"শিক্ষক বললেন, নেই আঁকড়া হওয়া মানুষের জীবনে অনেক সমস্যা ডেকে আনে।" — বাক্যটিতে 'নেই আঁকড়া' বাগ্ধারার অর্থ কী?
A
নির্লজ্জ
B
নিতান্ত অলস
C
নির্বোধ
D
একগুঁয়ে
উত্তরের বিবরণ
• "শিক্ষক বললেন, নেই আঁকড়া হওয়া মানুষের জীবনে অনেক সমস্যা ডেকে আনে।" — বাক্যটিতে 'নেই আঁকড়া' বাগ্ধারার অর্থ- একগুঁয়ে।
আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্ধারা:
• 'ফোড়ন দেওয়া' - টিপ্পনি কাটা।
• ’নয়ছয়’ - অপচয়।
• 'গোঁফ খেজুরে' - নিতান্ত অলস।
• ’ধরি মাছ না ছুঁই পানি’ - কৌশলে কার্যোদ্ধার।
• 'অঘাচণ্ডী' - নির্বোধ, মূর্খ, বোকা।
• 'কানকাটা' - নির্লজ্জ, বেহায়া।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'Concealment' এর বাংলা পরিভাষা -
Created: 2 months ago
A
সমযোগে
B
সম্মেলন
C
গোপন
D
আস্থাবান
কিছু ইংরেজি প্রশাসনিক পরিভাষা ও তাদের বাংলা অর্থ
| ইংরেজি শব্দ | বাংলা পরিভাষা | 
|---|---|
| Concealment | গোপন | 
| Concurrently | সমযোগে | 
| Conference | সম্মেলন | 
| Confident | আস্থাবান | 
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
সাধু রীতির বৈশিষ্ট্য নয় কোনটি?
Created: 1 month ago
A
সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।
B
তৎসম শব্দবহুল।
C
সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে।
D
বক্তৃতা ও আলাপ-আলোচনার উপযোগী।
সাধু রীতির বৈশিষ্ট্য নয়— বক্তৃতা ও আলাপ-আলোচনার উপযোগী হওয়া। সাধু রীতি মূলত লেখ্য ভাষায় ব্যবহার হয় এবং এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে।
সাধু রীতি
- 
বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। 
- 
এ রীতি গুরুগম্ভীর এবং তৎসম শব্দবহুল। 
- 
সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী। 
- 
সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে। 
চলিত রীতি
- 
চলিত রীতি পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি শিষ্ট ও ভদ্রজনের কথ্য ভাষা হিসেবে প্রচলিত ছিল, বর্তমানে তা পরিবর্তিত রূপ লাভ করেছে। 
- 
এ রীতি তদ্ভব শব্দবহুল। 
- 
চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য। বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য এটি বেশি উপযোগী। 
- 
সাধু রীতির সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত হয়ে সহজতর রূপ গ্রহণ করে। বহু বিশেষ্য ও বিশেষণেও একই রকম পরিবর্তন ঘটে। 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
গঠন অনুসারে শব্দ কয় প্রকার?
Created: 2 months ago
A
পাঁচ
B
তিন
C
দুই
D
চার
গঠন অনুসারে শব্দ ২ প্রকার। মৌলিক শব্দ: গোলাপ, নাক, লাল, তিন ইত্যাদি। সাধিত শব্দ: নীলাকাশ, প্রশাসন, চলন্ত, ডুবুরি ইত্যাদি।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago