Who authored the play The Spanish Tragedy?
A
Ben Jonson
B
George Eliot
C
Thomas Kyd
D
Matthew Arnold
উত্তরের বিবরণ
The Spanish Tragedy হলো একটি বিখ্যাত Elizabethan revenge tragedy নাটক, যা রচনা করেছেন Thomas Kyd। Revenge tragedy এমন একটি নাট্যধারা যা প্রতিশোধের অনুসন্ধানকে কেন্দ্র করে রচিত হয় এবং এতে রক্তপাত ও শারীরিক ক্ষতি প্রকাশ পায়। সাধারণত এই ধরনের নাটক Senecan tragedy অনুসরণ করে লেখা হয়। Thomas Kyd এর ‘The Spanish Tragedy’ নাটকের মাধ্যমে Elizabethan Period এ revenge tragedy জনপ্রিয়তা লাভ করে।
The Spanish Tragedy সম্পর্কিত তথ্য:
- 
রচয়িতা: Thomas Kyd 
- 
নাটকের ধরন: প্রথম Revenge Tragedy 
- 
বৈশিষ্ট্য: প্রতিশোধের খোঁজ, রক্তপাত ও মারাত্মক ঘটনা 
- 
যুগ: Elizabethan Period 
Thomas Kyd:
- 
ইংরেজ নাট্যকার 
- 
Elizabethan Period এর একজন উল্লেখযোগ্য লেখক 
- 
University Wit এর একজন সদস্য 
তাঁর উল্লেখযোগ্য রচনাসমূহ:
- 
The Spanish Tragedy 
- 
Cornelia 
অন্য প্রাসঙ্গিক নাটক ও কবিতা:
- 
The Maid's Tragedy – Beaumont 
- 
The Atheist's Tragedy ও The Revenger's Tragedy – Cyril Tourneur 
- 
The Spanish Gypsy (dramatic poem) – George Eliot 
- 
The Scholar Gipsy (poem) – Matthew Arnold 
এই তথ্যের মাধ্যমে Elizabethan Period এ revenge tragedy এবং Thomas Kyd এর অবদান পরিষ্কারভাবে বোঝা যায়।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
ich of the following meters contains five feet in a line?
Created: 2 months ago
A
Trimeter
B
Tetrameter
C
Pentameter
D
Hexameter
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
The captain left the boat, because it-
Created: 3 months ago
A
turned down
B
turned up
C
turned bottom
D
turned over
• অপশন গুলোর অর্থ,
• turned down:
- to refuse an offer or request.
- 
• turned up:
- to arrive or appear somewhere, usually unexpectedly or in a way that was not planned.
-  উপস্থিত হওয়া; আসা
• turned bottom:
- কোনো অর্থবোধক phrase নয়।
- turned over:
- If an engine turns over, its parts move in order to make the engine start running.
- উলটানো; উলটে যাওয়া; অবস্থান পরিবর্তন করা; আছাড় খাওয়া; পাশ ফেরা।
• phrase গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - turned over.
- Complete sentence: The Captain left the boat, because it turned over.
Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 months ago
What is a synonym of the word 'Intrigue'?
Created: 1 month ago
A
Praise
B
Truthfulness
C
Chicanery
D
১৬/৩১
Chicanery হলো Intrigue-এর সমার্থক শব্দ, যা গোপন চক্রান্ত বা প্রতারণার সাথে সম্পর্কিত। নিচে প্রতিটি শব্দের অর্থ এবং প্রাসঙ্গিক তথ্য লিস্ট আকারে দেওয়া হলো।
- 
Intrigue - 
Bangla Meaning: চক্রান্ত/ষড়যন্ত্র করা, ষড়যন্ত্র; চক্রান্ত; গুপ্ত পরিকল্পনা; কুমন্ত্রণা। 
- 
English Meaning: the practice of engaging in secret schemes. 
 
- 
- 
Chicanery - 
Bangla Meaning: প্রতারণা; বৈধ চাতুরী; এর ব্যবহার। 
- 
English Meaning: deception by artful subterfuge or sophistry; trickery. 
 
- 
- 
Incorrect Options: - 
ক) Praise - 
Bangla Meaning: প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা। 
- 
English Meaning: to express a favorable judgment of; commend. 
 
- 
- 
খ) Truthfulness - 
Bangla Meaning: সত্যনিষ্ঠা; সত্যপরায়ণতা; সত্যবাদিতা। 
- 
English Meaning: the quality of being honest and not containing or telling any lies. 
 
- 
- 
ঘ) Happiness - 
Bangla Meaning: সুখ বা খুশীর অনুভূতি। 
- 
English Meaning: a state of well-being and contentment; joy. 
 
- 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago