The Latin phrase "Tempus fugit" means -
A
Time heals all wounds
B
Time flies
C
Time is money
D
Time waits for no one
উত্তরের বিবরণ
• Tempus fugit [Latin phrase]
English meaning: time flies.
Bangla Meaning: সময় খুব দ্রুত চলে যায়।
• Indicates the fleeting nature of time and the importance of using it wisely.
Example: I can’t believe how quickly the year has passed—Tempus Fugit.
Other options:
ক) Time heals all wounds → সময় সব ক্ষত সারিয়ে তোলে।
গ) Time is money → সময় অর্থের মতো মূল্যবান।
ঘ) Time waits for no one → সময় কারো জন্য থেমে থাকে না।

0
Updated: 10 hours ago
The statement “Brutus is an honourable man” in Shakespeare’s Julius Caesar is an example of:
Created: 2 days ago
A
Simile
B
Hyperbole
C
Literal statement
D
Irony
“Brutus is an honourable man” (Shakespeare’s Julius Caesar) হলো Irony এর একটি উদাহরণ।
-
Irony (বিদ্রূপ):
-
এটি ঘটে যখন একই পরিস্থিতি, ঘটনা, বাক্য বা উক্তির মধ্যে দুইটি বিপরীত অর্থ প্রকাশ পায়।
-
অনেক ক্ষেত্রে এটি প্রত্যাশা এবং বাস্তবতার পার্থক্য নির্দেশ করে।
-
বক্তৃতা জোরালো করার জন্য বা বিদ্রূপ প্রকাশ করতে বলা হয় এমন কিছু যা প্রকৃতপক্ষে বিপরীত অর্থ বহন করে।
-
উদাহরণ: Brutus প্রকৃতপক্ষে হত্যা প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, তাই “honourable” বলা হলো বিদ্রূপ।
-
-
Other Figures of Speech for Comparison:
-
Simile (উপমা):
-
দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা, সাধারণত as বা like ব্যবহার করে।
-
উদাহরণ: She is as innocent as a lamb.
-
-
Hyperbole (অতিশয়োক্তি):
-
কোনো কিছুকে অত্যধিক বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা।
-
উদাহরণ: "Ten thousand saw I at a glance" (Wordsworth: Daffodils).
-
-
Literal Statement (আক্ষরিক বক্তব্য):
-
বাক্য যা ঠিক যেমন লেখা হয়েছে, তা অর্থ প্রকাশ করে, কোনো অঙ্গীকার বা গোপন অর্থ নেই।
-
উদাহরণ: “The sky is blue.”
-
-

0
Updated: 2 days ago
Who wrote the famous novel "Gulliver's Travels"?
Created: 1 month ago
A
Jonathan Swift
B
Daniel Defoe
C
Samuel Richardson
D
Henry Fielding
Gulliver’s Travels
-
রচয়িতা: Jonathan Swift (Augustan age-এর লেখক, 18th century satire)
-
প্রকাশকাল: 1726
-
পূর্ণ নাম: Travels into Several Remote Places in the World
-
চার খণ্ডের ব্যঙ্গাত্মক উপন্যাস
-
কাহিনী: Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে গিয়ে লিলিপুটে পৌঁছায়, যেখানে মানুষের উচ্চতা ৬ ইঞ্চির নিচে; তাদের উপকারে আসে, Blefuscu-এর সাথে যুদ্ধে সাহায্য করে; পরে রোষানলে পড়ে চোখ উপড়ে নেওয়ার শাস্তি পেতে যাচ্ছিল কিন্তু পালিয়ে বেঁচে যায়।
Jonathan Swift
-
Anglo-Irish author ও clergyman
-
ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ satirist
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
প্রধান রচনা
-
Gulliver’s Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of the Books

0
Updated: 1 month ago
'The Neoclassical Period' is also known as -
Created: 5 months ago
A
Decadence age
B
Aestheticism age
C
Pseudo-classical Age
D
Age of Jonathan
English
English Literature
Periods of english literature
The Neoclassical Period (1660-1798)
No subjects available.
1660–1785-time frame is known as 'The Neoclassical Period' of English Literature.
- The Neoclassical Period তিনটি ছোট যুগ বা period নিয়ে গঠিত-
- The Restoration Period (1660-1700),
- The Augustan Age (1702-1745),
- The Age of Sensibility (1745-1785).
1745-1785, time frame is known as the Age of Sensibility.
- অর্থাৎ, এই যুগের সূচনা হয়েছিল ১৭৪৫ সালে।
- The Age of Sensibility (১৭৪৫-১৭৮৫)-কে The Age of Johnson ও বলা হয় কারণ Dr. Samuel Johnson এই সময়টাকে dominate করেছেন।
- তাই, তাঁর নাম অনুসারে এই সময়টাকে Age of Johnson বলা হয়।
- The Neoclassical Period কে Neoclassical বা Pseudo-classical Age ও বলা হয়ে থাকে।
- Pseudo অর্থ ছদ্ম বা নকল, এই Pseudo দ্বারা এই যুগের লেখকদের artificiality বোঝানো হয়েছে।
- কারন তারা লেখালেখির ক্ষেত্রে ancient Greek and Roman সাহিত্য নির্দেশনা কে অনুসরণ করলেও Greek and Roman লেখকেদের originality Neoclassical যুগের লেখকদের মধ্যে অনুপস্থিত।
- এই যুগের Literary ideal ছিল art's for man's sake, যেখানে human being কে সবথেকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
এই যুগের বিখ্যাত সাহিত্যিক গণ -
- John Milton
- John Dryden
- Jonathon Swift
- Alexander Pope
- Henry Fielding
- Daniel Defoe
- John Bunyan , etc.

0
Updated: 5 months ago