কোন প্রতিষ্ঠানটি স্বল্প আয়ের দেশগুলোকে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান করে?
A
IBRD
B
IFC
C
IDA
D
MIGA
উত্তরের বিবরণ
বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group)
- 
মোট ৫টি প্রতিষ্ঠান নিয়ে গঠিত 
- 
লক্ষ্য: দারিদ্র্য হ্রাস, টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বিশ্ব গঠন 
- 
কার্যক্রম: জ্ঞান, অর্থায়ন ও দক্ষতার মাধ্যমে উন্নয়ন সহযোগিতা 
৫টি প্রতিষ্ঠান
- 
IBRD – International Bank for Reconstruction and Development (পুনর্গঠন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক ব্যাংক) 
- 
IDA – International Development Association (আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা) → নিম্ন-আয়ের দেশগুলোকে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান 
- 
IFC – International Finance Corporation (আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশন) 
- 
MIGA – Multilateral Investment Guarantee Agency (বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা) 
- 
ICSID – International Centre for Settlement of Investment Disputes (বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র) 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে?
Created: 6 days ago
A
২০১৪
B
২০১৬
C
২০১৭
D
কোনটি নয়
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 6 days ago
জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়ােগ প্রতিবেদন প্রকাশ করে?
Created: 1 month ago
A
WTO
B
MIGA
C
World Bank
D
UNCTAD
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন বা UNCTAD হলো জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যা আন্তর্জাতিক বাণিজ্য, উন্নয়ন ও অর্থনৈতিক ন্যায্যতা প্রতিষ্ঠায় কাজ করে থাকে। এটি উন্নয়নশীল দেশগুলোকে বৈশ্বিক অর্থনীতিতে সমান সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।
- 
পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development (জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন) 
- 
প্রতিষ্ঠা: ১৯৬৪ সালে 
- 
ধরন: জাতিসংঘের একটি বিশেষ সংস্থা 
- 
অবস্থান: জেনেভা, সুইজারল্যান্ড (সদরদপ্তর) 
- 
সদস্য সংখ্যা: বর্তমানে ১৯৫ 
- 
অধীনতা: জাতিসংঘের সাধারণ পরিষদ 
- 
মূল কার্যক্রম: উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও টেকসই উন্নয়নে সহায়তা করা এবং বৈশ্বিক অর্থনীতিতে ন্যায্যতা প্রতিষ্ঠা 
- 
গুরুত্বপূর্ণ প্রকাশনা: প্রতিবছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন (World Investment Report) প্রকাশ করে 
উল্লেখযোগ্যভাবে, UNCTAD এর বিশ্ব বিনিয়োগ রিপোর্ট ২০২৩-এ জানানো হয়েছে যে উন্নয়নশীল দেশগুলো টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনের পথে একটি বড় বিনিয়োগ ঘাটতির মুখোমুখি হচ্ছে। ২০১৫ সালে এই ঘাটতি যেখানে ছিল প্রায় ২.৫ ট্রিলিয়ন ডলার, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ ট্রিলিয়ন ডলার প্রতি বছর।
UNCTAD প্রতিবছর আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে, যার মধ্যে রয়েছে:
- 
The Trade and Development Report 
- 
The Trade and Environment Review 
- 
The World Investment Report 
- 
The Least Developed Countries Report 
- 
The Technology and Innovation Report 
- 
Digital Economy Report 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
কে প্রথম 'গ্লোবাল ভিলেজ' ধারাটির উপস্থাপন করেন?
Created: 3 months ago
A
হার্বার্ট মার্শাল ম্যাকলুহান
B
রবার্ট কিংসলে
C
হেনরি জি. ম্যাকমিলান
D
ডব্লিউ জি. পেরি
গ্লোবাল ভিলেজ (Global Village):
‘গ্লোবাল ভিলেজ’ ধারণাটি প্রথম উপস্থাপন করেন কানাডীয় গণযোগাযোগ বিশেষজ্ঞ মার্শাল ম্যাকলুহান।
- 
গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলতে বোঝায় এমন এক সমাজ, যেখানে পৃথিবীর সব মানুষ ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত থেকে একে অপরকে সেবা দেয়। 
- 
মার্শাল ম্যাকলুহান টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন এবং ‘দি মিডিয়াম ইজ দি মেসেজ’ ও ‘গ্লোবাল ভিলেজ’ ধারণার প্রবক্তা হিসেবে পরিচিত। 
- 
১৯৬২ সালে তাঁর বই The Gutenberg Galaxy: The Making of Typographic Man এবং ১৯৬৪ সালে Understanding Media গ্রন্থে তিনি ‘গ্লোবাল ভিলেজ’ ধারণা তুলে ধরেন। 
- 
তাঁর সময়ে ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তার ঘটে, যা সময় ও দূরত্বকে সংকুচিত করে পৃথিবীকে একটি গ্রামের মতো করে ফেলে। 
- 
তিনি এই প্রযুক্তির বিস্তৃতিকে ‘ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম’ (Electronic Nervous System) বলে আখ্যায়িত করেন, যা পৃথিবীকে গ্লোবাল ভিলেজে রূপান্তরিত করেছে। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 months ago