ii) প্রথম আলো। 
সরকারি চাকরি আইন কত সালে প্রণীত হয়?
A
২০১৭ সালে
B
২০১৮ সালে
C
২০১৯ সালে
D
২০২০ সালে
উত্তরের বিবরণ
বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে সরকারি চাকরি আইন, ২০১৮ প্রণীত হয়। এ আইন সরকারি চাকরিজীবীদের নিয়োগ, শৃঙ্খলা, অবসর এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমকে নিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট করে।
- 
সরকারি চাকরি আইন ২০১৮ সালে প্রণয়ন করা হয়। 
- 
২০১৮ সালের ১৪ নভেম্বর এই আইনের গেজেট প্রকাশিত হয়। 
- 
আইনটি কার্যকর হয় ২০১৯ সালের ১ অক্টোবর থেকে। 
প্রধান বৈশিষ্ট্য
- 
সরকারি চাকরি আইনের অধীনে বর্তমানে কোনো কর্মচারী ২৫ বছর চাকরির বয়স পূর্ণ করলে সরকার কারণ দর্শানো ছাড়াই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। 
- 
এর বাইরে কোনো কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হলে ‘সরকারি চাকরি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী দীর্ঘমেয়াদি তদন্ত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
                    Related MCQ
                
                
            নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ অনুযায়ী, নারী বা শিশু পাচার করলে সর্বোচ্চ শাস্তি-
Created: 3 weeks ago
A
শুধু অর্থদণ্ড
B
৭ বছর সশ্রম কারাদণ্ড
C
যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড
D
৫ বছর সশ্রম কারাদণ্ড
নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ অনুযায়ী, যদি কোনো ব্যক্তি পতিতাবৃত্তি বা বেআইনি বা নীতিগর্হিত কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে বিদেশ থেকে আনা, বিদেশে পাঠানো, ক্রয়-বিক্রয় করা, অথবা অনুরূপ কোনো উদ্দেশ্যে দখলে রাখা বা হেফাজতে রাখে, তবে সে ব্যক্তি নিম্নলিখিত শাস্তির আওতায় আসবেন:
- 
মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড 
- 
অথবা অনধিক ২০ বছর, কিন্তু ন্যূনতম ১০ বছর সশ্রম কারাদণ্ড 
- 
অতিরিক্তভাবে অর্থদণ্ড আরোপ করা হবে 
উল্লেখ্য:
- 
মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ অনুযায়ী, মানবপাচারের জন্য দায়ী অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ৫ লক্ষ টাকা অর্থদণ্ড। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
আইন প্রণয়নের ক্ষমতা-
Created: 1 month ago
A
আইন মন্ত্রণালয়ের
B
রাষ্ট্রপতির
C
স্পিকারের
D
জাতীয় সংসদের
জাতীয় সংসদের আইন প্রণয়ন ক্ষমতা
বাংলাদেশে আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের হাতে নিয়ন্ত্রিত। সংবিধান অনুযায়ী, এটি দেশের একমাত্র আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান।
সংবিধান ৬৫(১) ধারায় বলা হয়েছে:
"জাতীয় সংসদ" নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং এই সংবিধানের বিধান অনুযায়ী প্রজাতন্ত্রের আইন প্রণয়নের ক্ষমতা সংসদের উপর থাকবে।
তবে এখানে একটি শর্তও রয়েছে: সংসদ যে আইন প্রণয়ন করে, তাতে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে যে আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন বা অন্যান্য আইনগত কার্যকর চুক্তি তৈরি করার ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতা সংসদকে আইন প্রণয়নের দায়িত্ব থেকে মুক্ত করবে না। অর্থাৎ, সংসদ সবসময় প্রধান আইন প্রণয়নকারী থাকবে।
উৎস: বাংলাদেশ সংবিধান, ধারা ৬৫
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন কত সালে প্রণীত?
Created: 1 month ago
A
২০০৪ সালে
B
২০০৫ সালে
C
২০০৬ সালে
D
২০০৭ সালে
ChatGPT said:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago