"Black Death" is the name of a -
A
Plague pandemic
B
Black fever
C
The death of black people
D
Fever
উত্তরের বিবরণ
Answer - Plague pandemic.
• Black Death:
- Meaning: A disease that killed a huge number of people in Europe and Asia in the 14th century, usually thought to be a form of bubonic plague, a very infectious disease caused by bacteria spread mainly by fleas (small insects that bite) on rats or other animals, that causes swelling, fever, and usually death in humans.
• অর্থাৎ, ব্ল্যাক ডেথ ছিল মধ্যযুগীয় ইউরোপে ছড়িয়ে পড়া একটি ভয়াবহ মহামারি। এটি মূলত ১৩৪৬ সালে পশ্চিম ইউরোপে শুরু হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। ইংল্যান্ডে এটি ১৩৪৮ সালে আঘাত হানে।
- ১৩৫০ সালের শুরুর দিকে, ইউরোপের বেশিরভাগ অঞ্চলই এই মারাত্মক মহামারির কবলে পড়ে। ধারণা করা হয়, ইউরোপের মোট ৩০% থেকে ৬০% জনসংখ্যা এতে মারা গিয়েছিল।
- ইতিহাসের অন্যতম ভয়াবহ মহামারি হিসেবে বিবেচিত ব্ল্যাক ডেথ জনসংখ্যার বিশাল ক্ষতি করেছিল, যা মধ্যযুগীয় সমাজ ও অর্থনীতির ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল।
• সুতরাং, দেখা যাচ্ছে ''Black Death'' মূলত প্লেগ মহামারির সাথে সম্পৃক্ত।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Who reveals Wickham’s true character to Elizabeth?
Created: 1 month ago
A
Lady Catherine
B
Mr. Bennet
C
Mr. Darcy (through a letter)
D
Colonel Fitzwilliam
Wickham শুরুতে Elizabeth-কে Darcy সম্পর্কে ভুল তথ্য দেয়। Elizabeth বিশ্বাস করে Darcy নিষ্ঠুর। কিন্তু Darcy তার প্রথম প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর Elizabeth-কে একটি চিঠি লেখে। সেই চিঠিতে Wickham-এর সত্য প্রকাশ করে—Wickham Darcy-এর বোন Georgiana-কে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল।
এই চিঠিই Elizabeth-এর জীবনের টার্নিং পয়েন্ট। সে বুঝতে পারে Darcy আসলে এতটা খারাপ নয় এবং তার নিজের বিচার-ক্ষমতাও প্রশ্নবিদ্ধ। এভাবেই prejudice ভাঙতে শুরু হয়।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
The Excursion is written by -
Created: 2 months ago
A
Shelley
B
Keats
C
Wordsworth
D
Blake
• The Excursion
- William Wordsworth এর একটি দীর্ঘ বর্ণনামূলক কবিতা, যা প্রথম প্রকাশিত হয় 1814 সালে।
- কবিতাটির প্রতিটি চরিত্র জীবনের বিভিন্ন দর্শন, সমাজ এবং আধ্যাত্মিকতার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে।
- কবিতার পটভূমি ইংল্যান্ডের Lake District, যা চরিত্রগুলোর ভাবনার প্রেক্ষাপট এবং প্রেরণার উৎস হিসেবে কাজ করে।
- পুরো কবিতায় মানুষের জীবন, প্রকৃতির চিকিৎসাশক্তি, এবং কল্পনা ও স্মৃতির ভূমিকা নিয়ে গভীর দার্শনিক আলোচনা রয়েছে।
• William Wordsworth: 
- William Wordsworth রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি। 
- তিনি ‘Poet of Nature’ নামে পরিচিত। 
- তার বিখ্যাত কবিতা The Solitary Reaper (একাকী শস্য আহরণকারী)। 
• তার অন্যান্য কবিতাগুলো হচ্ছে:
- Daffodils,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- Lucy etc.
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
The Prelude is written by -
Created: 1 month ago
A
William Wordsworth
B
P.B. Shelley
C
John Keats
D
Lord Byron
The Prelude রচিত হয়েছে William Wordsworth দ্বারা।
The Prelude:
- 
পূর্ণ শিরোনাম: The Prelude, or Growth of a Poet’s Mind। এটি autobiographical poem হিসেবে পরিচিত। 
- 
কবি ১৭৯৮ সালে লেখা শুরু করেন এবং ১৮৫০ সালে প্রকাশিত হয়। 
- 
কবির শৈশবের অভিজ্ঞতা এবং কবিসত্তার বিকাশের ইতিহাস নিয়ে দীর্ঘ কবিতাটি রচিত। 
- 
কবিতাটি অমিত্রাক্ষর ছন্দে (blank verse) লেখা হয়েছে এবং ১৪টি অংশ বা books-এ বিন্যস্ত। 
William Wordsworth:
- 
জন্ম: April 7, 1770, Cockermouth, Cumberland, England 
- 
পরিচিতি: ‘Poet of Nature’ 
- 
তাকে Lake Poet বলা হয়, কারণ তিনি Northern England-এর Lake District-এ জন্মগ্রহণ করেন। 
বিখ্যাত কবিতাসমূহ:
- 
The Solitary Reaper 
- 
Tintern Abbey 
- 
Rainbow 
- 
Lucy Poems 
- 
The Daffodils 
- 
Ode on Immortality 
- 
The Excursion 
- 
Michael 
নাটক:
- 
The Borderers (William Wordsworth-এর একমাত্র নাটক) 
উল্লেখযোগ্য বিভ্রান্তি:
- 
ইংরেজি সাহিত্যে Prelude শিরোনামসহ বিভিন্ন সাহিত্যকর্ম রয়েছে: - 
Preludes - কবিতা, T. S. Eliot 
- 
Prelude - ছোটগল্প, Katherine Mansfield 
- 
A Prelude - উপন্যাস, D. H. Lawrence 
 
- 
Source:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago