Who wrote the poem Ode to a Nightingale?
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
Lord Byron
উত্তরের বিবরণ
Answer: John Keats
Ode to a Nightingale:
- 
রচনা করেছেন John Keats। 
- 
এটি একটি Ode, যা শিল্প ও জীবনের প্রতি ধ্যান ও মননকে প্রকাশ করে। 
- 
কবিতাটি লেখা হয়েছে nightingale পাখির গানে অনুপ্রাণিত হয়ে। 
- 
কবি বাগানে গান করছে এমন পাখির সাথে কাল্পনিক কথোপকথনে আনন্দ অনুভব করছেন। 
- 
কবিতায় পাখিকে অমরত্বের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। 
- 
কবি দুঃখ-বেদনা পাশ কাটিয়ে চিরসুখী হতে চাচ্ছেন, কিন্তু শেষমেশ উপলব্ধি করছেন, সুখ, সৌন্দর্য ও যৌবন সবই ক্ষণস্থায়ী। 
John Keats:
- 
English Romantic lyric poet। 
- 
তিনি প্রকৃতি, সৌন্দর্য, কল্পনা এবং মানব জীবনের নশ্বরতা নিয়ে গভীরভাবে লিখেছেন। 
- 
মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেও, তার লেখা কবিতা তাকে চিরস্মরণীয় কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 
- 
প্রধান কাজের ধরন: sonnets, odes, epics। 
- 
Titles: Poet of Beauty, Poet of Sensuousness, A Death-Hunted Poet, The Youngest Poet of English Literature। 
প্রখ্যাত কবিতাসমূহ:
- 
Ode to Psyche 
- 
Ode on Melancholy 
- 
Ode to a Nightingale 
- 
To Autumn 
- 
Bright Star 
- 
On First Looking into Chapman’s Homer 
- 
Lamia 
- 
Isabella 
- 
Hyperion 
- 
The Eve of St. Agnes 
- 
La Belle Dame Sans Merci 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Francis Bacon is known for his:
Created: 2 weeks ago
A
Novels
B
Poems
C
Epics
D
Essays
Francis Bacon ইংরেজি সাহিত্যে বিশেষভাবে খ্যাত তার “Essays” রচনার জন্য। তিনি ইংরেজি প্রবন্ধ সাহিত্যের অন্যতম পথিকৃৎ এবং এজন্যই তাকে বলা হয় “Father of the English Essay”।
তিনি ১৫৯৭ সালে তার প্রথম প্রবন্ধ সংকলন “Essays” প্রকাশ করেন, যা ইংরেজি সাহিত্যের ইতিহাসে অন্যতম প্রাচীন ও প্রভাবশালী গদ্যরচনা হিসেবে বিবেচিত। বেকনের প্রবন্ধগুলো ছিল সংক্ষিপ্ত, সহজ, যৌক্তিক এবং গভীর ভাবপূর্ণ। তার লেখায় বাস্তব জীবন, মানব প্রকৃতি, নৈতিকতা এবং ব্যবহারিক জ্ঞান অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রকাশ পেয়েছে।
Francis Bacon সম্পর্কে:
- 
তাঁর পূর্ণ নাম Francis Bacon, Viscount Saint Alban। 
- 
তিনি ছিলেন একজন lawyer, statesman, philosopher, এবং master of the English tongue। 
- 
Bacon-কে বলা হয় “father of English essay” এবং “natural philosopher”। 
- 
সাহিত্যের ক্ষেত্রে তিনি পরিচিত তার প্রবন্ধসমূহের তীক্ষ্ণ বাস্তববোধ ও দার্শনিক গভীরতার জন্য। 
তার উল্লেখযোগ্য রচনাসমূহ:
- 
Advancement of Learning 
- 
Commentarius Solutus 
- 
De Sapientia Veterum 
- 
Instauratio Magna 
- 
Novum Organum 
- 
The New Atlantis 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago
1832-1901 - This is the time frame of -
Created: 1 month ago
A
The Restoration Period
B
The Romantic Period
C
The Victorian Period
D
The Modern Period
The Victorian Period (1832–1901)
- 
ইংরেজি সাহিত্যের 19শ শতাব্দীকে Victorian Period বলা হয়। 
- 
নামকরণ Queen Victoria-এর নামে। যদিও তিনি 1837 সালে সিংহাসনে বসেন, সাহিত্যিক পরিবর্তন 1832 সাল থেকে লক্ষ্য করা যায়। 
- 
Fabian Society 1883 সালে প্রতিষ্ঠিত হয়, শ্রেণী সংগ্রামে হিংসা এড়াতে। G.B. Shaw ছিলেন এর সদস্য। 
Victorian Period-এর প্রধান দুইটি উপ-সময়কাল:
- 
The Pre-Raphaelites: 1848–1860 
- 
Aestheticism & Decadence: 1880–1901 
উল্লেখযোগ্য লেখক:
- 
Charles Dickens 
- 
Thomas Hardy 
- 
Matthew Arnold 
- 
Lord Alfred Tennyson 
- 
Robert Browning 
- 
George Eliot 
- 
Samuel Butler 
English Literature Periods and Sub-Ages
- 
Old English Period: 450–1066 
- 
Middle English Period: 1066–1500 - 
Anglo-Norman Period 
- 
Age of Chaucer 
 
- 
- 
Renaissance Period: 1500–1660 - 
Elizabethan Period (1558–1603) 
- 
Jacobean Period (1603–1625) 
- 
Caroline Period (1625–1649) 
- 
Commonwealth Period (1649–1660) 
 
- 
- 
Neoclassical Period: 1660–1785 - 
Restoration Period (1660–1700) 
- 
Augustan Period (1700–1745) 
- 
Age of Sensibility (1745–1785/1798) 
 
- 
- 
Romantic Period: 1798–1832 
- 
Victorian Period: 1832–1901 - 
Pre-Raphaelites (1848–1860) 
- 
Aestheticism & Decadence (1880–1901) 
 
- 
- 
Modern Period: 1901–1939 - 
Edwardian Period (1901–1910) 
- 
Georgian Period (1910–1939) 
 
- 
- 
Post-Modern Period: 1939–present 
Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
The author of the quote "Good fences make good neighbors" is-
Created: 1 month ago
A
Dylan Thomas
B
Robert Frost
C
Walt Whitman
D
Emily Dickinson
“Good fences make good neighbors” উদ্ধৃতিটি কবি Robert Frost-এর লেখা Mending Wall কবিতা থেকে নেওয়া হয়েছে। এটি মানবিক সম্পর্ক, সামাজিক সীমানা এবং প্রকৃতির ভূমিকা নিয়ে গভীর চিন্তার প্রতিফলন।
- 
Mending Wall কবিতাটি Robert Frost লিখেছিলেন। 
- 
এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ) এ রচিত। 
- 
কবিতাটি তার North of Boston কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 
- 
এটি ১৯১৪ সালে প্রকাশিত হয়েছিল। 
Summary
- 
কবিতায় দেখা যায়, দুটি প্রতিবেশী একসঙ্গে দেয়াল মেরামত করছেন। 
- 
কবি মনে করেন দেয়ালের প্রয়োজন নেই, কারণ প্রকৃতি নিজেই সীমানা ভাঙতে চায়। 
- 
অপরদিকে প্রতিবেশী বিশ্বাস করেন “Good fences make good neighbors”, অর্থাৎ দেয়াল থাকলে সম্পর্ক ভালো থাকে। 
- 
কবি সমাজে সীমানা ও বিভাজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং মানবিক সম্পর্ক ও প্রকৃতির মধ্যে এক ভারসাম্য খোঁজার চেষ্টা করেন। 
Robert Frost (1874–1963)
- 
তিনি একজন আমেরিকান কবি, যাকে আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ কবি বলা হয়। 
- 
তিনি Nature poet এবং Regional poet নামেও পরিচিত। 
- 
তিনি চারবার Pulitzer Prize লাভ করেছিলেন। 
- 
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো A Boy’s Will, North of Boston, Mountain Interval প্রভৃতি। 
- 
Mending Wall কবিতাটি তাঁর North of Boston গ্রন্থের অন্তর্ভুক্ত। 
কিছু উল্লেখযোগ্য কবিতা
- 
Fire and Ice 
- 
Mending Wall 
- 
Birches 
- 
Out, Out— 
- 
Nothing Gold Can Stay 
- 
Home Burial 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago