মর্সিয়া সাহিত্যে অবদান রাখা হিন্দু কবি কে?
A
গোবিন্দদাস
B
রাধারমণ গোপ
C
চণ্ডীদাস
D
বিদ্যাপতি
উত্তরের বিবরণ
• "রাধারমণ গোপ" — মর্সিয়া সাহিত্যের হিন্দু কবি।
• মর্সিয়া সাহিত্য:
কারবালা ও ইসলামি বিয়ােগান্তক কাহিনি নিয়ে মূলত মুসলমানদের রচিত সাহিত্যই মর্সিয়া সাহিত্য। মর্সিয়া সাহিত্যের আদিকবি হলেন শেখ ফয়জুল্লাহ। তার গ্রন্থের নাম জয়নাবের চৌতিশা (১৫৭০)।
- মর্সিয়া সাহিত্যে একজন হিন্দু কবি হলেন রাধারমণ গোপ৷
- তাঁর গ্রন্থ: ইমামগণের কেচ্ছা, আফৎনামা।
- 'মুক্তল হোসেন' হলো মুহম্মদ খান রচিত পারসি থেকে অনূদিত বাংলা মর্সিয়া সাহিত্যগ্রন্থ।
অন্যদিকে,
• গোবিন্দদাস, চণ্ডীদাস, বিদ্যাপতি - এরা মূলত বৈষ্ণব পদাবলীর কবি, মর্সিয়া সাহিত্যের সাথে সংশ্লিষ্ট নন।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'অ্যা গ্রামার অফ দ্যা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি কত প্রকাশিত হয়?
Created: 2 weeks ago
A
১৭৮০ সাল
B
১৭২০ সাল
C
১৭৭৮ সাল
D
১৭৬৯ সাল
বাংলা ভাষার ব্যাকরণচর্চার ইতিহাসে ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর রচিত ‘A Grammar of the Bengal Language’ গ্রন্থটি ছিল প্রথম পূর্ণাঙ্গ ও প্রামাণ্য বাংলা ব্যাকরণ, যা বাংলা ভাষাকে গবেষণার ক্ষেত্র হিসেবে বিশ্বে পরিচিত করে তোলে।
মূল তথ্যসমূহ:
- 
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড রচিত ‘A Grammar of the Bengal Language’ গ্রন্থটি ১৭৭৮ সালে হুগলি থেকে প্রকাশিত হয়। 
- 
এটি ছিল ইংরেজি ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণগ্রন্থ। 
- 
তিনি বাংলা ভাষাকে বিশ্লেষণমূলকভাবে উপস্থাপন করেন এবং ব্যাকরণে বাংলা উদাহরণ ও বাংলা লিপি ব্যবহার করেন—যা পূর্বে কেউ করেননি। 
- 
এর আগে পর্তুগিজ ধর্মযাজকরা রোমান অক্ষরে সীমিত আকারে বাংলা ব্যাকরণ ও অভিধান রচনার চেষ্টা করেছিলেন, তবে তা ছিল অনিয়মিত ও অসম্পূর্ণ। 
- 
হ্যালহেডই প্রথম নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাংলা ব্যাকরণ রচনা করেন, যা পরবর্তী বাংলা ভাষাবিদদের জন্য ভিত্তি স্থাপন করে। 
হ্যালহেড সম্পর্কে অতিরিক্ত তথ্য:
- 
তিনি ১৭৫১ সালের ২৫ মে লন্ডনের এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। 
- 
পেশাগতভাবে তিনি ছিলেন একজন প্রাচ্যবিদ ও বৈয়াকরণিক। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago
'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই' - উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প থেকে নেয়া?
Created: 2 months ago
A
কাবুলিওয়ালা
B
পোস্টমাস্টার
C
নষ্টনীড়
D
জীবিত ও মৃত
‘জীবিত ও মৃত’ (রবীন্দ্রনাথ ঠাকুর)
- 
রচনাকাল: ১৮৯২ খ্রি. 
- 
বাংলা ছোটগল্প; রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। 
- 
অন্তর্ভুক্ত: ‘গল্পগুচ্ছ’। 
- 
বৈশিষ্ট্য: - 
অতিপ্রাকৃত গল্প ও ব্যঙ্গাত্মক উপমার মিশ্রণ। 
- 
যদিও এটি নিখুঁত অতিপ্রাকৃত গল্প নয়। 
 
- 
- 
প্রধান চরিত্র: কাদম্বিনী। - 
কাদম্বিনীর অস্তিত্ব অতিপ্রাকৃতভাবে চিত্রিত। 
- 
জীবন ও মৃত্যুর মাঝখানে আটকে থাকার রহস্যই গল্পের মূল বিষয়। 
 
- 
- 
উল্লেখযোগ্য উক্তি: “কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই।” 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
পুঁথি সাহিত্যের আদি ও শ্রেষ্ঠ কবি কে?
Created: 1 month ago
A
শাহ মুহম্মদ সগীর
B
ফকির গরিবুল্লাহ
C
আলাওল
D
সৈয়দ হামজা
ফকির গরীবুল্লাহ এবং পুঁথি সাহিত্য
- 
পুঁথি সাহিত্যের প্রথম, শ্রেষ্ঠ ও সার্থক কবি: ফকির গরীবুল্লাহ 
- 
জীবনকাল: আনুমানিক ১৬৮০–১৭৭০ 
- 
অবদান: ‘আমীর হামজা’ রচনা করে বাংলা পুঁথি সাহিত্যের সূচনা 
পুঁথি সাহিত্য:
- 
আঠারো থেকে উনিশ শতক পর্যন্ত বিস্তৃত, বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা 
- 
ভাষার মিশ্রণ: আরবি, উর্দু, ফারসি ও হিন্দি 
- 
মূলত মুসলমান সম্প্রদায়ের মধ্যে রচিত এবং পাঠকও মুসলমান সম্প্রদায় 
- 
দোভাষী পুঁথি বা পুঁথি সাহিত্যের প্রাচীনতম ও সার্থক কবি: ফকির গরীবুল্লাহ 
- 
মর্সিয়া সাহিত্যের আদি কবি: শেখ ফয়জুল্লাহ 
ফকির গরীবুল্লাহ রচিত কাব্যসমূহ:
- 
আমীর হামজা (প্রথম অংশ) 
- 
সোনাভান 
- 
জঙ্গনামা 
- 
সত্যপীরের পুঁথি 
- 
ইউসুফ জোলেখা 
- 
বিশেষ উল্লেখ: ফকির গরীবুল্লাহ না থাকলে উত্তর হবে সৈয়দ হামজা। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago