(1 + √2) ও (1 - √2) মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?
A
x2 + 2x - 1 = 0
B
x2 + 2x + 1 = 0
C
x2 - 2x + 1 = 0
D
x2 - 2x - 1 = 0
উত্তরের বিবরণ
প্রশ্ন: (1 + √2) ও (1 - √2) মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?
সমাধান:
মনে করি,
মূলদ্বয়, α = 1 + √2 এবং β = 1 - √2
মূলদ্বয়ের যোগফল, α +  β = 1 + √2 + 1 - √2
∴ α +  β = 2
মূলদ্বয়ের গুণফল, αβ = (1 + √2) . (1 - √2)
= (1)2 - (√2)2
= 1 - 2
∴ αβ = - 1
∴ নির্ণেয় সমীকরণ x2 - (α +  β) x + αβ = 0
বা, x2 - 2x - 1 = 0
∴ নির্ণেয় সমীকরণ, x2 - 2x - 1 = 0
                                                                             
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
y = x² বক্ররেখার (2,3) বিন্দুতে ঢাল কত?
Created: 4 days ago
A
2
B
3
C
4
D
6
প্রশ্ন: y = x² বক্ররেখার (2,3) বিন্দুতে ঢাল কত?
সমাধান:
প্রথমে y = x² এর জন্য সাধারন আشتান (derivative) বের করতে হবে।
y = x²
d/dx (y) = d/dx (x²)
=> dy/dx = 2x
এখন (2,3) বিন্দুতে ঢাল বের করতে x = 2 এ রেখার ঢাল বের করি।
dy/dx = 2x
যেহেতু x = 2, তখন
dy/dx = 2 × 2 = 4
অতএব, ঢাল = 4
উত্তরঃ গ) 4
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 4 days ago
একটি সমকোণী ত্রিভুজের ভূমি লম্বের দ্বিগুণ অপেক্ষা ২ মিটার বেশি এবং অতিভুজ অপেক্ষা ১ মিটার কম। অতিভুজের দৈর্ঘ্য কত?
Created: 1 month ago
A
১০ মিটার
B
১৩ মিটার
C
১৭ মিটার
D
২৫ মিটার
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি লম্বের দ্বিগুণ অপেক্ষা ২ মিটার বেশি এবং অতিভুজ অপেক্ষা ১ মিটার কম। অতিভুজের দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি,
সমকোণী ত্রিভুজের লম্ব = ক মিটার
ভূমি = ২ক + ২ মিটার
অতিভুজ = (২ক + ২) + ১ মিটার = ২ক + ৩ মিটার
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
অতিভুজ২ = লম্ব২ + ভূমি২
⇒ (২ক + ৩)২ = ক২ + (২ক + ২)২
⇒ ৪ক২ + ১২ক + ৯ = ক২ + ৪ক২ + ৮ক + ৪
⇒ ৪ক২ + ১২ক + ৯ = ৫ক২ + ৮ক + ৪
⇒ ৫ক২ - ৪ক২ + ৮ক - ১২ক + ৪ - ৯ = ০
⇒ ক২ - ৪ক - ৫ = ০
⇒ ক২ - ৫ক + ক - ৫ = ০
⇒ ক(ক - ৫) + ১(ক - ৫) = ০
⇒ (ক - ৫)(ক + ১) = ০
হয়, ক - ৫ = ০ অথবা ক + ১ = ০
হয়, ক = ৫ অথবা ক = - ১
কিন্তু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না।
 ∴ ক = ৫
অর্থাৎ লম্ব = ৫ মিটার
∴ অতিভুজ = (২ × ৫ + ৩) মিটার = (১০ + ৩) মিটার = ১৩ মিটার
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
Created: 1 month ago
A
10.05 টাকা
B
11.05 টাকা
C
12.05 টাকা
D
13.05 টাকা
প্রশ্ন: 100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
সমাধান:
মূলধন, P = 100 টাকা
সুদের হার, r = 10% = 10/100 = 1/10
সময়, n = 5 বছর
আমরা জানি,
সরল মুনাফার ক্ষেত্রে,
SI = P × r × n
= 100 × (1/10) × 5
= 50 টাকা
আবার,
চক্রবৃদ্ধি মুনাফায়,
C = P(1 + r)n
= 100 × (1 + 1/10)5
= 100 × (11/10)5
= 100 × (11/10) × (11/10) × (11/10) × (11/10) × (11/10)
= 100 × (161051/100000)
= 161051/1000
= 161.051 টাকা
∴ চক্রবৃদ্ধি মুনাফা = C - P
= (161.051 - 100) টাকা
= 61.051 টাকা
∴ সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য = 61.051 - 50 = 11.051 টাকা
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago