কোয়ান্টাম তত্ত্ব প্রবর্তন করেন কে?
A
ম্যাক্স প্লাঙ্ক
B
নিউটন
C
আইনস্টাইন
D
গ্যালিলিও
উত্তরের বিবরণ
কোয়ান্টাম তত্ত্ব:
কোয়ান্টাম তত্ত্ব: 
- ১৯০০ সালে ম্যাক্স প্লাঙ্ক আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রস্তাবনা করেন। 
- এই তত্ত্ব অনুসারে শক্তি কোনো উৎস থেকে অবিচ্ছিন্ন তরঙ্গের আকারে বের হয়ে না, বরং ক্ষুদ্র শক্তির প্যাকেট বা গুচ্ছ আকারে নির্গত হয়। 
- প্রতি কম্পাঙ্কের (রঙের আলোর) জন্য এই শক্তি প্যাকেটের একটি সর্বনিম্ন মান নির্দিষ্ট থাকে। এই সর্বনিম্ন শক্তি সম্পন্ন কণিকার নাম কোয়ান্টাম বা ফোটন। 
- প্লাঙ্কের মতে, কৃষ্ণ বস্তুর বিকিরণ আলাদা আলাদা বা গুচ্ছ আকারে সংঘটিত হয়। 
- ১৯০৫ সালে আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন, যার ফলে আলোর কণা তত্ত্ব পুনর্জীবিত হয়। 
- এই তত্ত্ব অনুসারে শক্তি কোনো উৎস থেকে অবিচ্ছিন্ন তরঙ্গের আকারে বের হয়ে না, বরং ক্ষুদ্র শক্তির প্যাকেট বা গুচ্ছ আকারে নির্গত হয়।
- প্রতি কম্পাঙ্কের (রঙের আলোর) জন্য এই শক্তি প্যাকেটের একটি সর্বনিম্ন মান নির্দিষ্ট থাকে। এই সর্বনিম্ন শক্তি সম্পন্ন কণিকার নাম কোয়ান্টাম বা ফোটন।
- প্লাঙ্কের মতে, কৃষ্ণ বস্তুর বিকিরণ আলাদা আলাদা বা গুচ্ছ আকারে সংঘটিত হয়।
- ১৯০৫ সালে আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন, যার ফলে আলোর কণা তত্ত্ব পুনর্জীবিত হয়।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
                                n-টাইপ অর্ধপরিবাহীতে কোনটি বেশি থাকে?
                            
                            Created: 1 month ago
A
ধনাত্মক আয়ন
B
ঋণাত্মক আয়ন
C
হোল
D
মুক্ত ইলেকট্রন
অর্ধপরিবাহী ডায়োড বা জাংশন ডায়োড মূলত p-টাইপ ও n-টাইপ অর্ধপরিবাহীকে এক বিশেষ প্রক্রিয়ায় সংযুক্ত করে তৈরি করা হয়, যা প্যার্টিকেল এবং বৈদ্যুতিক বৈশিষ্ট্যের জন্য গুরুত্বপূর্ণ। এই সংযোগের ফলে একটি p-n জাংশন তৈরি হয় যা বৈদ্যুতিক প্রবাহকে নিয়ন্ত্রণ করে।
- 
একটি p-টাইপ অর্ধপরিবাহী ও একটি n-টাইপ অর্ধপরিবাহীকে বিশেষ প্রক্রিয়ায় সংযুক্ত করলে সংযোগ পৃষ্ঠ বা জাংশন তৈরি হয়, যাকে p-n জাংশন বা জাংশন ডায়োড বলা হয়। দুইটি অর্ধপরিবাহী মিলিয়ে গঠিত হওয়ায় একে অর্ধপরিবাহী ডায়োডও বলা হয়। 
- 
বাস্তবে দুটি আলাদা অর্ধপরিবাহীকে জোড়া লাগিয়ে ডায়োড তৈরি করা হয় না; বরং একটি বিশুদ্ধ অর্ধপরিবাহীর এক অর্ধাংশে ত্রিযোজী অপদ্রব্য এবং অন্য অর্ধাংশে পঞ্চযোজী অপদ্রব্য মিশিয়ে p-n জাংশন তৈরি করা হয়। 
- 
একটি p-টাইপ অর্ধপরিবাহীর ভেতরে বহুসংখ্যক হোল এবং অতি অল্প সংখ্যক ইলেকট্রন থাকে, আর n-টাইপ অর্ধপরিবাহীতে বহুসংখ্যক মুক্ত ইলেকট্রন এবং অতি অল্পসংখ্যক হোল থাকে। 
- 
p-n জাংশন তৈরি হলে p-অঞ্চলের হোলের সংখ্যা n-অঞ্চলের হোলের তুলনায় অনেক বেশি হওয়ায় হোলগুলো n-অঞ্চলে প্রবাহিত হওয়ার চেষ্টা করে, যাতে উভয় অঞ্চলে হোলের ঘনত্ব সমান হয়। 
- 
একইভাবে n-অঞ্চল থেকে কিছু ইলেকট্রন p-অঞ্চলে চলে আসে। p-অঞ্চল থেকে কিছু হোল n-অঞ্চলে প্রবেশ করলে মুক্ত ইলেকট্রনের সাথে মিলিত হয়ে তড়িৎ নিরপেক্ষ হয়, ফলে n-অঞ্চলে সমসংখ্যক ধনাত্মক দাতা আয়ন তৈরি হয়। n-অঞ্চল থেকে ইলেকট্রন p-অঞ্চলে গেলে ঋণাত্মক গ্রাহক আয়ন তৈরি হয়। 
- 
ফলে জাংশনের সংলগ্ন অঞ্চলে p-অঞ্চলে ঋণাত্মক আয়ন এবং n-অঞ্চলে ধনাত্মক আয়ন তৈরি হয়। যখন পর্যাপ্ত গ্রাহক ও দাতা আয়ন তৈরি হয়, তখন হোল ও ইলেকট্রনের ব্যাপন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। 
- 
p-n জাংশনের বিভব বাঁধা অংশে n-অঞ্চলে ধনাত্মক আয়ন এবং p-অঞ্চলে ঋণাত্মক আয়ন থাকে। এই অঞ্চলে মুক্ত চার্জ বাহক অনুপস্থিত, এবং এটি নিঃশেষিত স্তর বা ডিপ্লেশন স্তর (Depletion layer) নামে পরিচিত। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
রাতের বেলা উদ্ভিদে কোন গ্যাস উৎপন্ন হয় না?
Created: 1 month ago
A
H2
B
O2
C
N2
D
CO2
উদ্ভিদে গ্যাসীয় বিনিময়: 
- উদ্ভিদের জীবনে সালোকসংশ্লেষণ (Photosynthesis) এবং শ্বসন (Respiration) অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রক্রিয়া। 
- মূলত এই দুটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের গ্যাসীয় বিনিময় ঘটে থাকে, এই প্রক্রিয়া দুটি ঘটে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। 
- উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য বায়ু থেকে CO2 গ্রহণ করে এবং O2 ত্যাগ করে, অন্যদিকে শ্বসন প্রক্রিয়ায় জন্য O2 গ্রহণ করে এবং CO2 ত্যাগ করে। 
- উদ্ভিদে প্রাণীর মতো শ্বাস নেওয়ার জন্য কোনো বিশেষ অঙ্গ নেই, তবে পাতার স্টোমাটা ও পরিণত কাণ্ডের বাকলে অবস্থিত লেন্টিসেলের (Lenticel) মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য গ্যাসের বিনিময় ঘটে। 
- দিনের বেলা বা পর্যাপ্ত আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষণের হার অধিক হয়। 
- সালোকসংশ্লেষণে উৎপাদিত অক্সিজেন গ্যাসের কিছু অংশ শ্বসন প্রক্রিয়ায় ব্যয় হয়। 
- আবার শ্বসন প্রক্রিয়ায় উৎপাদিত কার্বন ডাই-অক্সাইড গ্যাসের কিছু অংশ সালোকসংশ্লেষণে ব্যবহার হয়, তাই আদান-প্রদানকৃত অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড গ্যাসের পরিমাণ প্রায় সমান।
- রাতের বেলা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার আলোক পর্যায় বন্ধ থাকে, তাই অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় না। 
- অন্যদিকে দিবারাত্রি ২৪ ঘণ্টা শ্বসন প্রক্রিয়া সংঘটিত হয়, ফলে শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড গ্যাসের উৎপাদন চলতে থাকে। এ জন্য বড় গাছের নিচে রাত্রিবেলা ঘুমালে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। 
- উদ্ভিদ তার পরিবেশ থেকে প্রয়োজনীয় গ্যাস সংগ্রহ করে। 
- উদ্ভিদের পাতা যেরকম বাতাস থেকে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড গ্যাস সংগ্রহ করে, তেমনি মূল মাটি থেকে পানি শোষণ করে। 
- শোষিত সেই পানির সাথে CO2 এর বিক্রিয়ার ফলে O2 গ্যাস উৎপাদন হয়, যা বায়ুমণ্ডলে চলে যায়। এভাবে উদ্ভিদদেহে গ্যাস বিনিময় চলতে থাকে। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
কৃষ্ণবিবর আবিষ্কার করেন কে?
Created: 2 months ago
A
জন হুইলার
B
স্টিফেন হকিং
C
অ্যালবার্ট আইনস্টাইন
D
কার্ল সাগান
কৃষ্ণবিবর (Black Hole)
- 
যখন কোনো নক্ষত্রের ভর তিন সৌর ভরের সমান বা তার বেশি হয় এবং সুপারনোভা বিস্ফোরণের পর তা সংকুচিত হতে থাকে, তখন আয়তন প্রায় শূন্য এবং ঘনত্ব প্রায় অসীম হয়ে যায়। 
- 
এর ফলে গঠিত মহাকর্ষ ক্ষেত্র এত প্রবল হয় যে, সেই বস্তু থেকে কোনো আলো বা সংকেত বের হতে পারে না। তাই এই বস্তুকে আমরা দেখতে পাই না। 
- 
নক্ষত্রের এই অবস্থাকে বলা হয় কৃষ্ণবিবর (Black Hole)। 
- 
বাস্তবে, এখানে g-এর মান এত বেশি, যে এমনটি ফোটন কণাও এর পৃষ্ঠ থেকে মুক্ত হতে পারে না। 
- 
কৃষ্ণবিবরের ধারণা প্রথম প্রকাশ করেন জন হুইলার, ১৯৬৯ সালে। 
উৎস: পদার্থ বিজ্ঞান, দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago