"To err is human, to forgive, divine" - Who quoted it?
A
Alexander Pope
B
William Shakespeare
C
John Dryden
D
Ben Jonson
উত্তরের বিবরণ
Answer: Alexander Pope
Quote: "To err is human, to forgive, divine."
Source: An Essay on Criticism
An Essay on Criticism:
-
এটি একটি didactic poem (শিক্ষামূলক কবিতা)।
-
লেখা হয়েছে heroic couplets (দ্বিপদী ছন্দে)।
-
কবিতাটি Horace-এর Ars Poetica থেকে অনুপ্রাণিত।
-
কবিতায় সাহিত্য ও সমালোচনার নিয়ম, মানুষের দুর্বলতা এবং মানবিক গুণাবলীর গুরুত্ব তুলে ধরা হয়েছে।
Alexander Pope:
-
ইংরেজি সাহিত্যের প্রখ্যাত epigrammatic poet।
-
Augustan Age এর কবি ও ব্যঙ্গরচয়িতা।
-
তাকে বলা হয় ‘Mock Heroic Poet’।
-
কবিতায় জটিল বিষয়বস্তু এবং সুরুচিপূর্ণ ভাষার ব্যবহার লক্ষ্য করা যায়।
Notable Works:
-
An Essay on Criticism
-
The Rape of the Lock
-
The Dunciad
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Windsor-Forest
Famous Quotes by Pope:
-
"A little learning is a dangerous thing."
-
"To err is human, to forgive, divine."
-
"Fools rush in where angels fear to tread."
-
"Blessed is the man who expects nothing, for he shall never be disappointed."
-
"Hope springs eternal in the human breast."
-
"The proper study of mankind is man."

0
Updated: 10 hours ago
Fill in the gap with the right tense:
If you ___ metal, it expands.
Created: 3 weeks ago
A
will heat
B
heats
C
heat
D
heated
Zero Conditional
• Complete Sentence:
-
English: If you heat metal, it expands.
-
Bangla: যদি তুমি ধাতু গরম কর, তা বৃদ্ধি পায়।
• Explanation:
-
Zero Conditional সাধারণত ব্যবহার করা হয়:
-
চিরন্তন/সাধারণ সত্য প্রকাশ করতে
-
বৈজ্ঞানিক সত্য বা প্রকৃতির নিয়ম বোঝাতে
-
-
এই ক্ষেত্রে দুটি clause Present Indefinite Tense-এ থাকে।
• Structure of Zero Conditional:
-
If + Present Simple, Present Simple
• Example Explanation:
-
প্রশ্নোক্ত বাক্যটি একটি বৈজ্ঞানিক সত্য।
-
তাই সঠিক ফর্ম: heat
• Conditional Sentence Components:
-
Condition / শর্ত — যদি ধাতু গরম হয়
-
Consequence / ফলাফল — তা বৃদ্ধি পায়
• Types of Conditional Sentences:
-
Zero Conditional
-
First Conditional
-
Second Conditional
-
Third Conditional

0
Updated: 3 weeks ago
She asked me ____ I was interested in working for her.
Created: 1 week ago
A
so that
B
in case
C
perhaps
D
whether
Options:
ক) so that: যাহাতে; যদি কেবল।
খ) in case: ঘটনাচক্রে।
গ) perhaps: হয়তো; সম্ভবত।
ঘ) whether: কিনা; কি; যদি; দুইয়ের মধ্যে কোনটা।
অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে whether বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Complete sentence: She asked me whether I was interested in working for her.

0
Updated: 1 week ago
Why does Darcy interfere in Jane and Bingley’s relationship at first?
Created: 1 week ago
A
He dislikes Jane personally
B
He doubts Jane’s affection
C
He envies Bingley
D
He wants Jane for himself
Darcy মনে করেছিল Jane আসলে Bingley-কে তেমন ভালোবাসে না। তার শান্ত স্বভাবকে Darcy উদাসীনতা ভেবেছিল। এছাড়া Bennet পরিবারের লজ্জাজনক আচরণ (Mrs. Bennet-এর উচ্ছ্বাস, Lydia ও Kitty-র ফ্লার্ট) তাকে বিরক্ত করেছিল। এজন্য Darcy বন্ধুকে দূরে সরিয়ে নেয়। Austen দেখান—ভুল বিচার সম্পর্ক ভাঙতে পারে। তবে পরে Darcy ভুল বুঝতে পেরে Jane–Bingley-এর মিল ঘটাতে সাহায্য করে।

0
Updated: 1 week ago