দুটি পরমাণু একে অপরের আইসোটোপ হলে, তাদের কোনটি সমান থাকে? 
                    
                                    A
ভর সংখ্যা
B
ইলেকট্রন সংখ্যা
C
নিউট্রন সংখ্যা
D
প্রোটন সংখ্যা
উত্তরের বিবরণ
আইসোেটাপ (Isotopes): 
- যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। 
- হাইড্রোজেনের সাতটি আইসোটোপ (1H, 2H, 3H, 4H, 5H, 6H এবং 7H) আছে। এদের মধ্যে শুধু তিনটি প্রকৃতিতে পাওয়া যায়, অন্যগুলোকে ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়। 
- নিচের টেবিলে দেখানো তিনটি H পরমাণুরই প্রোটন সংখ্যা সমান, কাজেই তারা একে অপরের আইসোটোপ। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
কৃষ্ণবিবর আবিষ্কার করেন কে?
Created: 2 months ago
A
জন হুইলার
B
স্টিফেন হকিং
C
অ্যালবার্ট আইনস্টাইন
D
কার্ল সাগান
কৃষ্ণবিবর (Black Hole)
- 
যখন কোনো নক্ষত্রের ভর তিন সৌর ভরের সমান বা তার বেশি হয় এবং সুপারনোভা বিস্ফোরণের পর তা সংকুচিত হতে থাকে, তখন আয়তন প্রায় শূন্য এবং ঘনত্ব প্রায় অসীম হয়ে যায়। 
- 
এর ফলে গঠিত মহাকর্ষ ক্ষেত্র এত প্রবল হয় যে, সেই বস্তু থেকে কোনো আলো বা সংকেত বের হতে পারে না। তাই এই বস্তুকে আমরা দেখতে পাই না। 
- 
নক্ষত্রের এই অবস্থাকে বলা হয় কৃষ্ণবিবর (Black Hole)। 
- 
বাস্তবে, এখানে g-এর মান এত বেশি, যে এমনটি ফোটন কণাও এর পৃষ্ঠ থেকে মুক্ত হতে পারে না। 
- 
কৃষ্ণবিবরের ধারণা প্রথম প্রকাশ করেন জন হুইলার, ১৯৬৯ সালে। 
উৎস: পদার্থ বিজ্ঞান, দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
এমআরআই-এর পূর্ণরূপ কী?
Created: 4 weeks ago
A
Magnetic Radiation Imaging
B
Magnetic Resonance Imaging
C
Magnetic Radiation Investigation
D
Magnetic Resonance Identification
এমআরআই হলো একটি আধুনিক চিকিৎসা প্রযুক্তি, যার পূর্ণরূপ ম্যাগনেটিক রেজোন্যান্স ইম্যাজিং (Magnetic Resonance Imaging)। এই প্রযুক্তি ব্যবহার করে শরীরের কোনো অংশ বা অঙ্গের বিস্তারিত প্রতিবিম্ব তৈরি করা হয়।
- 
এমআরআই যন্ত্রে শক্তিশালী চৌম্বকক্ষেত্র এবং রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়। 
- 
যন্ত্রের কাজ নিউক্লিয় চৌম্বক অনুনাদের ভৌত ও রাসায়নিক নীতির উপর নির্ভরশীল। 
- 
এমআরআই একটি নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি, কারণ এতে এক্স-রে বা অন্য কোনো ক্ষতিকর বিকিরণ ব্যবহার করা হয় না। 
- 
শরীরের প্রতিটি অংশের জন্য প্রতিটি প্রতিবিম্ব একটি ফালি হিসেবে তৈরি হয়, এবং একত্রে এগুলো ঐ অংশের সম্পূর্ণ বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে। 
- 
পায়ের গোড়ালির আঘাত বা পিঠের ব্যাথার তীব্রতা নিরূপণে এমআরআই ব্যবহার করা হয়। 
- 
মস্তিষ্ক ও মেরুদণ্ডের বিস্তৃত প্রতিবিম্ব তৈরিতে এমআরআই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 4 weeks ago
কোয়ান্টাম তত্ত্ব প্রবর্তন করেন কে?
Created: 1 month ago
A
ম্যাক্স প্লাঙ্ক
B
নিউটন
C
আইনস্টাইন
D
গ্যালিলিও
কোয়ান্টাম তত্ত্ব:
কোয়ান্টাম তত্ত্ব: 
- ১৯০০ সালে ম্যাক্স প্লাঙ্ক আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রস্তাবনা করেন। 
- এই তত্ত্ব অনুসারে শক্তি কোনো উৎস থেকে অবিচ্ছিন্ন তরঙ্গের আকারে বের হয়ে না, বরং ক্ষুদ্র শক্তির প্যাকেট বা গুচ্ছ আকারে নির্গত হয়। 
- প্রতি কম্পাঙ্কের (রঙের আলোর) জন্য এই শক্তি প্যাকেটের একটি সর্বনিম্ন মান নির্দিষ্ট থাকে। এই সর্বনিম্ন শক্তি সম্পন্ন কণিকার নাম কোয়ান্টাম বা ফোটন। 
- প্লাঙ্কের মতে, কৃষ্ণ বস্তুর বিকিরণ আলাদা আলাদা বা গুচ্ছ আকারে সংঘটিত হয়। 
- ১৯০৫ সালে আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন, যার ফলে আলোর কণা তত্ত্ব পুনর্জীবিত হয়। 
- এই তত্ত্ব অনুসারে শক্তি কোনো উৎস থেকে অবিচ্ছিন্ন তরঙ্গের আকারে বের হয়ে না, বরং ক্ষুদ্র শক্তির প্যাকেট বা গুচ্ছ আকারে নির্গত হয়।
- প্রতি কম্পাঙ্কের (রঙের আলোর) জন্য এই শক্তি প্যাকেটের একটি সর্বনিম্ন মান নির্দিষ্ট থাকে। এই সর্বনিম্ন শক্তি সম্পন্ন কণিকার নাম কোয়ান্টাম বা ফোটন।
- প্লাঙ্কের মতে, কৃষ্ণ বস্তুর বিকিরণ আলাদা আলাদা বা গুচ্ছ আকারে সংঘটিত হয়।
- ১৯০৫ সালে আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন, যার ফলে আলোর কণা তত্ত্ব পুনর্জীবিত হয়।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago