহরণ: একটি অফিস, স্কুলের কম্পিউটার ল্যাব, বাড়ির অভ্যন্তরীন নেটওয়ার্ক।
উৎস: ১। এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
নন-ইম্প্যাক্ট প্রিন্টার নয় কোনটি?
Created: 1 month ago
A
লেজার প্রিন্টার
B
ইংকজেট প্রিন্টার
C
থার্মাল প্রিন্টার
D
লাইন প্রিন্টার
লাইন প্রিন্টার হচ্ছে একটি ইম্প্যাক্ট প্রিন্টার।
প্রিন্টার:
- কম্পিউটারের সঙ্গে ব্যবহৃত যন্ত্রের মধ্যে প্রিন্টার বহুল ব্যবহৃত ও প্রয়োজনীয়।
- কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের পর ফলাফল লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
- কার্যপ্রণালী অনুসারে প্রিন্টারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: ইম্প্যাক্ট প্রিন্টার এবং নন-ইম্প্যাক্ট প্রিন্টার।
ইম্প্যাক্ট প্রিন্টার:
- যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে স্পর্শ করে, তাদেরকে সংস্পর্শ বা ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের রেজুল্যশন ও গতি কম থাকে।
- দাম তুলনামূলকভাবে কম থাকে।
- ইম্প্যাক্ট প্রিন্টারকে আবার দুই ভাগে ভাগ করা যায়: লাইন প্রিন্টার ও অক্ষর প্রিন্টার।
নন-ইম্প্যাক্ট প্রিন্টার:
- যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড সাধারণত কাগজকে স্পর্শ করে না, তাদেরকে নন-ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের রেজুল্যশন ও গতি বেশি থাকে।
- দাম তুলনামূলকভাবে বেশি থাকে।
- নন-ইম্প্যাক্ট প্রিন্টারের বিভিন্ন প্রকার: লেজার প্রিন্টার, ইংকজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার, স্থির বা স্থিতি বৈদ্যুতিক প্রিন্টার।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago