Choose the best alternative for the underlined part.
The teacher called upon the student to answer the question.
A
Asked
B
Punished
C
Encouraged
D
gr
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ক) Asked
Call on/upon sb
- 
ইংরেজিতে অর্থ: To ask formally for someone to do something. 
- 
বাংলায় অর্থ: কাউকে কোনো কাজ করার জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান করা বা অনুরোধ করা। 
Example:
- 
If you're ever called upon at work to give a talk, the very prospect of 'getting up there in front of all those people' can be intimidating. 
- 
I should now like to call upon the finance director to take you through the results. 
অপশন বিশ্লেষণ:
- 
খ) Punished: শাস্তি দেওয়া। 
- 
গ) Encouraged: উৎসাহিত করা। 
- 
ঘ) Excused: মাফ দেওয়া। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
A 'pilgrim' is a person who undertakes a journey to a -
Created: 2 months ago
A
Mosque
B
A new country
C
Holy place
D
Bazar
Pilgrim (Noun)
অর্থ: এমন একজন মানুষ যে ধর্মীয় কারণে কোনো পবিত্র স্থানে ভ্রমণ করে।
বাংলায়: তীর্থযাত্রী।
প্রতিশব্দ:
ভক্ত, বিশ্বাসী, যাত্রী, পথচারী।
উদাহরণ:
হাজার হাজার মুসলিম তীর্থযাত্রী মক্কায় গিয়েছিল।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
He always tries to _____ my ideas instead of supporting them.
Created: 1 month ago
A
put his hand to plough.
B
play second fiddle
C
pick holes in
D
catch a tartar
এই বাক্যটি বোঝাতে চাচ্ছে যে কেউ সবসময় অন্যের আইডিয়ার খুঁত খোঁজে সমর্থন করার বদলে। এখানে সঠিক ইংরেজি idiom হলো “pick holes in”, যা অকারণে ভুল বা সমালোচনা করার অর্থ প্রকাশ করে। বাক্যের প্রসঙ্গে, এই phrase ছাড়া অন্য কোনো option যথাযথ অর্থ বহন করে না।
- 
বাক্য: He always tries to pick holes in my ideas instead of supporting them. 
- 
অর্থ: সে সবসময় আমার ভাবনাগুলোর সমর্থন না করে খুঁত ধরে। 
- 
“pick holes in” idiom-এর মানে হলো অকারণে সমালোচনা বা ভুল খোঁজা। 
- 
বাক্যের সঠিক অর্থ অনুযায়ী, এটি একমাত্র উপযুক্ত phrase। 
Other options:
- 
ক) put his hand to plough: কঠোর পরিশ্রম বা নতুন কাজ শুরু করার অর্থ; এখানে প্রাসঙ্গিক নয়। 
- 
খ) play second fiddle: দ্বিতীয় বা গৌণ ভূমিকা বোঝায়; সমালোচনা বা দোষ খোঁজার সঙ্গে সম্পর্ক নেই। 
- 
ঘ) catch a tartar: কাউকে দুর্বল ধরে বিপরীতে শক্তিশালী কারও মুখোমুখি হওয়া; এখানে অপ্রাসঙ্গিক। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
In the word 'Booklet', the suffix 'let' means -
Created: 1 month ago
A
Half
B
Small
C
Introduction
D
Important
In the word 'Booklet', the suffix 'let' means: Small
- 
Booklet (noun) - 
English meaning: a small, thin book with paper covers, typically giving information on a particular subject 
- 
Bangla meaning: ক্ষুদ্রপুস্তক; পুস্তিকা 
 
- 
- 
Explanation: The suffix -let is used to indicate something small or diminutive. 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago