The famous dramatic monologue, My Last Duchess, was written by -
A
Alfred Tennyson
B
W.B. Yeats
C
John Donne
D
Robert Browning
উত্তরের বিবরণ
“My Last Duchess” হলো একটি বিখ্যাত dramatic monologue, যা লিখেছেন Robert Browning।
My Last Duchess
-
এটি একটি নাটকীয় মনোলগ, মোট ৫৬ লাইনে রচিত।
-
কবিতার বক্তা হলো ফেরারার ডিউক, যিনি তার প্রয়াত স্ত্রীর চিত্র নিয়ে মন্তব্য করছেন।
-
ডিউক স্ত্রীর নিষ্পাপতা ও চরিত্রের প্রশংসা করেন, কিন্তু তার অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং অন্যদের প্রতি সমান মনোযোগ না দেওয়ার জন্য স্ত্রীর প্রতি বিরক্তি প্রকাশ করেন।
-
কবিতার শেষের দিকে স্পষ্ট হয় যে, ডিউক নিজেই স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী।
Robert Browning
-
ভিক্টোরিয়ান যুগের প্রধান ইংরেজি কবি।
-
নাটকীয় একক বক্তৃতা (dramatic monologue) এবং মানসিক চিত্রকল্পের জন্য পরিচিত।
-
সবচেয়ে বিখ্যাত কাজ: The Ring and the Book, যা একটি রোমান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার গল্প।
Notable Works
Poems:
-
My Last Duchess
-
Fra Lippo Lippi
-
Rabbi Ben Ezra
-
Men and Women
-
Christmas Eve and Easter-Day
-
Bishop Blougram’s Apology (long poem)
Drama:
-
Pippa Passes
“My Last Duchess” রচনা Browning এর নাটকীয় মনোলগের দক্ষতা এবং মানব চরিত্র বিশ্লেষণের গভীরতা প্রদর্শন করে।

0
Updated: 11 hours ago
The correct synonym of “Vagabond” is -
Created: 1 week ago
A
Rigorous
B
Lavish
C
Nomad
D
Insider
সঠিক সমার্থক শব্দ: Nomad
-
Nomad (noun) – যাযাবর
Vagabond (noun)
-
English Meaning: A person who wanders from place to place without a fixed home; one leading a vagabond life.
-
Bangla Meaning: ভবঘুরে, কুড়ে বা নিষ্কর্মা লোক
Synonyms (সমার্থক শব্দ)
-
Outcast – সমাজচ্যুত
-
Outsider – বহিরাগত, আগন্তক
-
Exile – নির্বাসিত
-
Nomad – যাযাবর
Antonyms (বিপরীত অর্থ)
-
Friend – বন্ধু
-
Insider – ঘরের লোক
-
Included – অন্তর্ভুক্ত
-
Loved – প্রিয়
-
Favorite – প্রিয়
Example (উদাহরণ)
-
English: She abandoned city life to live as a vagabond, sleeping in barns and trading songs for meals.
-
Bangla: শহরের জীবন ছেড়ে সে ভবঘুরে হয়ে গেল, গোয়ালঘরে ঘুমাত আর গান গেয়ে খাবার জোগাড় করত।
Other Options (অন্যান্য বিকল্প)
-
Lavish – বিলাসী
-
Rigorous – কঠোর; প্রচণ্ড
উৎস: Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 week ago
“He prayeth best who loveth best, all things both great and small” was quoted by-
Created: 3 weeks ago
A
William Wordsworth
B
P. B. Shelley
C
Lord Alfred Tennyson
D
Samuel Taylor Coleridge
English
English Grammar
English Literature
Samuel Taylor Coleridge (1772-1834)
No subjects available.
Famous Quotations
From Samuel Taylor Coleridge’s poems:
-
“Alone, alone, all, all alone,
Alone on a wide sea.” -
“Water, water everywhere,
Not any drop to drink.” -
“He prayeth best, who loveth best
all things both great and small.”
Samuel Taylor Coleridge (1772–1834)
-
Coleridge ছিলেন একজন ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক।
-
তিনি তার কবিতায় একটি সুরুচিপূর্ণ লিরিকাল স্টাইল প্রতিষ্ঠা করেছেন, যা পরবর্তী অনেক কবির ওপর প্রভাব ফেলেছে।
-
Lyrical Ballads (১৭৯৮) – উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে প্রকাশিত; এতে অন্তর্ভুক্ত বিখ্যাত কবিতা The Rime of the Ancient Mariner এবং Frost at Midnight, যা ইংরেজি রোমান্টিসিজমের সূচনা করেছে।
-
Biographia Literaria (১৮১৭, ২ খণ্ড) – রোমান্টিক যুগের সাধারণ সাহিত্য সমালোচনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
Notable Works
-
Biographia Literaria
-
Christabel
-
Kubla Khan
-
Dejection: An Ode
-
The Rime of the Ancient Mariner
-
Frost at Midnight
-
On the Constitution of the Church and State
Sources:
-
Britannica
-
Goodreads

0
Updated: 3 weeks ago
Which Bennet sister is the most serious and bookish?
Created: 1 week ago
A
Lydia
B
Kitty
C
Mary
D
Jane
Mary Bennet পরিবারে সবচেয়ে পড়াশোনায় আগ্রহী ও নীতিকথা বলতে ভালোবাসে। কিন্তু Austen তাকে প্রায়ই হাস্যকরভাবে উপস্থাপন করেন। সে গান গাওয়ার চেষ্টা করে, কিন্তু তেমন দক্ষ নয়। Mary-র চরিত্র দেখায়—বুদ্ধি বা বই পড়া থাকলেই চরিত্র গভীর হয় না, তার সঙ্গে সামাজিক দক্ষতা ও সংবেদনশীলতাও জরুরি।

0
Updated: 1 week ago