'মঙ্গল' শব্দের যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
A
ঙ + গ
B
ঞ + গ
C
ঙ + ঈ
D
ন + গ
উত্তরের বিবরণ
• সঠিক উত্তর: খ) ঙ + গ।
ব্যাখ্যা:
‘মঙ্গল’ শব্দের যুক্তবর্ণ হল ঙ্গ, — যা ঙ + গ বর্ণের সমন্বয়ে গঠিত।
যেমন:
ঙ + গ = ঙ্গ।
যা 'অঙ্গ', 'সঙ্গ', 'মঙ্গল' ইত্যাদি শব্দে ব্যবহৃত হয়েছে।
• গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ত্ + ত = ত্ত,
- ভ্ + র = ভ্র,
- ত্ + থ = ত্থ,
- ঙ্ + ক = ঙ্ক,
- হ্ + ম = হ্ম।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
Created: 1 month ago
A
মা
B
মেয়ে
C
ছাত্রী
D
সতীন
নিত্য স্ত্রীবাচক শব্দ: কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে। যেমন- এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি। নিত্য পুরুষবাচাক শব্দ: কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে। যেমন- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
‘ত্বরা’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
সংযত
B
বিলম্ব
C
প্রসারণ
D
ম্লান
‘ত্বরা’ শব্দের বিপরীতার্থক শব্দ হলো ‘বিলম্ব’। শব্দের বিপরীতার্থ বা বিরোধী অর্থ প্রকাশের মাধ্যমে ভাষার অর্থব্যঞ্জনা আরও স্পষ্ট হয়। নিচে আরও কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ দেওয়া হলো, যেগুলো ভাষা ও সাহিত্যচর্চায় প্রায়ই ব্যবহৃত হয়।
- 
তেজ — নিস্তেজ 
- 
অগ্রসর — পশ্চাৎপদ 
- 
পদস্থ — নিম্নস্থ 
- 
ডাগর — ম্লান 
- 
তীব্র — লঘু 
- 
ভেতর — বাহির 
- 
ভূলোক — দ্যুলোক 
- 
আকুঞ্চন — প্রসারণ 
- 
সংহত — বিভক্ত 
- 
প্রসারিত — সংকুচিত 
- 
সংযত — অসংযত 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago
‘দহন’ শব্দের বিশেষণ রূপ কোনটি?
Created: 1 month ago
A
দহনকারী
B
দাহ্য
C
দাহ্যনীয়
D
দগ্ধ
দহন [দহোন্] একটি বিশেষ্য।
শব্দের অর্থ—
- 
দগ্ধকরণ; জ্বালা; পোড়া; দাহ। 
- 
অগ্নি (যেমন: বেহান বিকাল যায় দহন সেবনে—কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। 
- 
আলঙ্কারিক অর্থে যন্ত্রণা (যেমন: হিয়ায় লইতে দহন দ্বিগুণ হয়—চণ্ডীদাস)। 
সম্পর্কিত পদ ও অর্থ—
- 
দাহক (বিশেষণ) : দহনকারী বা দাহ সৃষ্টিকারী। 
- 
দহনকারী : বিশ্বদহন ক্রোধ। 
- 
দহনক্রিয়া (বিশেষ্য) : জ্বলনের কাজ; দহনক্রিয়ার অর্থ দ্রুতবেগে অক্সিজেনের সঙ্গে মিলন। 
- 
দাহ্য / দহনীয় (বিশেষণ) : দহনের উপযুক্ত বা দহনযোগ্য। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago