RAM এর পূর্ণরূপ কী?
A
Read Access Module
B
Random Access Memory
C
Rapid Access Memory
D
Rapid Action Module
উত্তরের বিবরণ
RAM এর পূর্ণরূপ হলো Random Access Memory। এটি কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ প্রাইমারি মেমোরি, যেখানে তথ্য সাময়িকভাবে সংরক্ষণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়।
• Random Access Memory (RAM)
- 
এমন এক ধরনের মেমোরি যেখানে কোনো তথ্য মুছে ফেলে তার স্থানে নতুন তথ্য লেখা যায় এবং প্রয়োজনে সেই তথ্য আবার ব্যবহার করা যায়। 
- 
বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ হলে এতে সংরক্ষিত সমস্ত তথ্য মুছে যায়। 
- 
প্রাইমারি স্টোরেজ হিসেবে RAM ব্যবহৃত হয় কারণ সরাসরি ডেটা ও নির্দেশনা সংরক্ষণ এবং পুনরুদ্ধার করতে এর যেকোনো লোকেশন সহজেই ব্যবহার করা যায়। 
- 
মেমোরির প্রতিটি লোকেশন সমানভাবে সহজে অ্যাক্সেসযোগ্য এবং প্রতিটি লোকেশন অ্যাক্সেস করতে একই পরিমাণ সময় লাগে। 
- 
এটি একটি Read/Write মেমোরি; অর্থাৎ এতে তথ্য লেখা যায় এবং একইসাথে পড়াও যায়। 
উৎস:
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
WWW-তে তথ্য আদান-প্রদানের জন্য কোন প্রটোকল ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
WTP
B
UDP
C
HTTP
D
IMAP
সাধারণ জ্ঞান
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web - WWW)
তথ্য প্রযুক্তির ধারণা (Information Technology - IT)
WWW বা World Wide Web হলো এমন একটি বিস্তৃত তথ্য ব্যবস্থা যেখানে একাধিক ওয়েব সার্ভার ও ওয়েব পেজ একত্রিত হয়ে ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করে। এখানে তথ্য আদান-প্রদানের জন্য HTTP (Hyper Text Transfer Protocol) ব্যবহৃত হয়।
- 
এটি একটি বৃহৎ সিস্টেম, যা বহু সার্ভার (ওয়েব সার্ভার) সংযুক্ত হয়ে গঠিত হয়। 
- 
ইন্টারনেট ব্যবহারকারীদের যেকোনো ধরনের তথ্য প্রদান করতে সক্ষম। 
- 
টিম বার্নার্স-লী (Tim Berners-Lee) কে ওয়েবের জনক বলা হয়। 
- 
তিনি ১৯৮৯ সালে এই ওয়েব ব্যবস্থা উদ্ভাবন করেন। 
- 
এটি মূলত সুইজারল্যান্ডের গবেষকদের মাধ্যমে তৈরি একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। 
- 
WWW অনেকগুলো ওয়েব সার্ভার ও ওয়েব পেজ নিয়ে গঠিত একটি বিস্তৃত তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা। 
- 
এর বৈশিষ্ট্য হলো বিশেষ যোগাযোগ ভাষা HTTP (Hyper Text Transfer Protocol) ব্যবহার। 
- 
HTTP হলো এমন একটি প্রটোকল যা ইন্টারনেটে TCP/IP প্রটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের মধ্যে যোগাযোগ স্থাপন করে। 
WWW ব্যবহারের মাধ্যমে মানুষ সহজে ওয়েব ব্রাউজার ব্যবহার করে যেকোনো তথ্য অনুসন্ধান, দেখা এবং শেয়ার করতে পারে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
হার্ডডিস্ক কী?
Created: 1 month ago
A
একটি ইনপুট ডিভাইস
B
একটি আউটপুট ডিভাইস
C
একটি স্টোরেজ ডিভাইস
D
একটি প্রসেসর
হার্ডডিস্ক একটি স্টোরেজ ডিভাইস, যা পার্সোনাল কম্পিউটারে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি অধিক ধারণক্ষম এবং নির্ভরযোগ্য হওয়ায় গুরুত্বপূর্ণ তথ্য ও সফটওয়্যার প্যাকেজ সংরক্ষণে ব্যবহৃত হয়। নিচে হার্ডডিস্ক সম্পর্কিত কিছু তথ্য দেওয়া হলো।
- 
হার্ডডিস্ক পার্সোনাল কম্পিউটারের জনপ্রিয় ও বহুল ব্যবহৃত স্টোরেজ ডিভাইস। 
- 
এতে সংরক্ষিত তথ্য সহজে নষ্ট হয় না, তাই প্রয়োজনীয় সকল প্যাকেজ ও গুরুত্বপূর্ণ তথ্য এখানে রাখা হয়। 
- 
অধিক ধারণক্ষম হওয়ায় এতে বিপুল পরিমাণ ডেটা সংরক্ষণ করা যায়। 
- 
যে ডিভাইসের মাধ্যমে হার্ডডিস্ক চালনা করা হয় তাকে হার্ডডিস্ক ড্রাইভ (Hard Disk Drive - HDD) বলে। 
- 
হার্ডডিস্ক ড্রাইভের কাজ হলো ডেটা লিখন, পঠন এবং এর পরিচালনা ও নিয়ন্ত্রণ করা। 
হার্ডডিস্কের সাধারণ বৈশিষ্ট্য:
- 
এর ধারণক্ষমতা অন্য যেকোনো স্টোরেজ মিডিয়ার চেয়ে বেশি। 
- 
অ্যালুমিনিয়ামের পাতের উপরে ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ দিয়ে ডেটা সংরক্ষণ করা হয়। 
- 
এটি দীর্ঘস্থায়ী এবং প্রোগ্রাম ও ডেটা সংরক্ষণের ক্ষেত্রে নির্ভরযোগ্য। 
- 
ডেটা রিড ও রাইট করার গতি অনেক বেশি। 
হার্ডডিস্ককে কম্পিউটারের প্রধান মাধ্যমিক স্টোরেজ ডিভাইস বলা হয়
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
CPU তে রেজিস্টার অংশের কাজ কী?
Created: 1 month ago
A
স্থায়ী তথ্য সংরক্ষণ
B
কম্পিউটারের সব কাজ নিয়ন্ত্রণ করা
C
ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ
D
সাময়িকভাবে ডাটা সংরক্ষণ
CPU তে থাকা রেজিস্টার হলো এমন একটি অংশ যা মূলত সাময়িকভাবে ডাটা সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়। এগুলো খুব দ্রুত কাজ করে এবং প্রসেসরের কার্যকারিতা বাড়ায়। নিচে রেজিস্টার সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো।
- 
রেজিস্টার CPU-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। 
- 
এখানে দ্রুতগতিতে লিখন ও পঠন সম্ভব। 
- 
গাণিতিক ও যৌক্তিক কাজ সম্পাদনের সময় রেজিস্টার প্রয়োজনীয় তথ্য প্রক্রিয়াকরণে সহায়তা করে। 
- 
কোনো কাজ চলাকালে ডেটা অস্থায়ীভাবে সংরক্ষণ করতে রেজিস্টার ব্যবহার হয়। 
- 
অপারেশনের ফলাফল সাময়িকভাবে এখানেই সঞ্চিত থাকে। 
রেজিস্টারকে CPU-এর দ্রুততম মেমোরি ইউনিট বলা হয়, কারণ এটি সাধারণ RAM বা অন্যান্য মেমোরির তুলনায় অনেক বেশি গতিতে কাজ করতে সক্ষম।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago