ই-মেইল প্রেরণে আউটগোয়িং প্রোটোকল—
A
POP3
B
IMAP
C
SMTP
D
FTP
উত্তরের বিবরণ
SMTP (Simple Mail Transfer Protocol) ই-মেইল প্রেরণের জন্য (Send/Outgoing) ব্যবহৃত হয়।
• ই-মেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- [email protected] এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।
• POP:
- POP এর পূর্ণরূপ হল Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.
• SMTP:
- SMTP এর পূর্ণরূপ হল Simple Mail Transfer Protocol.
- মেল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্ট মেল বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করে।
• IMAP:
- IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol.
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।

0
Updated: 7 hours ago
নিচের কোনটির যােগাযােগের দূরত্ব সবচেয়ে কম?
Created: 5 days ago
A
Wi-Fi
B
Bluetooth
C
Wi-Max
D
Cellular network
যোগাযোগ প্রযুক্তির দূরত্বের তুলনা – ব্লুটুথ, Wi-Fi ও WiMAX
-
ব্লুটুথ (Bluetooth):
ব্লুটুথ হলো একটি তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) প্রযুক্তি যা স্বল্প দূরত্বে ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়। এটি রেডিও প্রযুক্তি ব্যবহার করে এবং এর দূরত্ব সাধারণত ১০–১০০ মিটার পর্যন্ত সীমিত থাকে।
ব্লুটুথ ১৯৯৪ সালে সুইডিশ কোম্পানি এরিকসন তৈরি করে, RS-232 ডেটা ক্যাবলের বিকল্প হিসেবে। নামকরণ করা হয়েছে ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নামে। ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেট বলা হয়, যেখানে একটি মাস্টার ডিভাইস থাকে এবং বাকিগুলো স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে। একাধিক পিকোনেট মিলিত হলে একটি বড় স্ক্যান্টারনেট তৈরি হতে পারে। -
Wi-Fi:
Wi-Fi এর কভারেজ সাধারণত ঘরের ভিতরে প্রায় ৩৩ মিটার এবং খোলা স্থানে প্রায় ১০০ মিটার পর্যন্ত থাকে। -
WiMAX:
WiMAX প্রযুক্তির কভারেজ এলাকা প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি; প্রকৌশলী মুজিবুর রহমান

0
Updated: 5 days ago
Wi-Fi কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করে?
Created: 5 days ago
A
0.5 GHz - 2 GHz
B
2.4 GHz - 5 GHz
C
10 GHz - 20 GHz
D
100 MHz - 200 MHz
সঠিক উত্তর: খ) 2.4 GHz - 5 GHz
Wi-Fi
- Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো Wireless Fidelity (ওয়্যারলেস ফিডেলিটি)।
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- ওয়াই-ফাই হলো জনপ্রিয় একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি, যেটি তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগে বেতার তরঙ্গ ব্যবহার করে।
- ওয়াই-ফাই একটি ওয়ারলেস তারবিহীন LAN স্ট্যান্ডার্ড, যা প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত।
- ইন্টারনেট অ্যাকসেসের জন্য Wi-Fi নেটওয়ার্কযুক্ত এলাকাকে Hotspot বলা হয়।
- ওয়াই-ফাই এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত।
- ওয়াই-ফাই এর জনক ভিক্টর ভিক হেইয়েস।
- ওয়াই-ফাই এর ফ্রিকুয়েন্সি 2.4 GHz - 5 GHz।
- ওয়াই-ফাই এর ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট হলো রাউটার।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

0
Updated: 5 days ago
ই-মেইল ঠিকানায় @ চিহ্নের পূর্ববর্তী অংশ কোন তথ্য নির্দেশ করে?
Created: 5 days ago
A
ইউজার আইডি
B
ডোমেইন নেম
C
সার্ভার নেম
D
কোনটিই নয়
ই-মেইল ইউজার আইডি
-
@ চিহ্নের পূর্ববর্তী অংশকে ইউজার আইডি বলা হয়
-
নির্দিষ্ট একজন ব্যবহারকারীকে চিহ্নিত করতে ব্যবহৃত
-
উদাহরণ: [email protected] → “fahim123” হলো ইউজার আইডি
ইমেইল
-
১৯৭১ সালে রেমন্ড স্যামুয়েল টমলিসন ARPANET-এর মাধ্যমে প্রথম ই-মেইল চালু করেন
-
ডিজিটাল বার্তা বিনিময়ের পদ্ধতি
-
ইমেইল ঠিকানায় @ চিহ্ন থাকা আবশ্যক
-
গঠিত: ইউজার আইডি + ডোমেইন নেম, যেমন: [email protected]
-
বার্তা আদান-প্রদানে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার
ইমেইলের গুরুত্বপূর্ণ অংশ
-
CC (Carbon Copy): একাধিক প্রাপকের কাছে পাঠানো, সকল প্রাপক দেখতে পান
-
BCC (Blind Carbon Copy): একাধিক প্রাপকের কাছে পাঠানো, এক প্রাপক অন্যদের দেখতে পায় না
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি

0
Updated: 5 days ago