Facebook কোন কোম্পানির অন্তর্ভুক্ত?
A
Meta Platforms
B
IBM
C
Apple
D
Microsoft
উত্তরের বিবরণ
Facebook বর্তমানে Meta Platforms কোম্পানির অন্তর্ভুক্ত। এটি একটি জনপ্রিয় মার্কিন অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যম ও নেটওয়ার্ক পরিষেবা, যা বিশ্বব্যাপী সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্ক হিসেবে পরিচিত।
- 
Facebook হলো একটি মার্কিন অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যম, যা Meta Platforms-এর অধীনে পরিচালিত হয়। 
- 
এটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। 
- 
এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের Menlo Park, California-তে অবস্থিত। 
• প্রতিষ্ঠাতারা
- 
Mark Zuckerberg 
- 
Eduardo Saverin 
- 
Dustin Moskovitz 
- 
Chris Hughes 
• বিশেষ তথ্য
- 
Facebook বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক নেটওয়ার্ক। 
- 
২০২১ সালের তথ্য অনুযায়ী এর ব্যবহারকারী প্রায় তিন বিলিয়ন। 
- 
প্রতিদিন গড়ে প্রায় আড়াই বিলিয়ন ব্যবহারকারী সক্রিয় থাকে। 
উৎস:
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
RAM এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Read Access Module
B
Random Access Memory
C
Rapid Access Memory
D
Rapid Action Module
RAM এর পূর্ণরূপ হলো Random Access Memory। এটি কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ প্রাইমারি মেমোরি, যেখানে তথ্য সাময়িকভাবে সংরক্ষণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়।
• Random Access Memory (RAM)
- 
এমন এক ধরনের মেমোরি যেখানে কোনো তথ্য মুছে ফেলে তার স্থানে নতুন তথ্য লেখা যায় এবং প্রয়োজনে সেই তথ্য আবার ব্যবহার করা যায়। 
- 
বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ হলে এতে সংরক্ষিত সমস্ত তথ্য মুছে যায়। 
- 
প্রাইমারি স্টোরেজ হিসেবে RAM ব্যবহৃত হয় কারণ সরাসরি ডেটা ও নির্দেশনা সংরক্ষণ এবং পুনরুদ্ধার করতে এর যেকোনো লোকেশন সহজেই ব্যবহার করা যায়। 
- 
মেমোরির প্রতিটি লোকেশন সমানভাবে সহজে অ্যাক্সেসযোগ্য এবং প্রতিটি লোকেশন অ্যাক্সেস করতে একই পরিমাণ সময় লাগে। 
- 
এটি একটি Read/Write মেমোরি; অর্থাৎ এতে তথ্য লেখা যায় এবং একইসাথে পড়াও যায়। 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
নিচের কোনটি কী ফিল্ডের ধরন নয়?
Created: 1 month ago
A
প্রাইমারি কী
B
সেকেন্ডারি কী
C
ফরেন কী
D
কম্পোজিট প্রাইমারি কী
সঠিক উত্তর হলো সেকেন্ডারি কী। ডাটাবেজে রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান ও সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কী ফিল্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী ফিল্ড আসলে এমন একটি ফিল্ড, যার মাধ্যমে রেকর্ডগুলোকে আলাদা করে শনাক্ত করা যায় এবং প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হয়।
- 
সাধারণত কোনো একটি ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান এবং সম্পর্ক স্থাপন করা হয়, একে বলা হয় কী ফিল্ড। 
- 
কী ফিল্ডের সাহায্যে ডাটাবেজ থেকে রেকর্ড খুঁজে পাওয়া যায়, একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক তৈরি করা যায় এবং রেকর্ডকে নির্দিষ্টভাবে শনাক্ত করা যায়। 
কী ফিল্ডের প্রধান ধরনগুলো হলো:
১. প্রাইমারি কী (Primary Key) – প্রতিটি রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করার জন্য ব্যবহার হয়।
২. কম্পোজিট প্রাইমারি কী (Composite Primary Key) – একাধিক ফিল্ড মিলিয়ে যখন একটি কী তৈরি হয়।
৩. ফরেন কী (Foreign Key) – এক টেবিলের রেকর্ডকে অন্য টেবিলের সঙ্গে সম্পর্কিত করতে ব্যবহৃত হয়।
যদিও এগুলো প্রধান ধরণ, তবে বাস্তবে সেকেন্ডারি কী-কেও একটি গুরুত্বপূর্ণ কী হিসেবে ধরা হয়, যা মূলত রেকর্ড অনুসন্ধানের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
নিচের কোনটি ক্রায়োসার্জারিতে ব্যবহার হয় না?
Created: 1 month ago
A
তরল কার্বন ডাই-অক্সাইড
B
তরল নাইট্রোজেন
C
হিলিয়াম গ্যাস
D
ইথাইল ক্লোরাইড
সাধারণ জ্ঞান
ক্রায়োসার্জারি (Cryosurgery)
তথ্য প্রযুক্তি
তথ্য প্রযুক্তির ধারণা (Information Technology - IT)
হিলিয়াম গ্যাস ক্রায়োসার্জারিতে ব্যবহার হয় না। ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অতিমাত্রায় ঠান্ডা ব্যবহার করে শরীরের অস্বাভাবিক বা ক্যান্সারগ্রস্ত কোষ ও টিস্যু ধ্বংস করা হয়। সাধারণত এতে তরল নাইট্রোজেন বেশি ব্যবহৃত হয়।
• ক্রায়োসার্জারি
- 
এটি এক ধরনের সার্জিক্যাল চিকিৎসা, যেখানে অত্যন্ত নিম্ন তাপমাত্রার রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। 
- 
এই ঠান্ডার কারণে টিস্যুর ভেতরে বরফকণা তৈরি হয় এবং কোষগুলো নষ্ট হয়ে যায়। 
• ব্যবহৃত রাসায়নিক পদার্থসমূহ
- 
তরল নাইট্রোজেন 
- 
তরল কার্বন ডাই-অক্সাইড 
- 
নাইট্রাস অক্সাইড 
- 
আর্গন 
- 
ইথাইল ক্লোরাইড 
- 
ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন ইত্যাদি 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago