ইউরোপীয় ইউনিয়ন (EU) কত সালে প্রতিষ্ঠিত হয়?
A
১৯৯২ সালে
B
১৯৯৩ সালে
C
১৯৯৫ সালে
D
১৯৯০ সালে
উত্তরের বিবরণ
ইউরোপীয় ইউনিয়ন (EU)
- 
প্রতিষ্ঠা: ১ নভেম্বর ১৯৯৩ 
- 
প্রকৃতি: বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক ও রাজনৈতিক জোট 
- 
ভিত্তি চুক্তি: ৭ ফেব্রুয়ারি ১৯৯২, নেদারল্যান্ডসে ম্যাসট্রিচট চুক্তি 
- 
একক মুদ্রা: ইউরো 
- 
বর্তমান সদস্য রাষ্ট্র: ২৭টি 
- 
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম 
- 
প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র (৬টি): বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস 
- 
বিশেষ তথ্য: ক্রোশিয়া ১ জানুয়ারি ২০২৩ সালে শেনজেন ও ইউরো গ্রহণ করে 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
The European Free Trade Association (EFTA)-এর বর্তমান সদস্যদেশ কতটি? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 1 month ago
A
সাতটি
B
পাঁচটি
C
তিনটি
D
চারটি
The European Free Trade Association (EFTA) প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালের ৪ জানুয়ারী স্টকহোমে একটি কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে। এটির মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য প্রচার করা।
মূল তথ্যসমূহ:
- 
প্রতিষ্ঠাতা সদস্য দেশসমূহ: অস্ট্রিয়া, ডেনমার্ক, নরওয়ে, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য। 
- 
বর্তমান সদস্য দেশসমূহ (সেপ্টেম্বর ২০২৫): - 
আইসল্যান্ড 
- 
লিচেনস্টাইন 
- 
নরওয়ে 
- 
সুইজারল্যান্ড 
 
- 
- 
EFTA-এর সদস্য নয়: ইতালি 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
ইউরোপীয় ইউনিয়নের (EU) প্রথম দেশ হিসেবে কোন দেশ ইসরায়েলের সঙ্গে অস্ত্র–বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করে?
Created: 1 month ago
A
ইতালি
B
সুইডেন
C
স্লোভেনিয়া
D
ডেনমার্ক
স্লোভেনিয়া ইসরায়েলের সঙ্গে অস্ত্র সম্পর্কিত সকল লেনদেন নিষিদ্ধ করেছে।
মূল তথ্যসমূহ:
- 
নিষিদ্ধ কার্যক্রম: অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহন। 
- 
প্রেক্ষাপট: ইসরায়েলের মন্ত্রীদেরকে অবাঞ্ছিত ঘোষণা করার দুই সপ্তাহ পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 
- 
সরকারি তথ্য: স্লোভেনিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসটিএ সরকারি বিবৃতি উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ করেছে। 
- 
বিশেষ তাৎপর্য: গাজায় চলমান যুদ্ধে ইউরোপে প্রথম দেশ হিসেবে স্লোভেনিয়া ইসরায়েলের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল। 
- 
পূর্ববর্তী পদক্ষেপ: গত বছরের জুনে স্লোভেনিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
MERCOSUR কোন অঞ্চলের আঞ্চলিক বাণিজ্যিক জোট?
Created: 2 months ago
A
উত্তর ইউরোপ
B
দক্ষিণ-পূর্ব এশিয়া
C
দক্ষিণ আমেরিকা
D
পূর্ব ইউরোপ
MERCOSUR (The Southern Common Market / দক্ষিণ আমেরিকা আঞ্চলিক বাণিজ্যিক জোট):-
- 
দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি আঞ্চলিক বাণিজ্যিক জোট। 
- 
প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১। 
- 
প্রতিষ্ঠাকালীন চুক্তি: আসুনসিয়ন চুক্তি (Treaty of Asuncion)। 
- 
চুক্তি স্বাক্ষরের স্থান: আসুনসিয়ন, প্যারাগুয়ে। 
- 
প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে। 
- 
বর্তমান পূর্ণ সদস্য: ৫টি দেশ – আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং ভেনেজুয়েলা। - 
বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত। 
 
- 
- 
সদরদপ্তর: মণ্টেভিডিও, উরুগুয়ে। 
- 
সহযোগী সদস্য: ৭টি দেশ – বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, সুরিনাম। 
🔹 ভেনেজুয়েলার স্থগিত সদস্যপদ:
- 
বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা উশুয়ায়ার প্রোটোকলের ৫ অনুচ্ছেদের দ্বিতীয় অনুচ্ছেদের বিধান অনুযায়ী MERCOSUR-এর রাষ্ট্রপক্ষ হিসেবে তার অধিকার ও বাধ্যবাধকতা স্থগিত। 
🔹 প্রতিষ্ঠার প্রেক্ষাপট:
- 
আসুনসিয়ন চুক্তি ১৯৯১ সালের ২৬ মার্চ প্যারাগুয়ের আসুনসিয়নে স্বাক্ষরিত হয় এবং MERCOSUR-এর প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করে। 
উৎস: Council on Foreign Relations ওয়েবসাইট।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago