The baby sleeps. Here 'sleeps' is
A
Copulative Verb
B
Causative Verb
C
Intransitive Verb
D
Transitive Verb
উত্তরের বিবরণ
The baby sleeps. Here 'sleeps' is - Intransitive verb.
• এখানে sleeps হলো একটি verb।
- এটি কোনো object নিচ্ছে না, কেবল subject (The baby) কাজ করছে।
- যেসব verb object ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, সেগুলোকে বলা হয় Intransitive Verb.
• Intransitive verb:
- যে verb এর কর্ম নেই তাকে বলে Intransitive verb.
- Intransitive verbs cannot have a direct object after them.
- এই verb কে 'কি' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
- Direct object থাকে না বলে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
If she had left earlier, she _____ the train
Created: 1 month ago
A
would catch
B
would caught
C
would have caught
D
have caught
✦ Topic: 3rd Conditional / Perfect Conditional
Rule
- 
If clause: had + past participle (V3) 
- 
Main clause: would/could/might + have + past participle (V3) + extension 
- 
যদি sentence Had + Subject + V3 + ... দিয়ে শুরু হয়, এটি Perfect Conditional / 3rd Conditional। 
Complete Sentence Example
- 
If she had left earlier, she would have caught the train. 
Explanation
- 
এটি অতীতের একটি কাল্পনিক অবস্থা বা অনুত্তীর্ণ ঘটনার কথা প্রকাশ করে। 
- 
অর্থাৎ, সে যদি আগে বের হতো, তাহলে ট্রেন ধরতে পারত। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
He had left the office before the manager _____.
Created: 1 month ago
A
had arrived
B
arrived
C
arrives
D
have arrived
• প্রশ্নটি করা হয়েছে Before যুক্ত বাক্যের গঠন-এর উপর ভিত্তি করে।
Before যুক্ত বাক্যের গঠন:
- 
Past perfect + before + Past indefinite 
- 
'Before' conjunction যুক্ত sentence-এ before এর পূর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite tense হয়। 
Sentence Correction:
- 
He had left the office before the manager arrived. 
- 
বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite tense হওয়াতে সঠিক হয়েছে। 
আরও উদাহরণ:
- 
যদি before দ্বারা যুক্ত প্রথম clauseটি future perfect tense এ হয়, তবে পরের clause-এ present indefinite tense হবে। 
- 
উদাহরণ: We shall have reached the school before the bell rings. 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
The antonym of “Footloose and fancy-free” is:
Created: 1 month ago
A
Uninhibited and spontaneous
B
Lighthearted and jovial
C
Burdened and constrained
D
Carefree and wandering
• The antonym of "Footloose and fancy-free" is - Burdened and constrained.
• Footloose and fancy-free (idiom)
English Meaning: free to do as one pleases without responsibilities or commitments.
Bangla Meaning: বাঁধনহীন; দায়িত্বহীন স্বাধীনতা।
Example Sentence:
- Now that the exams are over, he feels footloose and fancy-free.
অপশন আলোচনা:
- Uninhibited and spontaneous - অবাধ ও স্বতঃস্ফূর্ত।
- Lighthearted and jovial - প্রফুল্ল ও আনন্দিত।
- Burdened and constrained - ভারাক্রান্ত ও সীমাবদ্ধ।
- Carefree and wandering - নিশ্চিন্ত ও ঘুরে বেড়ানো।
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago