"All changed, changed utterly: A terrible beauty is born." - Who quoted it?
A
John Keats
B
T.S. Eliot
C
W.B. Yeats
D
Robert Browning
উত্তরের বিবরণ
উক্তি: **"All changed, changed utterly: A terrible beauty is born."**
**Source:** W\.B. Yeats-এর কবিতা **"Easter, 1916"**
**Easter 1916 সম্পর্কে:**
* ১৯১৬ সালের এপ্রিলে আয়ারল্যান্ডে ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান (Easter Rising) সংঘটিত হয়।
* Yeats এই কবিতায় সেই আন্দোলন এবং শহীদ নেতাদের আত্মত্যাগকে স্মরণ করেছেন।
* কবিতার লাইনটি পরিবর্তন ও ত্যাগের ব্যথা এবং নতুন আশা বা “ভয়ঙ্কর সৌন্দর্য” জন্ম নেওয়ার প্রতীক।
**William Butler Yeats:**
* Irish কবি ও নাট্যকার; Ireland-এর National Poet হিসেবে পরিচিত।
* ১৯২৩ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
* Abbey Theatre প্রতিষ্ঠা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
**Major Poems:**
* The Wild Swans at Coole
* The Tower
* The Winding Stair and Other Poems
* The Second Coming
* Sailing to Byzantium
* The Lake Isle of Innisfree
* Among School Children
* A Prayer for My Daughter
* When You Are Old
* Easter 1916
* September 1919
* The Wanderings of Oisin
* Leda and The Swan
**Notable Plays:**
* The Resurrection
* The Only Jealousy of Emer
* The Dreaming of the Bones
* Four Plays for Dancers
* Calvary
* Cathleen ni Houlihan
* The Countess Cathleen
**Prose:**
* A Vision
* Celtic Twilight (essay)
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Choose the correct meaning of the phrase “At the outset”.
Created: 1 month ago
A
At the end
B
At the beginning
C
In the middle
D
After a while
At the outset এর অর্থ এবং ব্যবহার নিম্নরূপ:
- 
English Meaning: the beginning 
- 
Bangla Meaning: শুরুতেই / প্রারম্ভেই 
Example Sentence:
I told him at the outset I wasn't interested.
Bangla Meaning: আমি তাকে শুরুতেই বলেছিলাম যে আমি আগ্রহী নই।
Source:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
Created: 2 months ago
A
flimsy
B
coarse
C
gracious
D
Friendly
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
- প্রদত্ত বাক্যে বলা হচ্ছে, যেটি এক সংস্কৃতিতে বিনয় বা সৌজন্য প্রকাশক অন্য সংস্কৃতিতে সেটি অহমিকা বা অহংকারের অর্থ প্রদান করে। অন্যভাবে বলা যায়, এক দেশের গালি অন্য দেশের বুলি।
- এখানে, courteous (adjective) শব্দটি দ্বারা মূলত: বোঝাচ্ছে ভদ্র; নম্র; সজ্জনসুল আচরণ। 
- অপশনে প্রদত্ত চারটি শব্দের মধ্যে, কেবলমাত্র gracious (adjective) ব্যক্তি ও ব্যক্তিগত আচরণ) সদয়; উদার; ভদ্র; সৌজন্যময় দ্বারাই এই অর্থ প্রকাশ পাচ্ছে। 
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) flimsy (adjective) [noun] [Uncountable noun]
- (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো; (লাক্ষণিক) ঠুনকো অজুহাত/যুক্তি।  ফিনফিনে পাতলা কাগজ যেমন, বহুসংখ্যক অনুলিপি তৈরি করার জন্য মুদ্রাক্ষরযন্ত্রে ব্যবহৃত কাগজ।
খ) coarse (adjective)
- মোটা; অসূক্ষ্ম; (খাদ্য) সাধারণ; নিকৃষ্টমানের; বাজে;  অমার্জিত; অনিষ্ট।
ঘ) Friendly (adjective)
- বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ। 
Source: Accessible Dictionary by Bangla Academy.
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
A part of a longer story or a larger sequence is called-
Created: 1 month ago
A
Canto
B
Couplet
C
Epitaph
D
Episode
Episode হলো একটি দীর্ঘ গল্প বা নাটকের অংশ, যা নিজেই সম্পূর্ণ হলেও পরবর্তী অংশের জন্য কিছু সূত্র রেখে যায় এবং গল্পের মোট কাঠামোতে অবদান রাখে।
- 
Episode (উপাখ্যান) - 
একটি দীর্ঘ গল্প, নাটক বা সাহিত্যকর্মকে ছোট ছোট পর্বে বিভক্ত করে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়। 
- 
প্রতিটি episode নিজেই পূর্ণ হলেও পরবর্তী episode-এর জন্য কিছু ইঙ্গিত রেখে যায়। 
- 
গল্পের সামগ্রিক নকশায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
- 
উদাহরণ: Jane Austen-এর Pride and Prejudice-এ Lydia-এর elopement এবং তার প্রভাবের বর্ণনা একটি episode। 
 
- 
অন্যান্য সম্পর্কিত সাহিত্যিক পদসমূহ
- 
Canto - 
দীর্ঘ কবিতা বা মহাকাব্যের প্রধান ভাগ। 
- 
Italian শব্দ, Latin থেকে উদ্ভূত, যার অর্থ “song” বা “singing”। 
- 
ইংরেজিতে এটি কবিতার একটি বিভাগ বোঝাতে ব্যবহৃত হয়। 
 
- 
- 
Epitaph (সমাধিলিপি) - 
মৃত ব্যক্তির সম্পর্কে সংক্ষিপ্ত বাণী, প্রায়শই তার সমাধিতে খোদাই করা থাকে। 
- 
Epitaph কবিতার আকারেও হতে পারে এবং কখনো কখনো কবি বা লেখক জীবদ্দশায় এটি লিখেছেন। 
- 
Greek শব্দ epitaphios থেকে উদ্ভূত, যার অর্থ “funeral oration”। 
 
- 
- 
Couplet (দ্বিপদী) - 
সমান মাপের এবং অন্ত্যমিলযুক্ত দুটি লাইন বা চরণ। 
- 
কবিতায় একত্রে রাইম করা দুটি লাইনকে couplet বলা হয়। 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago