স্মার্টফোনে NFC ব্যবহার করে কী করা যায়?
A
দীর্ঘ-দূরত্ব ডেটা ট্রান্সফার
B
কন্ট্যাক্টলেস পেমেন্ট
C
স্যাটেলাইট কল
D
লং-রেঞ্জ ওয়াই-ফাই
উত্তরের বিবরণ
NFC (Near Field Communication) হলো একটি শর্ট-রেঞ্জ ওয়্যারলেস প্রযুক্তি (সাধারণত 4 সেমি-এর কম দূরত্বে কাজ করে)। এর মাধ্যমে স্মার্টফোন বা ডিভাইসের মধ্যে খুব কাছাকাছি অবস্থায় কন্ট্যাক্টলেস পেমেন্ট (Google Pay, Apple Pay ইত্যাদি) করা যায়।
NFC:
- NFC এর পূর্ণরুপ Near Field Communication.
- NFC হচ্ছে তারবিহীন যোগাযোগ প্রযুক্তির নাম।
- NFC হলো রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বের দুইটি ডিভাইস বা বস্তুর পরস্পর নিজেদের মধ্যে তারবিহীন ডেটা যোগাযোগ করার এক সেট প্রটোকল।
- এটা ৪ সেন্টিমিটার সর্বোচ্চ ১০ সেন্টিমিটার পর্যন্ত কার্যকর থাকে।
- এই প্রটোকল ব্যবহার করে সর্বোচ্চ ৪২৪ কিলোবিট/সেকেন্ড গতিতে ডেটা বিনিময় করা যায়।
- ২০০৪ সালে সনি, নকিয়া ও ফিলিপস কর্তৃক সমন্বিত প্রচেষ্টার ফল হচ্ছে NFC.
- এটি RFID (Radio Frequency Identification) প্রযুক্তি ব্যবহার করে ১৩.৫৬ মেগাহার্টজ ব্যান্ডে ডাটা যোগাযোগ করে।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
OR গেইটের সত্যক সারণী (Truth Table) অনুযায়ী, কখন আউটপুট ০ হয়?
Created: 1 month ago
A
সব ইনপুট ১ হলে
B
কমপক্ষে একটি ইনপুট ১ হলে
C
যেকোনো একটি ইনপুট ০ হলে
D
সব ইনপুট ০ হলে
◉ OR Gate একটি লজিক গেইট, যা ইনপুটগুলোর মধ্যে যেকোনো একটি ইনপুট ১ হলে আউটপুট ১ দেয়।
কিন্তু সব ইনপুট যদি ০ হয়, তখনই একমাত্র আউটপুট ০ হয়।
অর গেইট:
- অর গেইট যৌক্তিক যোগ পদ্ধতিতে কাজ করে।
- যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটসমূহের যৌক্তিক যোগফলের সমান তাকে অর গেইট বলে।
- কমপক্ষে একটি ইনপুট । হলে অর গেইটের আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট হবে 0।
- দুইটি ইনপুট সংকেত A ও B এবং আউটপুট X হলে অর গেইটের সমীকরণ, সাংকেতিক সংকেত ও সত্যক সারণি হবে নিম্নরূপ-

উৎস: 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
প্লটার মূলত কোন ধরনের ডিভাইস?
Created: 1 month ago
A
ইনপুট ডিভাইস
B
আউটপুট ডিভাইস
C
ইনপুট-আউটপুট ডিভাইস
D
স্টোরেজ ডিভাইস
কম্পিউটারের ডিভাইসসমূহ
১. ইনপুট ডিভাইস (Input Devices)
সংজ্ঞা: কম্পিউটারে ডেটা বা তথ্য পাঠানোর যন্ত্র।
উদাহরণ:
- 
কি-বোর্ড (Keyboard) 
- 
ওএমআর (OMR) 
- 
মাউস (Mouse) 
- 
ওসিআর (OCR) 
- 
ট্র্যাকবল (Trackball) 
- 
স্ক্যানার (Scanner) 
- 
জয়স্টিক (Joystick) 
- 
ডিজিটাইজার (Digitizer) 
- 
লাইটপেন (Light pen) 
- 
বার কোড রিডার (Bar Code Reader) 
- 
গ্রাফিক্স প্যাড (Graphics Pad) 
- 
পয়েন্ট অফ সেল (Point-of-Sale) 
- 
ডিজিটাল ক্যামেরা (Digital Camera) 
২. আউটপুট ডিভাইস (Output Devices)
সংজ্ঞা: কম্পিউটারে প্রক্রিয়াজাত তথ্য বা ফলাফল প্রদর্শনের যন্ত্র।
উদাহরণ:
- 
মনিটর (Monitor) 
- 
প্রিন্টার (Printer) 
- 
প্লটার (Plotter) 
- 
স্পিকার (Speaker) 
- 
মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector) 
- 
ইমেজ সেটার (Image Setter) 
- 
ফিল্ম রেকর্ডার (Film Recorder) 
- 
হেডফোন (Headphone) 
৩. ইনপুট-আউটপুট ডিভাইস (Input-Output Devices)
সংজ্ঞা: এমন ডিভাইস যা একই সাথে তথ্য পাঠানো ও প্রাপ্তি দুটোই করতে পারে।
উদাহরণ:
- 
হার্ডডিস্ক 
- 
সিডি বা ডিভিডি 
- 
পেনড্রাইভ 
- 
টাচ স্ক্রিন 
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল), মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
4 KB মেমোরি address করার জন্য কতটি address line প্রয়োজন?
Created: 1 month ago
A
10
B
11
C
12
D
13
4 KB মেমোরি address করার জন্য 12টি address line প্রয়োজন।
অ্যাড্রেস বাস/লাইন:
- 
Address line হলো একটি বাইনারি লাইন, যার মাধ্যমে কম্পিউটার বা প্রসেসর মেমোরির প্রতিটি বাইট লোকেশন নির্ধারণ করে। 
- 
যদি অ্যাড্রেস বাসে n সংখ্যক লাইন থাকে, তাহলে ২ⁿ টি অ্যাড্রেস থেকে ডেটা পড়া ও লেখা সম্ভব। 
হিসাব:
- 
১ কিলোবাইট (KB) = ১০২৪ বাইট = ২¹⁰ বাইট 
- 
৪ কিলোবাইট = ৪ × ২¹⁰ = ২¹² বাইট 
- 
অতএব, ৪ কিলোবাইট মেমোরি address করার জন্য 12টি address line প্রয়োজন। 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago