The Latin phrase "Tempus fugit" means -
                    
                                    A
Time heals all wounds
B
Time flies
C
Time is money
D
Time waits for no one
উত্তরের বিবরণ
• Tempus fugit [Latin phrase]
English meaning: time flies.
Bangla Meaning: সময় খুব দ্রুত চলে যায়।
• Indicates the fleeting nature of time and the importance of using it wisely.
Example: I can’t believe how quickly the year has passed—Tempus Fugit.
Other options:
ক) Time heals all wounds → সময় সব ক্ষত সারিয়ে তোলে।
গ) Time is money → সময় অর্থের মতো মূল্যবান।
ঘ) Time waits for no one → সময় কারো জন্য থেমে থাকে না।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
The following article was written in 2017. Here, 'following' is -
Created: 1 month ago
A
Noun
B
Adjective
C
Adverb
D
Conjunction
“The following article was written in 2017” বাক্যে “following” শব্দটির বিশ্লেষণ নিম্নরূপ:
Adjective:
- 
এখানে following article শব্দটিকে describe করছে। 
- 
অর্থাৎ কোন article-এর কথা বলা হচ্ছে যা বাক্যের পরে বা context-এ দেওয়া হয়েছে। 
- 
এমন ক্ষেত্রে following একটি adjective হিসেবে ব্যবহার হয়। 
Meaning of following:
- 
English: that is/are going to be mentioned next 
- 
Bangla: পরবর্তী, অনুগামী, অনুবর্তী ইত্যাদি 
উদাহরণ:
- 
Answer the following questions. 
- 
The following article was written in 2017. 
Source:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
You may go out to play provided you finish your homework first.
Here, the underlined word is a/an-
Created: 1 month ago
A
preposition
B
conjunction
C
adverb
D
verb
Complete sentence:
You may go out to play provided you finish your homework first.
- 
এখানে underlined word provided একটি conjunction। 
Provided / Provided (that) [Conjunction]
- 
English Meaning: on condition that; with the understanding; if 
- 
Bangla Meaning: Provided (that) = এই শর্তে (যে) 
ব্যাখ্যা:
- 
শর্ত বোঝাতে Provided / Provided that ব্যবহার করা হয়। 
- 
দুইটি clause সংযুক্ত করতে এটি conjunction হিসেবে কাজ করে। 
উদাহরণ:
- 
The teacher will allow extra time provided you have a valid reason. 
- 
The flight will take off provided that the weather is good. 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
The Two Cities in the novel 'A Tale of Two Cities' refer to:
Created: 1 month ago
A
Paris and Rome
B
New York and London
C
London and Paris
D
Paris and Berlin
A Tale of Two Cities হলো চার্লস ডিকেন্সের (Charles Dickens) রচিত একটি উপন্যাস, যা ১৮৫৯ সালে প্রকাশিত হয়। এখানে Two Cities বলতে লন্ডন ও প্যারিসকে বোঝানো হয়েছে। উপন্যাসটি French Revolution-এর প্রেক্ষাপটে রচিত।
প্রধান চরিত্রসমূহ:
- 
Sydney Carton (হতাশ ইংরেজ আইনজীবী) 
- 
Lucie Manette (ফরাসি অভিজাত) 
- 
Charles Darnay 
- 
Dr. Alexandre Manette 
- 
Madame Defarge 
সংক্ষিপ্ত বিষয়বস্তু:
- 
গল্পের শুরুতে দেখা যায় Lucie Manette, যিনি বিস্ময়ে ফেটে পড়েন যখন জানতে পারেন তার বাবা Doctor Alexandre Manette জীবিত। 
- 
অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে Doctor Manette জেল খাটতে বাধ্য হন। 
- 
জেলে থাকা অবস্থায় তিনি মুচির কাজ শিখেন। 
- 
Lucie বড় হয়ে বাবার কথা জানতে পেরে তাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন। 
- 
পথে তাদের সঙ্গে পরিচয় হয় Charles Darnay-এর সাথে, যিনি ফরাসী রাজপরিবারের সদস্য হলেও পরিবারের পাপের জন্য অনুতপ্ত এবং প্রায়শ্চিত্ত করতে চান। 
- 
Sydney Carton, একজন পারিবারিক বন্ধু, Lucie Manette-এর প্রেমে পড়েন। 
Charles Dickens (৭ ফেব্রুয়ারি, ১৮১২ – ৯ জুন, ১৮৭০)
- 
পূর্ণ নাম: Charles John Huffam Dickens 
- 
ব্রিটিশ novelist, Victorian Period-এর সর্বশ্রেষ্ঠ novelist হিসেবে বিবেচিত 
- 
ছদ্মনাম: Boz 
প্রসিদ্ধ রচনা:
- 
David Copperfield (Autobiography) 
- 
Oliver Twist 
- 
Great Expectations 
- 
A Tale of Two Cities 
- 
Hard Times 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago