রিকেটস রোগ প্রতিরোধক ভিটামিন D তৈরি হওয়ার জন্য সূর্যের কোন রশ্মি গুরুত্বপূর্ণ?
A
মাইক্রোওয়েভ
B
রেডিও তরঙ্গ
C
আল্ট্রাভায়োলেট
D
ইনফ্রারেড রশ্মি
উত্তরের বিবরণ
রিকেটস (Rickets)
- 
কারণ: ভিটামিন 'ডি'-এর অভাব; এটি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত রোগ নয়। 
- 
ভিটামিন ‘ডি’-এর গুরুত্ব: - 
অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ। 
- 
দাঁত ও হাড় গঠন। 
 
- 
- 
উপায়ে পাওয়া যায়: - 
খাদ্য থেকে: দুধ, মাখন, ডিম, কডলিভার তেল, হাঙ্গরের তেল। 
- 
সূর্যালোক: ত্বকে জমা কোলেস্টেরল থেকে সূর্যের অতিবেগুনি রশ্মির মাধ্যমে ভিটামিন ‘ডি’ তৈরি হয়; শেষ ধাপটি কিডনিতে সংঘটিত হয়। 
 
- 
- 
লক্ষণ: - 
হাড় দুর্বল হওয়া, গিঁট ফুলে যাওয়া। 
- 
বিশেষ করে পায়ের হাড় বেঁকে যাওয়া। 
- 
দেহের কাঠামো ঠিক না থাকা, হাড় ভঙ্গুর হওয়া। 
- 
বক্ষদেশ সরু হয়ে যাওয়া। 
 
- 
- 
প্রতিরোধ ও চিকিৎসা: - 
শিশুদের পর্যাপ্ত ভিটামিন ‘ডি’ সমৃদ্ধ খাবার খাওয়ানো। 
- 
নবজাতককে চোখ ও জননাঙ্গ ঢেকে রেখে কিছুক্ষণ রোদে রাখা। 
- 
দীর্ঘদিন ঘরের বাইরে না বের হওয়া বা পুরো শরীর ঢেকে রাখলে সূর্যালোকের অভাবে ভিটামিন ‘ডি’-এর ঘাটতি দেখা দিতে পারে। 
 
- 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago