নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে প্রথম কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
A
৪র্থ
B
৫ম
C
৬ষ্ঠ
D
৭ম
উত্তরের বিবরণ
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন (১৯৯১) ছিল এক বিশেষ মাইলফলক। এটি ছিল দেশের প্রথম নির্বাচন যা একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। যদিও সংবিধানে নিরপেক্ষ সরকারের বিধান ছিল না, তবে রাজনৈতিক দলগুলোর সর্বসম্মত সিদ্ধান্তে এই ব্যবস্থা চালু হয়েছিল।
- 
১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 
- 
অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের তিনজন বিচারপতির সমন্বয়ে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেন। 
- 
তিনি তিন জোটের মনোনীত প্রতিনিধিদের মধ্য থেকে ১৭ জন উপদেষ্টা নিয়োগ করে একটি নিরপেক্ষ সরকার গঠন করেন। 
- 
এ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয়ী হয়। 
- 
১৯৯১ সালের ২০শে মার্চ খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 
উল্লেখযোগ্য দিকসমূহ
- 
স্বাধীনতা-পরবর্তী সময়ে একমাত্র পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। ফলে নির্বাচনের ফলাফলে দলীয় প্রভাব পড়েনি। 
- 
এই নির্বাচন ছিল ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষার ঐক্যবদ্ধ সংকল্পের ফসল। 
পরবর্তী প্রেক্ষাপট
- 
বিএনপি সরকারের পদত্যাগের পর ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযোজিত হয়। 
- 
১৯৯৬ সালের ৩০শে মার্চ বিচারপতি হাবিবুর রহমানকে প্রধান উপদেষ্টা করে সাংবিধানিকভাবে স্বীকৃত প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। 
- 
এর অধীনে ১৯৯৬ সালের ১২ই জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
বাংলাদেশে সংসদ ভবনের স্থপতি কে?
Created: 6 days ago
A
লুই কান
B
মাজহারুল ইসলাম
C
এফ আর খান
D
কার্দুশিয়ার
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 6 days ago
বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট্য?
Created: 5 days ago
A
এক কক্ষ
B
দুই কক্ষ
C
তিন কক্ষ
D
বহু কক্ষ
বাংলাদেশের জাতীয় সংসদ একটি এককক্ষ বিশিষ্ট (Unicameral) সংসদ ব্যবস্থা। অর্থাৎ, এখানে আইন প্রণয়ন ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য মাত্র একটি কক্ষ বা সংসদীয় চেম্বার রয়েছে, যেখানে সব সংসদ সদস্য একত্রে বসে আলোচনা, বিতর্ক ও ভোটের মাধ্যমে আইন পাস করেন।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদই দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় নীতিনির্ধারণে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
– বাংলাদেশের সংবিধানের ৬৫(১) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে যে, জাতীয় সংসদ একটি কক্ষ বিশিষ্ট হবে এবং এর নাম হবে “জাতীয় সংসদ”।
– সংসদ সদস্যদের নির্বাচন সরাসরি জনগণের ভোটে অনুষ্ঠিত হয়, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম ভিত্তি।
– জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩০০টি সাধারণ আসন, যা জনগণের ভোটে নির্বাচিত হয়, এবং অতিরিক্ত ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে, যা সংসদে দলীয় অনুপাতে বণ্টন করা হয়।
– সংসদের প্রধান হচ্ছেন স্পিকার, যিনি অধিবেশনে সভাপতিত্ব করেন এবং সংসদের শৃঙ্খলা বজায় রাখেন।
– সংসদের প্রধান দায়িত্ব হলো আইন প্রণয়ন, সরকারের কার্যক্রম তদারকি, বাজেট অনুমোদন এবং জনগণের স্বার্থ রক্ষা করা।
– সংসদ সদস্যদের মেয়াদ পাঁচ বছর, তবে প্রয়োজনে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে পারেন।
– বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার মডেল অনুসরণ করে, যেখানে সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠ দল দ্বারা পরিচালিত হয়।
– সংসদ ভবনটি ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত, যার নকশা করেছিলেন বিখ্যাত স্থপতি লুই কান (Louis I. Kahn)।
– এককক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার সুবিধা হলো আইন প্রণয়ন দ্রুত সম্পন্ন হয়, প্রশাসনিক জটিলতা কম থাকে এবং জনগণের সরাসরি প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।
অন্যদিকে, কিছু দেশে যেমন যুক্তরাষ্ট্র বা ভারত দুই কক্ষ বিশিষ্ট (Bicameral) সংসদ ব্যবস্থা রয়েছে, যেখানে উচ্চকক্ষ (Upper House) ও নিম্নকক্ষ (Lower House)—দুটি পৃথক চেম্বারে আইন প্রণয়ন করা হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই ব্যবস্থা নেই।
তাই সঠিক উত্তর হলো — এক কক্ষ (Unicameral), যা বাংলাদেশের জাতীয় সংসদ ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য এবং গণতন্ত্রের কেন্দ্রীয় স্তম্ভ।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 5 days ago
জাতীয় সংসদের ৩০০নং আসন কোনটি?
Created: 2 months ago
A
কক্সবাজার
B
রাঙামাটি
C
খাগড়াছড়ি
D
বান্দরবান
সংসদীয় আসন
- 
বাংলাদেশের জাতীয় সংসদ মোট ৩৫০টি আসন নিয়ে গঠিত। 
- 
এর মধ্যে ৩০০টি আসন থেকে সরাসরি ভোটের মাধ্যমে সদস্য নির্বাচিত হয়। 
- 
অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত রয়েছে। 
বিশেষ উল্লেখ:
- 
জাতীয় সংসদের ৩০০নং আসন হলো বান্দরবান। 
- 
জাতীয় সংসদের ১ নং আসন হলো পঞ্চগড়-১। 
- 
বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে। 
- 
জাতীয় সংসদের ২৯৯নং আসন হলো রাঙামাটি। 
- 
জাতীয় সংসদের ২৯৮নং আসন হলো খাগড়াছড়ি। 
- 
জাতীয় সংসদের ২৯৭নং আসন হলো কক্সবাজার। 
সূত্র: জাতীয় তথ্য বাতায়ন
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago