নিচের কোনটি ক্রায়োসার্জারিতে ব্যবহার হয় না?
A
তরল কার্বন ডাই-অক্সাইড
B
তরল নাইট্রোজেন
C
হিলিয়াম গ্যাস
D
ইথাইল ক্লোরাইড
No subjects available.
উত্তরের বিবরণ
হিলিয়াম গ্যাস ক্রায়োসার্জারিতে ব্যবহার হয় না। ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অতিমাত্রায় ঠান্ডা ব্যবহার করে শরীরের অস্বাভাবিক বা ক্যান্সারগ্রস্ত কোষ ও টিস্যু ধ্বংস করা হয়। সাধারণত এতে তরল নাইট্রোজেন বেশি ব্যবহৃত হয়।
• ক্রায়োসার্জারি
-
এটি এক ধরনের সার্জিক্যাল চিকিৎসা, যেখানে অত্যন্ত নিম্ন তাপমাত্রার রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়।
-
এই ঠান্ডার কারণে টিস্যুর ভেতরে বরফকণা তৈরি হয় এবং কোষগুলো নষ্ট হয়ে যায়।
• ব্যবহৃত রাসায়নিক পদার্থসমূহ
-
তরল নাইট্রোজেন
-
তরল কার্বন ডাই-অক্সাইড
-
নাইট্রাস অক্সাইড
-
আর্গন
-
ইথাইল ক্লোরাইড
-
ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন ইত্যাদি
উৎস:

0
Updated: 8 hours ago
Facebook কোন কোম্পানির অন্তর্ভুক্ত?
Created: 8 hours ago
A
Meta Platforms
B
IBM
C
Apple
D
Microsoft
Facebook বর্তমানে Meta Platforms কোম্পানির অন্তর্ভুক্ত। এটি একটি জনপ্রিয় মার্কিন অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যম ও নেটওয়ার্ক পরিষেবা, যা বিশ্বব্যাপী সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্ক হিসেবে পরিচিত।
-
Facebook হলো একটি মার্কিন অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যম, যা Meta Platforms-এর অধীনে পরিচালিত হয়।
-
এটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়।
-
এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের Menlo Park, California-তে অবস্থিত।
• প্রতিষ্ঠাতারা
-
Mark Zuckerberg
-
Eduardo Saverin
-
Dustin Moskovitz
-
Chris Hughes
• বিশেষ তথ্য
-
Facebook বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক নেটওয়ার্ক।
-
২০২১ সালের তথ্য অনুযায়ী এর ব্যবহারকারী প্রায় তিন বিলিয়ন।
-
প্রতিদিন গড়ে প্রায় আড়াই বিলিয়ন ব্যবহারকারী সক্রিয় থাকে।
উৎস:

0
Updated: 8 hours ago
স্পুফিং কী?
Created: 12 hours ago
A
বেশি রিকোয়েস্ট পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা
B
অবাঞ্ছিত ই-মেইল বা মেসেজ পাঠানো হয়
C
ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ককে বিভ্রান্ত করা
D
সরাসরি সিস্টেমে প্রবেশ করে তথ্য মুছে ফেলা
সাধারণ জ্ঞান
তথ্য প্রযুক্তির ধারণা (Information Technology - IT)
সাইবার অপরাধ (Cyber Crime)
No subjects available.
ই-মেইল পাঠানোর সময় মূল প্রাপকের পাশাপাশি অতিরিক্ত প্রাপককে CC (Carbon Copy) ফিল্ডে রাখা হয়। ই-মেইল পাঠানোর জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়।
ই-মেইল পাঠানোর ধাপসমূহ:
১। ই-মেইল কম্পোজ করা
২। ইন্টারনেটে সংযোগ স্থাপন করা
৩। ই-মেইল সেন্ড করা
ই-মেইল কম্পোজ করা:
-
প্রথমে ই-মেইল সফটওয়্যার ওপেন করতে হয় (যেমন: Outlook Express)।
-
এরপর Message → New Message বা To Mail এ ক্লিক করতে হয়।
-
প্রয়োজনীয় ঘরগুলো পূরণ করতে হয়:
-
To: প্রাপকের ঠিকানা
-
From: প্রেরকের ঠিকানা
-
CC, BCC: অতিরিক্ত প্রাপক (প্রয়োজন হলে)
-
Subject: মেইলের বিষয়
-
Attach: ফাইল সংযুক্ত করার জন্য
-
Body: মূল বার্তা লেখার স্থান
-
-
কম্পোজ করা মেইল চাইলে Outbox-এ সেভ করে রাখা যায়।
-
একসাথে অনেকগুলো ই-মেইল তৈরি করে পরবর্তীতে পাঠানো সম্ভব।
ইন্টারনেটে সংযোগ স্থাপন:
-
ডায়াল-আপ নেটওয়ার্ক বা অন্য কোনো সংযোগ ব্যবহারের মাধ্যমে ইন্টারনেট কানেকশন নিতে হয়।
ই-মেইল সেন্ড করা:
-
ইন্টারনেটে সংযুক্ত হওয়ার পর File → Send Queued Message অথবা Send and Receive বাটনে ক্লিক করলে মেইল পাঠানো হয়।
বর্তমানে ওয়েব-ভিত্তিক ই-মেইল সার্ভিস (যেমন Gmail, Yahoo, Outlook.com) ব্যবহারের ফলে প্রক্রিয়াটি আরও সহজ হয়েছে। শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই ব্রাউজারের মাধ্যমে সরাসরি ই-মেইল পাঠানো যায়।

0
Updated: 12 hours ago
কোনটি শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি?
Created: 12 hours ago
A
কণ্ঠস্বর যাচাইকরণ
B
আঙুলের ছাপ
C
স্বাক্ষর শনাক্তকরণ
D
কী-বোর্ডে টাইপিং গতি যাচাইকরণ
সাধারণ জ্ঞান
তথ্য প্রযুক্তির ধারণা (Information Technology - IT)
বায়ো ইনফরমেটিক্স (Bioinformatics)
No subjects available.
আঙুলের ছাপ একটি শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি, যা মানুষের শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে পরিচয় যাচাই করে। বায়োমেট্রিক্স মূলত এমন একটি প্রযুক্তি যেখানে ব্যক্তির দেহের বৈশিষ্ট্য বা আচরণকে ব্যবহার করে তাকে শনাক্ত করা হয়।
-
বায়োমেট্রিক্স হলো এমন প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে পরিচয় নিশ্চিত করা হয়।
-
এটি দেহের বিশেষ বৈশিষ্ট্য যেমন আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখের অবয়ব বা কণ্ঠস্বর ব্যবহার করে পরিচয় যাচাই করে।
বায়োমেট্রিক্স সাধারণত দুই ধরনের হয়ে থাকে:
১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
-
আঙুলের ছাপ শনাক্তকরণ
-
হাতের রেখা শনাক্তকরণ
-
মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ
-
চোখের আইরিস শনাক্তকরণ
২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
-
কণ্ঠস্বর যাচাইকরণ
-
স্বাক্ষর শনাক্তকরণ
-
কী-বোর্ডে টাইপিং গতির ভিত্তিতে যাচাইকরণ
বায়োমেট্রিক্স পদ্ধতি বর্তমানে ব্যাংকিং, নিরাপত্তা ব্যবস্থা, মোবাইল ফোনের লক এবং সরকারি সেবায় পরিচয় যাচাইয়ের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

0
Updated: 12 hours ago