Choose the incorrect option.
A
Affidavit
B
Decieve
C
Believe
D
Nuisance
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: b) Deceive
Deceive
-
সঠিক বানান: Deceive
-
ইংরেজিতে অর্থ: To persuade someone that something false is the truth, or to keep the truth hidden from someone for your own advantage.
-
বাংলায় অর্থ: যা নয়, তাই বলে বিশ্বাস জন্মানো; প্রতারিত করা; ধোঁকা দেওয়া; ঠকানো; বিভ্রান্ত করা।
Other options:
-
Affidavit: (আইন সংক্রান্ত) শপথপূর্বক লিখিত বিবৃতি; হলফনামা; শপথপত্র।
-
Believe: বিশ্বাস করা; আস্থা রাখা।
-
Nuisance: উৎপাত; বিড়ম্বনা।

0
Updated: 11 hours ago
The day of my sister's marriage is drawing near. The underlined word is
Created: 1 week ago
A
Adjective
B
Verb
C
Preposition
D
Adverb
✦ Topic: Adverb
Definition
-
যে word কোনো verb (কীভাবে, কোথায়, কখন, কতটুকু ইত্যাদি), কোনো adjective অথবা অন্য adverb-এর দোষ-গুণ নির্দেশ করে, তাকে adverb বলে।
Example
-
She runs quickly. → (সে দ্রুত দৌড়ায় – কীভাবে দৌড়ায়? এর উত্তর দেয়।)
✦ Word: Near (Adverb)
Meaning
-
English: at a short distance away
-
Bangla: নিকটবর্তী; কাছে
Example
-
The day of my brother's marriage is drawing near.
-
এখানে near একটি adverb, কারণ এটি drawing verb-কে modify করছে।
-

0
Updated: 1 week ago
'A Christmas Carol' is a _________ by Charles Dickens.
Created: 1 week ago
A
ballad
B
sketch story
C
historical novel
D
short novel
A Christmas Carol (Charles Dickens)
-
A Christmas Carol হলো চার্লস ডিকেন্সের লেখা একটি Novella (Short Novel)।
-
এটি প্রথম প্রকাশিত হয় 1843 সালে।
-
Novella বলতে বোঝায় ছোট উপন্যাস, যা Short Story-এর চেয়ে বড় এবং Full Novel-এর চেয়ে ছোট।
মূল চরিত্র
-
এই কাহিনীর নায়ক Ebenezer Scrooge, যিনি অত্যন্ত কৃপণ ও কঠোর স্বভাবের মানুষ।
-
তাঁকে তিনটি ভিন্ন ভিন্ন আত্মা (Ghost of Christmas Past, Present, Yet to Come) স্বপ্নে এসে শিক্ষা দেয় যে—
জীবনে সুখ আসে শুধু অর্থ-সম্পদে নয়, বরং উদারতা, দয়া ও মানবিকতায়।
প্রধান চরিত্রসমূহ
-
Ebenezer Scrooge
-
Jacob Marley
-
Bob Cratchit
-
Tiny Tim
-
Ghost of Christmas Past
-
Ghost of Christmas Present
-
Ghost of Christmas Yet to Come
-
Fred
-
Fezziwig
-
Mrs. Emily Cratchit
-
Martha Cratchit, ইত্যাদি।
লেখক পরিচিতি
-
Charles Dickens ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে পরিচিত।
-
তিনি “Boz” ছদ্মনামে লিখতেন।
তাঁর বিখ্যাত উপন্যাসসমূহ
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
উৎস: Britannica ও Live MCQ Lecture

0
Updated: 1 week ago
Choose the appropriate prepositions in the blank of the following sentence: The family doesn't feel ______ going outing this season.
Created: 2 weeks ago
A
in
B
on
C
like
D
of
শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: Like
Complete Sentence উদাহরণ:
-
The family doesn't feel like going outing this season.
ব্যাখ্যা:
-
কিছু করতে ইচ্ছা করা বা আগ্রহ প্রকাশের জন্য
feel like
ব্যবহার করা হয়।
উদাহরণ:-
I don’t feel like going out of the room now.
-
He didn’t feel like going to work today.
-
I just don't feel like doing anything tonight.
-
-
like
আবার ‘মতো’ বা ‘অনুরূপ’ অর্থেও ব্যবহৃত হয়।
উদাহরণ:-
He looks like his father. (সে দেখতে তার বাবার মতো)
-
উৎস: Longman Dictionary of Contemporary English

0
Updated: 2 weeks ago