"To err is human, to forgive, divine" - Who quoted it?
A
Alexander Pope
B
William Shakespeare
C
John Dryden
D
Ben Jonson
উত্তরের বিবরণ
Answer: Alexander Pope
Quote: "To err is human, to forgive, divine."
Source: An Essay on Criticism
An Essay on Criticism:
- 
এটি একটি didactic poem (শিক্ষামূলক কবিতা)। 
- 
লেখা হয়েছে heroic couplets (দ্বিপদী ছন্দে)। 
- 
কবিতাটি Horace-এর Ars Poetica থেকে অনুপ্রাণিত। 
- 
কবিতায় সাহিত্য ও সমালোচনার নিয়ম, মানুষের দুর্বলতা এবং মানবিক গুণাবলীর গুরুত্ব তুলে ধরা হয়েছে। 
Alexander Pope:
- 
ইংরেজি সাহিত্যের প্রখ্যাত epigrammatic poet। 
- 
Augustan Age এর কবি ও ব্যঙ্গরচয়িতা। 
- 
তাকে বলা হয় ‘Mock Heroic Poet’। 
- 
কবিতায় জটিল বিষয়বস্তু এবং সুরুচিপূর্ণ ভাষার ব্যবহার লক্ষ্য করা যায়। 
Notable Works:
- 
An Essay on Criticism 
- 
The Rape of the Lock 
- 
The Dunciad 
- 
An Essay on Man 
- 
Eloisa to Abelard 
- 
Windsor-Forest 
Famous Quotes by Pope:
- 
"A little learning is a dangerous thing." 
- 
"To err is human, to forgive, divine." 
- 
"Fools rush in where angels fear to tread." 
- 
"Blessed is the man who expects nothing, for he shall never be disappointed." 
- 
"Hope springs eternal in the human breast." 
- 
"The proper study of mankind is man." 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
They finally agreed to join the project.
Here, the underlined phrase is a/an-
Created: 2 months ago
A
Noun Phrase
B
Adjective Phrase
C
Adverbial Phrase
D
Prepositional Phrase
Noun Phrase (Infinitive Phrase Example)
• Complete Sentence:
- 
English: They finally agreed to join the project. 
- 
Bangla: তারা শেষ পর্যন্ত প্রকল্পে যোগ দিতে সম্মত হলো। 
- 
Part of Speech: 'to join the project' → Noun Phrase 
• Explanation:
- 
"To join the project" একটি infinitive phrase (to + verb + object)। 
- 
Sentence-এ এটি verb (agreed) এর object হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ noun-এর কাজ করছে। - 
প্রশ্নের উত্তর দিচ্ছে: "Agreed to what?" → to join the project 
 
- 
- 
Infinitive marker যদি sentence-এর subject বা object হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি Noun Phrase। 
• Noun Phrase Meaning:
- 
যে শব্দ সমষ্টি noun-এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে। 
- 
মূলত একটি noun বা pronoun এর কাজ করে। 
- 
কেবলমাত্র adjective দ্বারা modify হতে পারে। 
• Noun Phrase-এর ভূমিকা (Position & Function):
- 
Subject হিসেবে 
- 
Object of a verb হিসেবে 
- 
Object of a preposition হিসেবে 
- 
Subject complement হিসেবে 
- 
Object complement হিসেবে 
Source:
A Passage to the English Language by S. M. Zakir Hussain
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
Choose the correct sentence.
Created: 3 weeks ago
A
The information she provided was relevant.
B
The informations she provided was relevant.
C
The information she provided were relevant.
D
The informations she provided were relevant.
The correct sentence is – The information she provided was relevant।
- 
"Information" একটি uncountable noun, তাই এটি সবসময় singular হিসেবে ব্যবহৃত হয় এবং singular verb গ্রহণ করে। 
- 
সেক্ষেত্রে singular verb হিসেবে was ব্যবহার করা হয়। 
- 
সুতরাং, সঠিক বাক্যটি হলো: The information she provided was relevant। 
- 
অন্যদিকে, informations ব্যবহার করা ভুল, কারণ "information"-এর কোনো plural রূপ নেই। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
Identify the author of The Vision of Judgement:
Created: 2 months ago
A
Lord Byron
B
John Donne
C
P. B. Shelley
D
Alexander Pope
The Vision of Judgement (১৮১২) ব্রিটিশ রোমান্টিক কবি ও ব্যঙ্গকার Lord Byron (পুরো নাম George Gordon Byron) রচিত একটি স্যাটায়ারিক কবিতা, যা Poet Laureate Robert Southey-র A Vision of Judgement-এর জবাবে লেখা। এতে irony, hyperbole ও sarcasm ব্যবহার করে রাজা জর্জ তৃতীয়-এর মৃত্যু, রাজতন্ত্র ও সমাজব্যবস্থাকে ব্যঙ্গ করা হয়েছে, পাশাপাশি রাজার প্রতি কিছু সমবেদনা প্রকাশ পেয়েছে।
বিখ্যাত রচনা: Childe Harold’s Pilgrimage, Don Juan, English Bards and Scotch Reviewers, She Walks in Beauty, Heaven and Earth।
উত্তর: Lord Byron
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago