কম্পিউটারের Virtual Memory বলতে কী বোঝায়?
A
Cache Memory-এর অংশ যা দ্রুত ডেটা সংরক্ষণ করে
B
গ্রাফিক্স কার্ডের ভেতরে থাকা Video RAM
C
বাহ্যিক স্টোরেজ ডিভাইস (CD/DVD)-এ থাকা মেমরি
D
হার্ডডিস্ক বা SSD-এর একটি অংশ, যা অতিরিক্ত RAM-এর মতো ব্যবহৃত হয়
উত্তরের বিবরণ
◉ Virtual Memory হলো এমন একটি প্রযুক্তি, যেখানে কম্পিউটারের হার্ডডিস্ক বা SSD-এর একটি অংশকে সাময়িকভাবে RAM-এর সম্প্রসারণ (extension) হিসেবে ব্যবহার করা হয়। যখন RAM পূর্ণ হয়ে যায়, তখন অপারেটিং সিস্টেম কম ব্যবহৃত ডেটা RAM থেকে ডিস্কে সরিয়ে রাখে এবং প্রয়োজনে আবার ফিরিয়ে আনে।
ভার্চুয়াল মেমরি:
- ভার্চুয়াল মেমরি (Virtual Memory) হলো কম্পিউটার সিস্টেমের একটি প্রযুক্তি যা প্রধান মেমরির (RAM) সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য ব্যবহৃত হয়।
- এটি এমন একটি ব্যবস্থা, যেখানে হার্ড ড্রাইভের একটি অংশকে অস্থায়ীভাবে RAM হিসেবে ব্যবহার করা হয়, যাতে একসাথে আরও বেশি প্রোগ্রাম চালানো যায়।
- অপারেটিং সিস্টেম নিজেই ঠিক করে কোন অংশ RAM-এ থাকবে আর কোন অংশ হার্ড ড্রাইভে যাবে।
- যখন RAM পূর্ণ হয়ে যায়, তখন কম ব্যবহার হওয়া ডেটাগুলো হার্ড ড্রাইভের একটি নির্দিষ্ট অংশে (page file/swap space) পাঠানো হয়।
- প্রয়োজনে আবার সেই ডেটা RAM-এ ফিরিয়ে আনা হয়। এই পুরো প্রক্রিয়াটি ব্যবহারকারীর অজান্তেই ঘটে।

0
Updated: 7 hours ago
TCP/IP মডেল মূলত কোন লেয়ার নেটওয়ার্কের মধ্যে প্যাকেটের রুট নির্ধারণ করে?
Created: 4 days ago
A
Application Layer
B
Internet Layer
C
Transport Layer
D
Network Access Layer
তথ্য প্রযুক্তি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
নেটওয়ার্কের প্রকারভেদ (Types of network)
No subjects available.
TCP/IP মডেল – Internet Layer
Internet Layer নেটওয়ার্কের মধ্যে প্যাকেটের রুট নির্ধারণ করে। এই স্তর মূলত ডেটা প্যাকেটকে উৎস থেকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য দায়ী। এখানে IP (Internet Protocol) সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা প্রতিটি প্যাকেটে উৎস এবং গন্তব্যের ঠিকানা যোগ করে। এছাড়াও এই লেয়ারে রাউটিং প্রক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ কোন পথে ডেটা গন্তব্যে যাবে তা নির্ধারণ করা হয়। বিভিন্ন রাউটার ও মধ্যবর্তী নেটওয়ার্কের মাধ্যমে সঠিক রুট খুঁজে বের করে প্যাকেটকে পাঠানোই Internet Layer-এর প্রধান কাজ। তাই সঠিক উত্তর হলো খ) Internet Layer।
TCP/IP
-
TCP/IP প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়।
-
ইন্টারনেটের সকল কম্পিউটার কমান্ড এবং ডাটা আদান-প্রদানের TCP/IP প্রোটোকল ব্যবহার করে।
-
ইন্টারনেটে যেকোনো কম্পিউটার আরেকটি কম্পিউটারে সাথে সহজেই সংযোজিত হতে পারে।
-
একটি কম্পিউটার প্রথমে লোকাল বা স্থানীয় নেটওয়ার্কের সাথে সংযোজিত হয়, অতঃপর ইন্টারনেট ব্যাকবোনের মাধ্যমে সারা বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়।
-
ইন্টারনেটের সকল কম্পিউটারেরই একটি IP Address থাকে এবং প্রায় সকলের একটি ঠিকানা থাকে, যা ডোমেইন নেম সিস্টেম ব্যবহার করে।
অপশন আলোচনা
ক) Application Layer: এটি ব্যবহারকারীর অ্যাপ্লিকেশন এবং প্রোটোকলের সাথে সম্পর্কিত, রাউটিং নির্ধারণ করে না।
খ) Internet Layer: এটি নেটওয়ার্কের মধ্যে প্যাকেটের রুট নির্ধারণ করে, যেমন IP প্রোটোকল।
গ) Transport Layer: এটি এন্ড-টু-এন্ড ডেটা ট্রান্সফার ও পোর্ট নিয়ন্ত্রণ করে, রাউটিং নয়।
ঘ) Network Access Layer: এটি ফিজিক্যাল ও ডাটা লিঙ্ক লেয়ার কাজ করে, স্থানীয় নেটওয়ার্কে ডেটা প্রেরণ করে, রাউটিং নয়।
সঠিক উত্তর: খ) Internet Layer
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 4 days ago
ই-মেইল প্রেরণে আউটগোয়িং প্রোটোকল—
Created: 7 hours ago
A
POP3
B
IMAP
C
SMTP
D
FTP
SMTP (Simple Mail Transfer Protocol) ই-মেইল প্রেরণের জন্য (Send/Outgoing) ব্যবহৃত হয়।
• ই-মেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- [email protected] এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।
• POP:
- POP এর পূর্ণরূপ হল Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.
• SMTP:
- SMTP এর পূর্ণরূপ হল Simple Mail Transfer Protocol.
- মেল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্ট মেল বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করে।
• IMAP:
- IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol.
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।

0
Updated: 7 hours ago
কী- বোর্ডে Esc কী কাজ করে?
Created: 5 days ago
A
কমান্ড বাতিল করা
B
Undo করা
C
Redo করা
D
Document save করা
সঠিক উত্তর: ক) কমান্ড বাতিল করা
গুরুত্বপূর্ণ কীবোর্ড কমান্ডসমূহ:
-
Ctrl + O : ডকুমেন্ট খুলুন
-
Ctrl + N : নতুন ডকুমেন্ট তৈরি করুন
-
Ctrl + S : ডকুমেন্ট সংরক্ষণ করুন
-
Ctrl + W : ডকুমেন্ট বন্ধ করুন
-
Ctrl + C : নির্বাচিত কনটেন্ট কপি করুন
-
Ctrl + V : ক্লিপবোর্ডের কনটেন্ট পেস্ট করুন
-
Ctrl + B : টেক্সটকে বোল্ড করুন
-
Ctrl + I : টেক্সটকে ইতালিক করুন
-
Ctrl + U : টেক্সটকে আন্ডারলাইন করুন
-
Ctrl + [ : ফন্ট সাইজ ১ পয়েন্ট কমান
-
Ctrl + ] : ফন্ট সাইজ ১ পয়েন্ট বাড়ান
-
Ctrl + E : টেক্সট সেন্টার করুন
-
Ctrl + L : টেক্সট বাম দিকে সন্নিবেশ করুন
-
Ctrl + R : টেক্সট ডান দিকে সন্নিবেশ করুন
-
Esc : কমান্ড বাতিল করুন
-
Ctrl + Z : পূর্ববর্তী অ্যাকশন অডু করুন
-
Ctrl + Y : পূর্ববর্তী অ্যাকশন রিডু করুন (যদি সম্ভব)
-
Alt + W : জুম মান সমন্বয় করুন
উৎস: মাইক্রোসফট ওয়েবসাইট

0
Updated: 5 days ago