"Black Death" is the name of a -
A
Plague pandemic
B
Black fever
C
The death of black people
D
Fever
উত্তরের বিবরণ
Answer - Plague pandemic.
• Black Death:
- Meaning: A disease that killed a huge number of people in Europe and Asia in the 14th century, usually thought to be a form of bubonic plague, a very infectious disease caused by bacteria spread mainly by fleas (small insects that bite) on rats or other animals, that causes swelling, fever, and usually death in humans.
• অর্থাৎ, ব্ল্যাক ডেথ ছিল মধ্যযুগীয় ইউরোপে ছড়িয়ে পড়া একটি ভয়াবহ মহামারি। এটি মূলত ১৩৪৬ সালে পশ্চিম ইউরোপে শুরু হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। ইংল্যান্ডে এটি ১৩৪৮ সালে আঘাত হানে।
- ১৩৫০ সালের শুরুর দিকে, ইউরোপের বেশিরভাগ অঞ্চলই এই মারাত্মক মহামারির কবলে পড়ে। ধারণা করা হয়, ইউরোপের মোট ৩০% থেকে ৬০% জনসংখ্যা এতে মারা গিয়েছিল।
- ইতিহাসের অন্যতম ভয়াবহ মহামারি হিসেবে বিবেচিত ব্ল্যাক ডেথ জনসংখ্যার বিশাল ক্ষতি করেছিল, যা মধ্যযুগীয় সমাজ ও অর্থনীতির ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল।
• সুতরাং, দেখা যাচ্ছে ''Black Death'' মূলত প্লেগ মহামারির সাথে সম্পৃক্ত।

0
Updated: 11 hours ago
Which of the following words is in plural number?
Created: 2 weeks ago
A
Furniture
B
Information
C
Poultry
D
Poetry
Number (সংখ্যা)
সংজ্ঞা:
-
Number হলো কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে নির্দেশ করা।
প্রধান দুই প্রকার:
-
Singular Number (একবচন) – এক ব্যক্তি, এক বস্তু বা এক প্রাণী
-
Plural Number (বহুবচন) – একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণী
বিশেষ নিয়মাবলী:
১. সবসময় Singular হিসেবে ব্যবহৃত কিছু শব্দ:
-
Information
-
Furniture
-
Scenery
-
Poetry
-
News
-
Athletics
২. সবসময় Plural হিসেবে ব্যবহৃত কিছু শব্দ:
-
Cattle
-
People
-
Police
-
Folk
-
Swine
-
Vermin
উদাহরণ: Poultry is Plural Number
তথ্যসূত্র: Applied English Grammar and Composition – P. C. Das

0
Updated: 2 weeks ago
Which of the following is an example of 'Alliteration'?
Created: 2 days ago
A
Flowers smiled
B
Threatening call
C
Phillip’s feet
D
Qatar Airlines
“Phillip’s feet” হলো Alliteration-এর একটি উদাহরণ, যেখানে একই ব্যঞ্জনধ্বনির পুনরাবৃত্তি হয়েছে। এখানে স্পষ্টভাবে /f/ ধ্বনির পুনরাবৃত্তি লক্ষ্য করা যায়।
-
Alliteration (অনুপ্রাস) হলো এমন একটি সাহিত্যকৌশল, যেখানে কোনো শব্দের শুরুতে থাকা ব্যঞ্জনধ্বনি বা বর্ণ একাধিক পরবর্তী শব্দে পুনরাবৃত্তি হয়।
-
যখন পাশাপাশি বা সম্পর্কযুক্ত একাধিক শব্দের শুরুতে একই বর্ণ বা ধ্বনি ব্যবহৃত হয়, তখন তাকে অনুপ্রাস বলা হয়।
-
এটি সাহিত্যকর্মে সুর, ছন্দ এবং বিশেষ মানসিক প্রভাব তৈরি করে।
-
সাধারণত কবিতা, গদ্য বা অলঙ্কারপূর্ণ ভাষায় এটি ব্যবহৃত হয় পাঠক বা শ্রোতার মনোযোগ আকর্ষণের জন্য।
Alliteration-এর উদাহরণসমূহ
-
“The fair breeze blew, the white foam flew, The furrow followed free.”
এখানে ‘f’ এবং ‘b’ ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে। -
“Puffs, powders, patches, Bibles, billet-doux.”
এখানে ‘p’ ধ্বনি তিনবার এবং ‘b’ ধ্বনি দুবার পুনরাবৃত্ত হয়েছে।

0
Updated: 2 days ago
Why does Mr. Darcy initially consider Elizabeth “not handsome enough”?
Created: 1 week ago
A
He prefers wealth over beauty
B
He compares her to Jane
C
He is blinded by his pride
D
He dislikes her wit
প্রথম নাচের আসরে Darcy Elizabeth-কে “not handsome enough” বলে প্রত্যাখ্যান করে। আসলে Darcy-র অহংকার তার সামাজিক মর্যাদা থেকে আসে। সে মনে করে Elizabeth তার তুলনায় নিচু শ্রেণির মেয়ে। Austen এখানে দেখান কীভাবে social pride আসল সৌন্দর্যকে অন্ধ করে দেয়। পরে Darcy বুঝতে পারে Elizabeth-এর আসল আকর্ষণ তার বুদ্ধি, চোখের প্রাণশক্তি ও নৈতিক শক্তিতে। এভাবেই তার দৃষ্টিভঙ্গি বদলায় এবং Pride থেকে Humility-তে যাত্রা শুরু হয়।

1
Updated: 1 week ago