Who wrote the poem Ode to a Nightingale?
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
Lord Byron
উত্তরের বিবরণ
Answer: John Keats
Ode to a Nightingale:
-
রচনা করেছেন John Keats।
-
এটি একটি Ode, যা শিল্প ও জীবনের প্রতি ধ্যান ও মননকে প্রকাশ করে।
-
কবিতাটি লেখা হয়েছে nightingale পাখির গানে অনুপ্রাণিত হয়ে।
-
কবি বাগানে গান করছে এমন পাখির সাথে কাল্পনিক কথোপকথনে আনন্দ অনুভব করছেন।
-
কবিতায় পাখিকে অমরত্বের প্রতীক হিসেবে দেখানো হয়েছে।
-
কবি দুঃখ-বেদনা পাশ কাটিয়ে চিরসুখী হতে চাচ্ছেন, কিন্তু শেষমেশ উপলব্ধি করছেন, সুখ, সৌন্দর্য ও যৌবন সবই ক্ষণস্থায়ী।
John Keats:
-
English Romantic lyric poet।
-
তিনি প্রকৃতি, সৌন্দর্য, কল্পনা এবং মানব জীবনের নশ্বরতা নিয়ে গভীরভাবে লিখেছেন।
-
মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেও, তার লেখা কবিতা তাকে চিরস্মরণীয় কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
-
প্রধান কাজের ধরন: sonnets, odes, epics।
-
Titles: Poet of Beauty, Poet of Sensuousness, A Death-Hunted Poet, The Youngest Poet of English Literature।
প্রখ্যাত কবিতাসমূহ:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
Ode to a Nightingale
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Isabella
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci

0
Updated: 10 hours ago
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
Created: 5 days ago
A
Amateur
B
Indispensable
C
Dilapidated
D
None
• All the words are correctly spelled.
• Options:
-
ক) Amateur (Noun)
-
English Meaning: A person who is incompetent or inept at a particular activity
-
Bangla Meaning: শৌখিন চিত্র বা সংগীত বা নাট্যশিল্পী; অপেশাদার ক্রীড়াবিদ
-
-
খ) Indispensable (Adjective)
-
English Meaning: Absolutely necessary
-
Bangla Meaning: অপরিহার্য; অপরিহরণীয়
-
-
গ) Dilapidated (Adjective)
-
English Meaning: (of a building or object) in a state of disrepair or ruin as a result of age or neglect
-
Bangla Meaning: (দালানকোঠা, আসবাব ইত্যাদি সম্পর্কিত) ধ্বংসপ্রাপ্ত; মেরামতহীন; ক্ষয়িত; ধ্বংসস্তূপে পরিণত
-
-
ঘ) Secretariat (Noun)
-
English Meaning: a permanent administrative office or department, especially a governmental one
-
Bangla Meaning: কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়
-
Source:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary

0
Updated: 5 days ago
T. S. Eliot was born in -
Created: 1 month ago
A
Ireland
B
England
C
USA
D
Scotland
T. S. Eliot
-
পূর্ণ নাম: Thomas Stearns Eliot
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর, ১৮৮৮, St. Louis, Missouri, USA
-
মৃত্যু: ৪ জানুয়ারি, ১৯৬৫, লন্ডন, ইংল্যান্ড
-
পরিচিতি: American-English poet, playwright, literary critic, editor
-
নোবেল পুরস্কার: ১৯৪৮ সালে সাহিত্যে
Notable Works:
Poems:
-
The Waste Land
-
Four Quartets
-
The Hollow Men
-
The Love Song of J. Alfred Prufrock
-
Ash Wednesday
Plays:
-
The Confidential Clerk
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Elder Statesman
-
The Trail of a Judge

0
Updated: 1 month ago
What is unique about Psyche compared to other deities, according to Keats?
Created: 2 weeks ago
A
She has no temple or altar
B
She has the strongest weapon
C
She rules the sea
D
She is older than Zeus
কিটস আক্ষেপ করে বলেন, সাইক সবচেয়ে সুন্দরী হলেও তাঁর নামে কোনো মন্দির, কোনো পুরোহিত, বা কোনো উৎসব নেই। অন্য দেবদেবীদের পূজা হয়, কিন্তু সাইক অবহেলিত। তাই কবি প্রতিজ্ঞা করেন তিনি নিজেই তাঁর মনের মধ্যে সাইককে পূজা করবেন।

0
Updated: 2 weeks ago