Loaves and fishes suggest -
A
Material gain
B
Limited resources
C
Important person
D
Lazying around
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: Material gain
Loaves and fishes এর অর্থ:
- 
English: material gain 
- 
Bangla: বৈষয়িক লাভ / জাগতিক বিষয় অর্জন 
Example sentence:
- 
Everything he does is for loaves and fishes. 
- 
বাংলা অর্থ: সে যা কিছু করে সবই বৈষয়িক প্রাপ্তির জন্য করে। 
অন্য অপশন বিশ্লেষণ:
- 
Limited resources: সীমিত সম্পদ বা সামগ্রী 
- 
Important person: গুরুত্বপূর্ণ ব্যক্তি 
- 
Lazying around: অলসতা করা, সময় নষ্ট করা 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Which one of the following words can be used as a verb?
Created: 3 weeks ago
A
Interim
B
Mobile
C
Time
D
Scarce
Time শব্দটি একমাত্রিকভাবে এবং ক্রিয়াপদ উভয়ভাবে ব্যবহৃত হতে পারে। এটি ঘটনার সময় বা নির্দিষ্ট সময় নির্ধারণের ধারণা প্রকাশ করে।
- 
Time (Noun) - 
English Meaning: the point or period when something occurs; what is measured in minutes, hours, etc. 
- 
Bangla Meaning: সময়; অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব দিন; কাল। 
- 
উদাহরণ: It's time for reading. 
 
- 
- 
Time (Verb) - 
English Meaning: to arrange or set the time of; to decide that something will happen at a particular time. 
- 
Bangla Meaning: সময় বা মুহূর্ত নির্বাচন করা; সময় নির্ধারণ/ধার্য/ঠিক করা। 
- 
উদাহরণ: We timed our trip to coincide with my cousin's wedding. 
 
- 
অন্য কিছু শব্দের সংক্ষিপ্ত ব্যাখ্যা:
- 
Interim - 
Noun: an intervening time; interval - ইতোমধ্যে; অন্তবর্তীকালে। 
- 
Adjective: done, made, appointed, or occurring for an interim - অস্থায়ী; সাময়িক। 
 
- 
- 
Mobile - 
Adjective: সচল; ভ্রাম্যমাণ; গতিময়। 
- 
Noun: ভাস্কর্য বা অনুরূপ বস্তু, যার অংশসমূহ বাতাসে নড়ে। 
 
- 
- 
Scarce - 
Adjective: not easy to find or get - অপ্রতুল; দুষ্প্রাপ্য; দুর্লভ; দুষ্প্রাপণীয়। 
- 
Adverb: almost not; scarcely, hardly - না-বললেই চলে। 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
FEARLESS : DAUNT::
Created: 1 month ago
A
perplexed : enlighten
B
nondescript : neglect
C
avaricious : motivate
D
impassive : perturb
Analogy: FEARLESS : DAUNT :: impassive : perturb
- 
FEARLESS অর্থ নির্ভীক বা শঙ্কাহীন। 
- 
DAUNT অর্থ নিরুৎসাহিত বা ভীত করা। 
- 
একটি fearless ব্যক্তি কখনো daunt করা যায় না; অর্থাৎ বৈশিষ্ট্যের বিপরীত। 
- 
IMPASSIVE অর্থ নির্বিকার বা নিরাবেগ। 
- 
PERTURB অর্থ উত্তেজিত বা ব্যাকুল করা। 
- 
একটি impassive ব্যক্তি perturb করা যায় না; অর্থাৎ বৈশিষ্ট্যের বিপরীত। 
- 
Other options (for reference): - 
ক) perplexed : enlighten – হতবুদ্ধি : জ্ঞানদান করা; সম্পর্ক নেই। 
- 
খ) nondescript : neglect – সহজে শ্রেণিভুক্ত করা যায় না : অবহেলা; সম্পর্ক নেই। 
- 
গ) avaricious : motivate – লোভী : উদ্বুদ্ধ করা; সম্পর্ক নেই। 
- 
ঘ) impassive : perturb – নির্বিকার : উত্তেজিত করা; বৈশিষ্ট্যের বিপরীত, সঠিক মিল। 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Which of the following is correct?
Created: 2 weeks ago
A
I have felt very bad that day.
B
I feals very bad that day.
C
I feel very bad that day.
D
I felt very bad that day.
সঠিক উত্তর: I felt very bad that day.
এই বাক্যটি Past Indefinite Tense বা Simple Past Tense এর নিয়ম অনুযায়ী গঠিত এবং সঠিকভাবে অতীতের একটি সম্পন্ন ঘটনার প্রকাশ করছে।
Past Indefinite Tense:
যে কাজ অতীতে সংঘটিত হয়েছে এবং যার ফল বর্তমান পর্যন্ত বহাল নেই, সেই কাজ বোঝাতে verb-এর Past form ব্যবহৃত হয়।
নিয়ম:
Subject + Verb (Past form) + Object + Extension
সময় নির্দেশক শব্দ:
যখন বাক্যে yesterday, ago, last night, last week, last month, that day, as soon as ইত্যাদি নির্দিষ্ট অতীত সময় বোঝানো শব্দ থাকে, তখন verb-এর Simple Past form ব্যবহৃত হয়।
সঠিক বাক্য:
I felt very bad that day.
বাংলা অর্থ: আমি সেদিন খুব খারাপ অনুভব করেছিলাম।
উল্লিখিত অন্যান্য অপশনগুলোর বিশ্লেষণ:
ক) I have felt very bad that day.
– ভুল: Present Perfect Tense কখনো নির্দিষ্ট অতীত সময় (যেমন that day, yesterday) এর সাথে ব্যবহার করা যায় না।
খ) I feals very bad that day.
– ভুল: বানান ভুল; “feals” শব্দটি সঠিক নয়, এটি হওয়া উচিত feels। তাছাড়া বাক্যটি Present Tense এ, যা এখানে প্রযোজ্য নয়।
গ) I feel very bad that day.
– ভুল: “that day” অতীত সময় নির্দেশ করছে, তাই Present Tense ব্যবহৃত হওয়া ঠিক নয়।
অতএব, Past Indefinite Tense অনুসারে সঠিক বাক্য হলো:
I felt very bad that day.
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago