কোন প্রতিষ্ঠানটি স্বল্প আয়ের দেশগুলোকে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান করে?
A
IBRD
B
IFC
C
IDA
D
MIGA
উত্তরের বিবরণ
বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group)
-
মোট ৫টি প্রতিষ্ঠান নিয়ে গঠিত
-
লক্ষ্য: দারিদ্র্য হ্রাস, টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বিশ্ব গঠন
-
কার্যক্রম: জ্ঞান, অর্থায়ন ও দক্ষতার মাধ্যমে উন্নয়ন সহযোগিতা
৫টি প্রতিষ্ঠান
-
IBRD – International Bank for Reconstruction and Development (পুনর্গঠন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক ব্যাংক)
-
IDA – International Development Association (আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা) → নিম্ন-আয়ের দেশগুলোকে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান
-
IFC – International Finance Corporation (আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশন)
-
MIGA – Multilateral Investment Guarantee Agency (বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা)
-
ICSID – International Centre for Settlement of Investment Disputes (বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র)

0
Updated: 8 hours ago
'ব্রেটন উডস ইনস্টিটিউট' নিচের কোন সংস্থাকে বোঝায়?
Created: 1 month ago
A
আইএমএফ
B
বিশ্বব্যাংক
C
এডিবি
D
আইডিবি
ব্রেটন উডস ইনস্টিটিউশনস বলতে আইএমএফ (IMF) ও বিশ্বব্যাংক (World Bank) - এই দুই আন্তর্জাতিক সংস্থাকে বোঝানো হয়।
ব্রেটন উডস সম্মেলন
১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগে এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনের মূল লক্ষ্য ছিল—যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর পুনর্গঠন, আর্থিক সহায়তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতের আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থার রূপরেখা নির্ধারণ।
এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন আমেরিকান অর্থনীতিবিদ হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস। তাঁদের দুজনকে ‘আইএমএফ’ ও ‘বিশ্বব্যাংক’-এর Founding Fathers বা প্রতিষ্ঠাতা পিতৃপুরুষ বলা হয়।
এই সম্মেলনের ফলেই জন্ম নেয় দুটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান—
-
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
-
আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD), যা বর্তমানে বিশ্বব্যাংকের অংশ।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, IBRD-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালের জুন মাসে, যদিও এর ভিত্তি স্থাপিত হয় ১৯৪৪ সালের সম্মেলনের মাধ্যমে।
এই দুটি প্রতিষ্ঠানকে একত্রে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশনস’ বলা হয়। আবার অনেক সময়, আইএমএফ ও বিশ্বব্যাংককে “ব্রেটন উডস জমজ” হিসেবেও অভিহিত করা হয়, কারণ তাদের উত্থান একই সম্মেলন থেকে।
তথ্যসূত্র:
i) World Bank Group
ii) U.S. Department of State (state.gov)

0
Updated: 1 month ago
'Global Gender Gap Report' প্রকাশ করে কোন সংস্থা? [ এপ্রিল, ২০২৫]
Created: 3 months ago
A
Red Cross
B
Amnesty International
C
Human Rights Watch
D
World Economic Forum
World Economic Forum (WEF)
World Economic Forum বা WEF একটি জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা, যার সদর দপ্তর সুইজারল্যান্ডের কলগনি শহরে অবস্থিত।
এটি বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক সংস্থা হিসেবে পরিচিত, বিশেষ করে প্রতি বছর সুইজারল্যান্ডের ডাভোসে আয়োজিত বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সভার জন্য।
WEF নিয়মিত ‘Global Gender Gap Report’ প্রকাশ করে, যা বিভিন্ন দেশের লিঙ্গ সমতার অবস্থান মূল্যায়ন করে। বাংলাদেশ এর সর্বশেষ প্রতিবেদনে ৯৯তম অবস্থানে রয়েছে (এপ্রিল ২০২৫ অনুযায়ী)।
সর্বশেষ WEF এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত।
উৎস: WEF এর অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 3 months ago
ফেয়ার ফ্যাক্স কি?
Created: 1 month ago
A
সংবাদ সংস্থা
B
পরিবেশ সংস্থা
C
গোয়েন্দা সংস্থা
D
মানবাধিকার সংস্থা
ফেয়ার ফ্যাক্স (Fairfax)
-
ফেয়ার ফ্যাক্স হলো যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা।
⇒ যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রধান গোয়েন্দা সংস্থা:
• সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (CIA),
• ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (DIA),
• ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)।
উৎস: i) ব্রিটানিকা
ii) ওয়ার্ল্ডঅ্যাটলাস।

0
Updated: 1 month ago