Which of the following is written during the Restoration period?
A
The Professor
B
Prometheus Unbound
C
All for love
D
Mrs. Warren's Profession
উত্তরের বিবরণ
**Correct Answer:** **গ) All for Love**
**All for Love:**
* এটি একটি **Heroic Tragedy**।
* লেখা হয়েছে **John Dryden** দ্বারা এবং **Restoration period** এর বিখ্যাত ট্র্যাজেডি।
* প্রকাশিত হয়েছে **১৬৭৭ সালে**।
* মূলত এটি **William Shakespeare-এর "Antony and Cleopatra"** নাটকের রূপান্তর, তবে Dryden এটিকে নিজের **neo-classical** শৈলীতে লিখেছেন।
* লেখা হয়েছে **flowing but controlled blank verse** এ।
**John Dryden:**
* একজন **English poet, dramatist, এবং literary critic**।
* তাকে বলা হয় **Father of Modern English Criticism**।
* ১৬৬৮ থেকে ১৬৮৯ পর্যন্ত তিনি **Poet Laureate** ছিলেন।
**Notable Works:**
* All for Love (tragedy)
* The Indian Emperour (play)
* The Indian Queen (play)
* The Medall (satire)
* Absalom and Achitophel (poetry)
* Essay of Dramatic Poesy
* Mac Flecknoe (poem)
**Note:**
* 'Love for Love' লেখা হয়েছে **William Congreve** দ্বারা।
* 'All for Love' লেখা হয়েছে **John Dryden** দ্বারা।
**Other Options:**
* ক) The Professor – Charlotte Bronte, Victorian period
* খ) Prometheus Unbound – Percy Bysshe Shelley, Romantic period
* ঘ) Mrs. Warren's Profession – George Bernard Shaw, Modern period
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Who authored the novel 'Kim'?
Created: 1 month ago
A
Joseph Conrad
B
Rudyard Kipling
C
Millington Synge
D
Henry James
Kim
- 
লেখক: Rudyard Kipling 
- 
প্রকাশ: 1901 
- 
বিষয়: ভারতীয় সংস্কৃতির নস্টালজিক ও রঙিন চিত্র, বিশেষ করে রাস্তাঘাটের জীবনের বৈচিত্র্য 
Rudyard Kipling
- 
Indian-born British journalist 
- 
শিশু-কিশোর বিষয়ক রচনার জন্য বিখ্যাত 
Famous Novels:
- 
Kim 
- 
The Jungle Book 
- 
Puck of Pook's Hill 
- 
Captain Courageous 
- 
Limits & Renewals 
- 
Just So Stories 
- 
Soldiers Three 
- 
The Light that Failed 
- 
Plain Tales from the Hills 
- 
Seven Seas 
- 
The White Man's Burden 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Who is the protagonist in "The Old Man and the Sea"?
Created: 2 months ago
A
Marlin
B
Santiago
C
Manolin
D
Albatross
✦ The Old Man and the Sea (উপন্যাস)
লেখক: Ernest Hemingway
প্রকাশকাল: ১৯৫২
ধরণ: Short heroic novel
বিশেষত্ব: Hemingway-এর শেষ major work of fiction
কাহিনি:
কেন্দ্রীয় চরিত্র: Santiago (বয়স্ক জেলে)
Santiago একটি giant Marlin মাছ ধরার জন্য একটি epic battle-এ নিযুক্ত হন।
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র
The Marlin
Manolin
Joe DiMaggio
Perico
Martin
✦ Ernest Hemingway (১৮৯৯–১৯৬১)
পূর্ণ নাম: Ernest Miller Hemingway
পরিচয়: American novelist এবং short-story writer
বৈশিষ্ট্য:
Writing style-এ intense masculinity এবং adventurous life প্রকাশিত
সংক্ষিপ্ত, সুস্পষ্ট গদ্যশৈলী ২০ শতকে American এবং British সাহিত্যে শক্তিশালী প্রভাব ফেলেছে
পুরস্কার: ১৯৫৪ সালে The Old Man and The Sea-এর জন্য Nobel Prize in Literature লাভ
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
The central character of Wuthering Heights is -
Created: 1 month ago
A
Cathy Linton
B
Edgar Linton
C
Lockwood
D
Heathcliff
Wuthering Heights হলো এমিলি ব্রন্টের রচিত একটি উপন্যাস, যা ১৮৪৭ সালে Ellis Bell ছদ্মনামে প্রকাশিত হয়। এটি অন্যান্য সমকালীন উপন্যাস থেকে আলাদা, এর নাটকীয় ও কবিতাসুলভ উপস্থাপনা, লেখকের হস্তক্ষেপের অনুপস্থিতি এবং অসাধারণ কাঠামোর কারণে বিশেষভাবে স্বীকৃত। Wuthering Heights গথিক নভেলের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলো Heathcliff, একজন এতিম বালক। সে অন্যদের আশ্রয়ে থাকে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw-এর সঙ্গে গভীর মানসিক মিলন ঘটে, দুইজন একে অপরকে ভালোবেসে ফেলে। কিন্তু Catherine অন্যত্র বিয়ে করলে Heathcliff অনিশ্চিত হয়ে যায়। ফিরে আসার পর সে অঢেল অর্থের মালিক হয়ে ওঠে। কাহিনীর এ পর্যায়ে সে প্রাক্তন প্রেমিকা Catherine-এর পরিবারের সাথে সম্পর্কিত হয়ে সম্পত্তির লোভে বিয়ে করার চেষ্টা করে। পরবর্তীতে বিয়েটি ভেঙে যায়, Catherine মারা যায় এবং তার ভাই Hindleyও মৃত্যুবরণ করে। তবে তাদের সন্তানরা বড় হতে থাকে এবং Heathcliff-এর সন্তানও তাদের সঙ্গে যোগ দেয়। এইভাবে কাহিনী এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের মধ্যে এগিয়ে চলে।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ
- 
Catherine Earnshaw 
- 
Cathy Linton 
- 
Edgar Linton 
- 
Heathcliff (কেন্দ্রীয় চরিত্র) 
- 
Lockwood 
Emily Bronte হলেন Charlotte Bronte-এর ছোট বোন। মূলত Wuthering Heights উপন্যাসের জন্য তিনি পরিচিত। মাত্র ত্রিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
তার উল্লেখযোগ্য রচনা
- 
Poems by Currer, Ellis and Acton Bell 
- 
Wuthering Heights 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago