কোন পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর?
A
শিখা
B
সমকাল
C
ঢাকা প্রকাশ
D
উত্তরাধিকার
উত্তরের বিবরণ
বাংলার উল্লেখযোগ্য সাহিত্যপত্রিকা
১. সমকাল
- 
প্রকাশকাল: ১৯৫৭ খ্রিষ্টাব্দ, ঢাকা। 
- 
সম্পাদক: সিকান্দার আবু জাফর। 
- 
সহকারী সম্পাদক: হাসান হাফিজুর রহমান। 
- 
বৈশিষ্ট্য: তৎকালীন পূর্ব পাকিস্তানে আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে অনন্য ভূমিকা। 
২. ঢাকা প্রকাশ
- 
প্রকাশকাল: ৭ মার্চ ১৮৬১, ঢাকা বাবুবাজার। 
- 
বৈশিষ্ট্য: ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র। 
- 
প্রথম সম্পাদক: কবি কৃষ্ণচন্দ্র মজুমদার। 
- 
পরিচালক: ব্রজসুন্দর মিত্র, দীনবন্ধু মৌলিক, ঈশ্বরচন্দ্র বসু, চন্দ্রকান্ত বসু প্রমুখ। 
- 
স্থায়িত্ব: প্রায় ১০০ বছর। 
৩. শিখা
- 
প্রকাশকাল: প্রথম সংখ্যা চৈত্র ১৩৩৩ (৮ এপ্রিল ১৯২৭)। 
- 
পটভূমি: ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র। 
- 
সম্পাদক: অধ্যাপক আবুল হুসেন (অর্থনীতি ও বাণিজ্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)। 
- 
বৈশিষ্ট্য: বছরে একবার প্রকাশিত হত। 
৪. উত্তরাধিকার
- 
প্রকাশকাল: প্রথম সংখ্যা ১৯৭৩। 
- 
সম্পাদক: রফিক আজাদ। 
- 
প্রকাশক: বাংলা একাডেমি। 
- 
ধারা: - 
১৯৭৩–১৯৮৩: মাসিক। 
- 
১৯৮৩–২০০৯: ত্রৈমাসিক (ক্রমশ অনিয়মিত)। 
- 
জুলাই ২০০৯ থেকে: আবার মাসিক আকারে নিয়মিত প্রকাশ। 
 
- 
- 
বৈশিষ্ট্য: গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, গ্রন্থ-সমালোচনা ইত্যাদি প্রকাশ। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'কালকেতু উপাখ্যান-এ দেবী চণ্ডীকালোকেতুকে কত ঘড়া ধান দান করেছিলেন?
Created: 2 weeks ago
A
তিন ঘড়া
B
পাঁচ ঘড়া
C
সাত ঘড়া
D
এক ঘড়া
উক্তিটি কালকেতু উপাখ্যানের অংশ, যেখানে বলা হয়েছে:
"কালুর কুড়েতে আসি দিলা দরশন, চিয়াড়ে খুঁড়িয়া রাখে সপ্ত ঘড়া ধন।"
- 
অর্থাৎ কালু কুড়েতে এসে দরশন দিলো এবং সেখানে খুঁড়িয়েপড়া সপ্ত ঘড়া ধন প্রকাশ পেল। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের গদ্যরীতিতে রচিত গ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
ইতিহাসমালা
B
লিপিমালা
C
রাজাবলি
D
তোতা ইতিহাস
রাজাবলি গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা এবং বাংলা গদ্য সাহিত্যে প্রাথমিক আধুনিকতার পরিচায়ক। এতে কিংবদন্তি ও লোকপ্রসিদ্ধ কাহিনির ভিত্তিতে লেখা হয়েছে এবং গদ্যরীতি আরও সুষ্ঠু ও প্রাঞ্জল রূপ পেয়েছে।
- 
রাজাবলি (১৮০৮) গ্রন্থটি আরবি ও ফারসি শব্দবাহুল্য সত্ত্বেও প্রাঞ্জল ভাষার জন্য মৃত্যুঞ্জয়ের শ্রেষ্ঠ রচনার মধ্যে গণ্য। 
- 
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অন্যান্য রচনা: - 
বত্রিশ সিংহাসন 
- 
রাজাবলি 
- 
হিতোপদেশ 
- 
বেদান্তচন্দ্রিকা 
- 
প্রবোধচন্দ্রিকা 
 
- 
অন্য প্রারম্ভিক গদ্যকার ও তাদের গ্রন্থ:
- 
উইলিয়াম কেরি: ইতিহাসমালা (১৮১২) 
- 
রামরাম বসু: লিপিমালা (১৮০২) 
- 
চণ্ডীচরণ মুর্শী: তোতা ইতিহাস (১৮০৫) 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ইংরেজি উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
দি ফিউচার এশিয়া
B
দি মুন নাইট
C
দি নেকেড ট্রুথ
D
দি আগলি এশিয়ান
‘The Ugly Asian’ (দি আগলি এশিয়ান) — সৈয়দ ওয়ালীউল্লাহ
- 
শিরোনাম: The Ugly Asian বা বাংলা অনুবাদে কদর্য এশীয় 
- 
প্রকৃতি: মৌলিক ইংরেজি উপন্যাস 
- 
প্রধান বিষয়: রাজনৈতিক উপন্যাস, মূলত তৃতীয় বিশ্বের দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক উৎকণ্ঠা প্রকাশ। 
- 
বিশেষ লক্ষণ: যদিও গল্পটি কল্পিত এশিয়ার দেশের কথা বলে, বাস্তবে পাঠকরা এটিকে বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে সংযুক্ত করেন। 
সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২–১৯৭১)
- 
জন্মস্থান ও তারিখ: ১৫ আগস্ট ১৯২২, চট্টগ্রামের ষোলশহর, সৈয়দ বাড়ি 
- 
পিতা: সৈয়দ আহমদ উল্লাহ (সরকারি কর্মকর্তা) 
- 
বৈবাহিক জীবন: ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে বিবাহ; মেরি ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস লালসালু ফরাসিতে অনুবাদ করেন এবং পরে ইংরেজিতে Tree Without Roots নামে প্রকাশিত হয় 
সৈয়দ ওয়ালীউল্লাহর সাহিত্যকর্ম
উপন্যাস:
- 
লালসালু 
- 
চাঁদের অমাবস্যা 
- 
কাঁদো নদী কাঁদো 
- 
The Ugly Asian / কদর্য এশীয় 
গল্পগ্রন্থ:
- 
নয়নচারা 
- 
দুই তীর ও অন্যান্য গল্প 
নাটক:
- 
বহিপীর 
- 
তরঙ্গভঙ্গ 
- 
সুড়ঙ্গ 
উল্লেখযোগ্য মন্তব্য:
- 
The Ugly Asian কেবল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নয়, বরং সমগ্র তৃতীয় বিশ্বের রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা তুলে ধরে। 
- 
সৈয়দ ওয়ালীউল্লাহ এখানে একজন নতুন মাত্রার শিল্পী হিসেবে প্রকাশ পেয়েছেন। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago