১১, ১২, ১৩, ১৪, ৭, ৮, ৯, ১০, ১৫, ১৬ উপাত্তগুলোর গড় কত?
A
১২.৫
B
১৩.৫
C
১০.৫
D
১১.৫
উত্তরের বিবরণ
প্রশ্ন: ১১, ১২, ১৩, ১৪, ৭, ৮, ৯, ১০, ১৫, ১৬ উপাত্তগুলোর গড় কত?
সমাধান:
এখানে, পদ সংখ্যা = ১০
উপাত্তগুলোর সমষ্টি = ১১ + ১২ + ১৩ + ১৪ + ৭ + ৮ + ৯ + ১০ +  ১৫ + ১৬ = ১১৫
∴ গড় = ১১৫/১০ = ১১.৫
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
একজন ব্যাটসম্যান প্রথম তিনটি T-20 খেলায় ৮২, ৮৫ ও ৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান ৮৭ হবে?
Created: 1 day ago
A
৮৬
B
৮৭
C
৮৮
D
৮৯
প্রশ্নঃ একজন ব্যাটসম্যান প্রথম তিনটি T-20 খেলায় ৮২, ৮৫ ও ৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান ৮৭ হবে?
সমাধানঃ
প্রথম তিনটি খেলায় মোট রান = ৮২ + ৮৫ + ৯২
= ২৫৯
ধরি, চতুর্থ খেলায় রান = x
তাহলে মোট চার খেলায় গড় রান ৮৭ হলে,
(২৫৯ + x) ÷ ৪ = ৮৭
অর্থাৎ, ২৫৯ + x = ৮৭ × ৪
= ৩৪৮
অতএব, x = ৩৪৮ − ২৫৯
= ৮৯
উত্তরঃ ঘ) ৮৯
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 day ago
2log525
+ 3log7343 + 4log636 এর মান কত?
Created: 1 month ago
A
12
B
21
C
24
D
36
প্রশ্ন: 2log525 + 3log7343 + 4log636 এর মান কত?
সমাধান:
= 2log525 + 3log7343 + 4log636
= 2log5(52) + 3log7(73) + 4log6(62)
= 2 × 2log55 + 3 × 3log77 + 4 × 2log66
= 4log55 + 9log77 + 8log66
= 4 × 1 + 9 × 1 + 8 × 1   [ logaa = 1]
= 4 + 9 + 8
= 21
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 days ago
P(A) = 1/8 এবং P(B) = 3/4; A ও B দুটি স্বাধীন ঘটনা হলে P(B/A) = কত?
Created: 1 month ago
A
3/4
B
3/32
C
5/12
D
4/3
A ও B স্বাধীন ঘটনা,
∴ P(A ∩ B) = P(A) × P(B)
= (1/8) × (3/4)
= 3/32
∴ P(B/A) = P(A ∩ B)/P(A)
= (3/32)/(1/8)
= 3/4
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago