Choose the right form of the verb:
I cannot help _____ at his jokes.
A
to laugh
B
laughing
C
laugh
D
laughed
উত্তরের বিবরণ
• Complete sentence: I cannot help laughing at his jokes.
- Bangla meaning: আমি তার কৌতুকে না হেসে পারলাম না।
• Cannot help/ Cannot but
- কেউ কোনো কিছু না করে পারে না অর্থে Cannot help/ Cannot but ব্যবহৃত হয়।
- Cannot help -এরপর gerund (verb+ing) বসে।
- Cannot but -এরপর verb -এর base form বসে।
• যেহেতু প্রদত্ত প্রশ্নে Cannot help রয়েছে, তাই শূন্যস্থানে laughing বসবে।
• More examples:
- I cannot help going there.
- She cannot but go there.
অপশন বিশ্লেষণ
ক) to laugh → ভুল। ‘cannot help’ এর সাথে infinitive ব্যবহার হয় না।
গ) laugh → ভুল। Base form চলে না।
ঘ) laughed → ভুল। Past tense এখানে ব্যবহার হয় না।

0
Updated: 11 hours ago
We should help one another in times of need. here, 'one another' is -
Created: 2 weeks ago
A
Demonstrative Pronoun
B
Distributive Pronoun
C
Reflexive Pronoun
D
Reciprocal pronoun
Sentence:
We should help one another in times of need.
Analysis:
-
এখানে 'one another' হলো Reciprocal pronoun।
Reciprocal Pronoun:
-
এই pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
-
পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে each other এবং one another ব্যবহার করা হয়।
-
তাই one another এবং each other দুটোই Reciprocal pronoun।
Usage:
-
Each other: দু'জনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
-
Example: Habiba and Tonny hugged each other.
-
-
One another: দু'জনের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
-
Example: The team members supported one another.
-
Pronoun-এর ৮ প্রকার:
-
Personal Pronoun: I, we, me, it
-
Demonstrative Pronoun: this, that
-
Interrogative Pronoun: what, who
-
Relative Pronoun: what, who, that
-
Indefinite Pronoun: one, some, any, all, many
-
Distributive Pronoun: each, every
-
Reflexive Pronoun: myself, themselves
-
Reciprocal Pronoun: each other, one another

0
Updated: 2 weeks ago
There is _____ sugar in the kitchen.
Created: 1 week ago
A
many
B
a little
C
a many
D
a few
Topic: Use of Little / A little / The little
Example (Fill in the blanks)
-
There is a little sugar in the kitchen. ✅
Rule
-
Uncountable noun এর সাথে ব্যবহৃত হয়: little, a little, much, less...than ইত্যাদি।
-
যেমন: sugar একটি uncountable noun, তাই এখানে a little বসবে।
Difference
-
Little → নেই বললেই চলে (Negative sense)
-
Example: There is little water in the glass. (পানি নেই বললেই চলে)
-
-
A little → আছে, তবে খুব অল্প (Positive sense)
-
Example: There is a little sugar in the kitchen. (চিনি আছে কিন্তু অল্প)
-
-
The little → যতটুকু আছে, সবটুকুই
-
Example: The little knowledge he has is adequate to pass the test.
-
Extra Note
-
Few / A few / The few সবসময় Plural Countable Noun এর সাথে বসে।

0
Updated: 1 week ago
Let ______ solve the problem together.
Created: 2 weeks ago
A
you, him, and me
B
him, you, and me
C
me, you, and him
D
him, me, and you
Correct sentence:
Let you, him, and me solve the problem together.
বাংলা: চল সবাই মিলে সমস্যাটার সমাধান করি।
মূল নিয়ম:
-
Let এর পর সবসময় objective pronoun ব্যবহার করতে হবে।
-
Objective pronouns: me, him, her, us, you
-
Subjective pronouns ব্যবহার করা যায় না (I, he, she, we ❌)
-
-
বাক্যে একাধিক pronoun থাকলে বসানোর ক্রম:
-
সাধারণত 231 নিয়মে:
-
প্রথমে second person (you)
-
তারপর third person (him/her/them)
-
শেষে first person (me/I)
-
-
বিকল্প নিয়ম: 23, 21, 31
-
Examples:
-
Let you, him, and me join the team. ✅
-
Let him and me handle the task. ✅
-
Subjective form হবে: he and I, কিন্তু Let-এর পরে ব্যবহার করা যাবে না। ❌
এই নিয়ম মনে রাখলে Let-এর পর pronoun-ব্যবহার সবসময় সঠিক হবে।

0
Updated: 2 weeks ago