Her hope that she will win the scholarship finally came true. The underlined part is -
A
Noun clause
B
Adjective clause
C
Adverb clause
D
Co-ordinate clause
উত্তরের বিবরণ
Her hope that she will win the scholarship finally came true. The underlined part is - Noun Clause.
- এই বাক্যে, 'that she will win the scholarship' অংশটি hope এর ব্যাখ্যা দিচ্ছে, তাই এটি এখানে  Appositive এবং এ হিসেবে এটি একটি noun clause.
Noun Clause:
- যেসব subordinate clause noun এর মত কাজ করে থাকে - অর্থাৎ - বাক্যে subject/ object/ complement/ appositive হিসেবে কাজ করে থাকে তাদেরকে Noun clause বলে।
• যে Noun Clause পূর্ববর্তী Noun সম্পর্কে অতিরিক্ত তথ্য বা ব্যাখ্যা প্রদান করে, তাকে Appositive বা Case in Apposition বলে। 
- এই বাক্যে, 'that she will win the scholarship' অংশটি hope এর ব্যাখ্যা দিচ্ছে, তাই এটি এখানে  Appositive এবং এ হিসেবে এটি একটি noun clause.
• একটি বাক্যের চারটি স্থানে Noun clause বসতে পারে -
1. subject হিসাবে;
2. transitive verb এর object হিসেবে;
3. Linking verb এরপরে complement হিসাবে;
4. Preposition এর পরে। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Fill in the gap with the right option: 'I can't carry ___________ longer; I need help.'
Created: 1 month ago
A
out along any
B
over alone any
C
on alone any
D
out alone.
The correct answer is গ) on alone any, completing the sentence as: I can't carry on alone any longer; I need help.
- 
Carry on: একটি phrasal verb যার অর্থ continue doing, pursuing, or operating। এখানে বাক্যে এটি "চালিয়ে যাওয়া" অর্থে ব্যবহৃত হয়েছে। 
Other options এবং তাদের সমস্যা:
- 
ক) out along any – "carry out along" কোনো সঠিক phrasal verb নয়, তাই অর্থবোধক নয়। 
- 
খ) over alone any – "carry over" মানে ভিন্ন (স্থানান্তর করা বা স্থানান্তরিত হওয়া) এবং এই context-এ মানায় না। 
- 
ঘ) out alone – "carry out" মানে "সম্পাদন করা", এবং "any longer" অংশটি বাদ পড়ছে, ফলে বাক্য অসম্পূর্ণ থাকে। 
Carry on একটি সাধারণ phrasal verb যা continue বা চালিয়ে যাওয়া বোঝায় এবং দৈনন্দিন কথোপকথনে বহুল ব্যবহৃত।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
_______ summer, the park is busiest ________ Monday afternoons.
Created: 2 months ago
A
On/in
B
At/on
C
In/in
D
In/on
সঠিক উত্তর হল - In/on.
Complete sentence: In summer, the park is busiest on Monday afternoons.
• ঋতুর নাম (seasons) এর আগে সবসময় "in" ব্যবহার হয়।
Example: in summer, in winter, in spring, in autumn.
• সপ্তাহের দিনের নাম এর আগে "on" ব্যবহার হয়।
Example: on Sunday, on Monday, on Friday mornings.
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
Identify the determiner in the sentence: 'Bring me that book'
Created: 1 month ago
A
bring
B
me
C
that
D
book
Determiner-এর মূল কাজ হলো Noun অথবা Pronoun-কে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে নির্দেশ করা। এটি কোনো Noun-কে আংশিক কিংবা পূর্ণভাবে modify করতে পারে, তবে সেটিই এর প্রধান কাজ নয়। উদাহরণস্বরূপ, প্রদত্ত প্রশ্নে That একটি demonstrative determiner, কারণ এটি সরাসরি book নামক Noun-কে নির্দেশ করছে। তাই সঠিক উত্তর হলো That।
Determiner-এর সাধারণ ধরনগুলো হলো:
- 
Articles: a, an, the 
- 
Demonstratives: this, that, these, those 
- 
Possessives: my, your, his, her ইত্যাদি 
- 
Quantifiers: some, many, few, one, two, no ইত্যাদি 
- 
Interrogatives: which, what, whose ইত্যাদি 
- 
Numbers: two, second, last ইত্যাদি 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago