Make it passive: We decided to postpone the meeting.
A
We decided that the meeting has to be postponed.
B
We decided that the meeting to be postponed.
C
We decided that the meeting should be postponed.
D
We decided that the meeting to postponed.
উত্তরের বিবরণ
Active-Passive Conversion Rule (for verbs like Agree, Decide, Demand, Arrange, Determine, Be Determined + Infinitive + Object):
Structure:
- 
Active: Subject + verb + to-infinitive + object 
- 
Passive: Subject + verb + that + object + should be + past participle of infinitive verb 
Examples:
- 
Active: Proma decided to sell the house. 
 Passive: Proma decided that the house should be sold.
- 
Active: We decided to postpone the meeting. 
 Passive: We decided that the meeting should be postponed.
Why other options are wrong:
- 
ক) We decided that the meeting has to be postponed. → "has to be" is incorrect tense for direct passive. 
- 
খ) We decided that the meeting to be postponed. → Infinitive is incorrectly used; "should be" is missing. 
- 
ঘ) We decided that the meeting to postponed. → Grammatically incorrect; missing auxiliary "should be". 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Identify the word having the same form in both singular and plural:
Created: 1 month ago
A
cuff
B
hunk
C
life
D
moose
Moose হলো একটি বড় ধরনের হরিণ, যার বড় এবং চওড়া শিং থাকে যা শাখার মতো বিস্তৃত এবং লম্বা নাক থাকে। এটি প্রধানত উত্তর আমেরিকা, উত্তর ইউরোপ (যেখানে এটি elk নামে পরিচিত) এবং এশিয়ার বনাঞ্চলে বাস করে। Moose-এর শরীর মোটা লোমে ঢাকা এবং এটি শীতল ও বরফময় পরিবেশে বেঁচে থাকার জন্য অভিযোজিত। Moose এককভাবে বা ছোট দলে থাকে এবং এর খাদ্য মূলত ঘাস, পাতা এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ। Moose-এর plural form একই থাকে, অর্থাৎ 'moose'।
- 
cuff: হাতের কব্জির চারপাশে থাকা কাপড় বা বাঁধন, যা সাধারণত জামা বা শার্টের স্লিভের শেষ প্রান্তে থাকে। এটি হাতকে সুন্দরভাবে ঢেকে রাখে এবং পোশাকের সাজানোর জন্য ব্যবহৃত হয়। Plural: cuffs 
- 
hunk: বড় বা মোটা টুকরা, যা সাধারণত খাবার, মাংস বা আকর্ষণীয় পুরুষকে বোঝাতে ব্যবহার হয়। এটি আকৃতি ও আকারে বড় এবং দৃশ্যমান। Plural: hunks 
- 
life: জীবন বা প্রাণ, যা জীবনের অস্তিত্ব, বেঁচে থাকার প্রক্রিয়া এবং জীবন্ত অবস্থাকে বোঝায়। এটি মানুষের জীবনের মানে বা প্রাণবন্ততার প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। Plural: lives 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
What is the plural number of 'ovum'?
Created: 1 month ago
A
ovams
B
ovumes
C
ovums
D
ova
Ovum (noun) (singular)
- 
English meaning: an egg cell produced by a woman or female animal. 
- 
Bangla meaning: ডিম্বাণু। 
- 
Plural form: ova 
ব্যাকরণ নিয়ম অনুযায়ী, যেসব singular noun এর শেষে -um থাকে, সেগুলোকে plural করার সময় সাধারণত -um পরিবর্তন হয়ে -a হয়ে যায়।
তাই ovum → ova হয়।
Source: Accessible Dictionary, Bangla Academy
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
He will complete the task. (Passive)
Created: 1 month ago
A
The task will completed by him.
B
The task will be complete by him.
C
The task will be completed by him.
D
The task is completed by him.
সঠিক উত্তর হলো – গ) The task will be completed by him.
Future Indefinite Active → Passive Voice নিয়ম:
- 
Structure: Object + will be + past participle (V3) + by + subject 
উদাহরণ:
- 
Active: She will open the door. 
- 
Passive: The door will be opened by her. 
Other options ব্যাখ্যা:
- 
ক) The task will completed by him. → ভুল; "will" এর পরে be থাকা প্রয়োজন। 
- 
খ) The task will be complete by him. → ভুল; passive voice-এ past participle (completed) ব্যবহার করতে হবে, base form "complete" নয়। 
- 
ঘ) The task is completed by him. → ভুল; এটি present tense, কিন্তু মূল বাক্য future tense। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago