Gulf Cooperation Council (GCC) কোন অঞ্চলের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট?
A
দক্ষিণ এশিয়া
B
মধ্যপ্রাচ্য
C
ইউরোপ
D
আফ্রিকা
উত্তরের বিবরণ
Gulf Cooperation Council (GCC)
- 
পূর্ণ নাম: Gulf Cooperation Council বা উপসাগরীয় সহযোগিতা সংস্থা 
- 
প্রকৃতি: রাজনৈতিক ও অর্থনৈতিক জোট 
- 
প্রতিষ্ঠা: মে, ১৯৮১, স্থান: রিয়াদ, সৌদি আরব 
- 
সদস্য দেশ: ৬টি - 
সৌদি আরব 
- 
কুয়েত 
- 
সংযুক্ত আরব আমিরাত 
- 
কাতার 
- 
বাহরাইন 
- 
ওমান 
 
- 
- 
উদ্দেশ্য: - 
সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য স্থাপন 
- 
আরব ও ইসলামি সংস্কৃতির ভিত্তিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি 
 
- 
- 
নেতৃত্ব: সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে নেতৃত্ব দেয় 
- 
তাৎপর্য: অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমন্বয়ের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC)-এর সদস্য সংখ্যা কত?
Created: 3 months ago
A
৬
B
৭
C
৮
D
৫
GCC
- 
GCC এর পূর্ণরূপ হলো Gulf Cooperation Council বা পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ। 
- 
এটি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যেটি আরব উপদ্বীপের পারস্য উপসাগর তীরবর্তী দেশগুলোর মধ্যে গঠিত। 
- 
গঠিত হয়েছিল ২৫ মে, ১৯৮১ সালে। 
- 
এর সদর দফতর অবস্থিত রিয়াদ, সৌদি আরব। 
- 
বর্তমানে GCC এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জাসেম মোহাম্মদ আল বুদাইউই। 
- 
এই জোটের সদস্য দেশগুলো মোট ৬টি: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান। 
- 
GCC সদস্য দেশগুলো একে অপরের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং অবকাঠামোগত উন্নয়নে সমন্বিত সহযোগিতা করে। 
গঠন ও কার্যাবলী:
- 
সুপ্রিম কাউন্সিল হলো GCC-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা, যেখানে প্রতিটি সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা অংশগ্রহণ করেন। এই কাউন্সিল বছরে একবার বৈঠক করে এবং সকল সিদ্ধান্ত একমতিতে গ্রহণ করা হয়। 
- 
এছাড়াও একটি প্রতিরক্ষা পরিকল্পনা কাউন্সিল রয়েছে, যা সদস্য দেশগুলোর সামরিক সহযোগিতা এবং সমন্বয় নিশ্চিত করে। 
- 
GCC সনদের ৪ নম্বর অনুচ্ছেদ জোটের মূল লক্ষ্য নির্ধারণ করে, যেখানে বলা হয়েছে যে GCC গঠনের উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক মজবুত করা এবং তাদের নাগরিকদের মধ্যে সহযোগিতার বন্ধন দৃঢ় করা। 
সূত্র: Britannica
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 months ago
Gulf Cooperation Council এর বর্তমান সদস্য সংখ্যা কয়টি? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 month ago
A
৫টি
B
৬টি
C
৭টি
D
৮টি
GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক জোট, যা অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে কাজ করে।
- 
প্রতিষ্ঠা: ১৯৮১ সালে 
- 
সদর দপ্তর: রিয়াদ, সৌদি আরব 
- 
সদস্য সংখ্যা: ৬টি (সেপ্টেম্বর, ২০২৫) 
- 
সদস্য দেশসমূহ: - 
সৌদি আরব 
- 
সংযুক্ত আরব আমিরাত 
- 
কাতার 
- 
কুয়েত 
- 
বাহরাইন 
- 
ওমান 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago