ই-মেইল প্রেরণে আউটগোয়িং প্রোটোকল—
A
POP3
B
IMAP
C
SMTP
D
FTP
উত্তরের বিবরণ
SMTP (Simple Mail Transfer Protocol) ই-মেইল প্রেরণের জন্য (Send/Outgoing) ব্যবহৃত হয়।
• ই-মেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।
• POP:
- POP এর পূর্ণরূপ হল Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.
• SMTP:
- SMTP এর পূর্ণরূপ হল Simple Mail Transfer Protocol.
- মেল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্ট মেল বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করে।
• IMAP:
- IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol.
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
কম্পিউটারের Virtual Memory বলতে কী বোঝায়?
Created: 1 month ago
A
Cache Memory-এর অংশ যা দ্রুত ডেটা সংরক্ষণ করে
B
গ্রাফিক্স কার্ডের ভেতরে থাকা Video RAM
C
বাহ্যিক স্টোরেজ ডিভাইস (CD/DVD)-এ থাকা মেমরি
D
হার্ডডিস্ক বা SSD-এর একটি অংশ, যা অতিরিক্ত RAM-এর মতো ব্যবহৃত হয়
◉ Virtual Memory হলো এমন একটি প্রযুক্তি, যেখানে কম্পিউটারের হার্ডডিস্ক বা SSD-এর একটি অংশকে সাময়িকভাবে RAM-এর সম্প্রসারণ (extension) হিসেবে ব্যবহার করা হয়। যখন RAM পূর্ণ হয়ে যায়, তখন অপারেটিং সিস্টেম কম ব্যবহৃত ডেটা RAM থেকে ডিস্কে সরিয়ে রাখে এবং প্রয়োজনে আবার ফিরিয়ে আনে।
ভার্চুয়াল মেমরি:
- ভার্চুয়াল মেমরি (Virtual Memory) হলো কম্পিউটার সিস্টেমের একটি প্রযুক্তি যা প্রধান মেমরির (RAM) সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য ব্যবহৃত হয়।
- এটি এমন একটি ব্যবস্থা, যেখানে হার্ড ড্রাইভের একটি অংশকে অস্থায়ীভাবে RAM হিসেবে ব্যবহার করা হয়, যাতে একসাথে আরও বেশি প্রোগ্রাম চালানো যায়।
- অপারেটিং সিস্টেম নিজেই ঠিক করে কোন অংশ RAM-এ থাকবে আর কোন অংশ হার্ড ড্রাইভে যাবে।
- যখন RAM পূর্ণ হয়ে যায়, তখন কম ব্যবহার হওয়া ডেটাগুলো হার্ড ড্রাইভের একটি নির্দিষ্ট অংশে (page file/swap space) পাঠানো হয়।
- প্রয়োজনে আবার সেই ডেটা RAM-এ ফিরিয়ে আনা হয়। এই পুরো প্রক্রিয়াটি ব্যবহারকারীর অজান্তেই ঘটে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
কম্পিউটার প্রসেসরের কর্মক্ষমতা পরিমাপের জন্য MIPS শব্দটির পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Million Instructions Per Second
B
Machine Independent Processing Standard
C
Memory Indexing Performance Scale
D
Mathematical Instruction Processing Set
MIPS-এর পূর্ণরূপ হলো Million Instructions Per Second।
MIPS (Million Instructions Per Second) হলো কম্পিউটারের প্রসেসিং গতি পরিমাপের একটি একক, যা প্রতি সেকেন্ডে সম্পাদিত মিলিয়ন সংখ্যক নির্দেশনা (instructions) বোঝায়। এটি সাধারণত CPU পারফরম্যান্স নির্ধারণের জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে RISC (Reduced Instruction Set Computing) প্রসেসরগুলোর ক্ষেত্রে।
যদিও MIPS কম্পিউটারের পারফরম্যান্সের একটি সাধারণ নির্দেশক, এটি সবসময় নির্ভুলভাবে কার্যক্ষমতা প্রতিফলিত করে না, কারণ প্রসেসরের কার্যক্ষমতা নির্ভর করে নির্দেশনার ধরন, ক্যাশ মেমোরি, এবং সফটওয়্যার অপ্টিমাইজেশনের ওপর।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
সাধারণত ই-মেইল পাঠানোর জন্য কোন নেটওয়ার্ক প্রোটোকল ব্যবহার করা হয়?
Created: 1 month ago
A
POP3
B
IMAP
C
SMTP
D
HTTPS
ই-মেইল ও প্রটোকলসমূহ
- 
ই-মেইল পরিচিতি: - 
১৯৭১ সালে আরপানেটের মাধ্যমে প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন। 
- 
ই-মেইল হলো একজন প্রেরকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে বার্তা বা ডিজিটাল মেসেজ নির্ভরযোগ্যভাবে বিনিময় করার পদ্ধতি। 
- 
ই-মেইল ঠিকানায় অবশ্যই @ চিহ্ন থাকতে হবে। 
- 
ই-মেইল ঠিকানা গঠিত হয় ইউজার আইডি এবং ডোমেইন নেম দ্বারা। উদাহরণ: abc@def.com→abc= ইউজার আইডি,def.com= ডোমেইন নেম।
 
- 
- 
ই-মেইল প্রটোকল: - 
POP (Post Office Protocol): - 
ব্যবহারকারীর ইনকামিং মেইল গ্রহণের জন্য ব্যবহৃত। 
- 
সর্বাধিক ব্যবহৃত সংস্করণ হলো POP3। 
 
- 
- 
SMTP (Simple Mail Transfer Protocol): - 
ই-মেইল প্রেরণের জন্য ব্যবহৃত। 
- 
প্রেরকের মেইল সার্ভার থেকে গ্রাহকের মেইল সার্ভারে বার্তা পৌঁছাতে SMTP ব্যবহার করা হয়। 
 
- 
- 
IMAP (Internet Message Access Protocol): - 
ব্যবহারকারীকে মেইল বক্সে প্রবেশ এবং মেইল পড়ার সুবিধা দেয়, কিন্তু মূল বার্তা সার্ভারে থাকে। 
 
- 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago