অর্থ অনুসারে 'সুহৃদ' কোন ধরনের শব্দ?
A
মৌলিক
B
যৌগিক
C
রূঢ়ি
D
যোগরূঢ়
উত্তরের বিবরণ
'সুহৃদ' শব্দটি একটি যোগরূঢ় শব্দ।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'তৈল' কোন ধরনের শব্দ?
Created: 1 month ago
A
মৌলিক শব্দ
B
যৌগিক শব্দ
C
রূঢ়ি শব্দ
D
যোগরূঢ় শব্দ
তৈল হলো একটি রূঢ়ি শব্দ।
রূঢ়ি শব্দ হলো সেই শব্দ, যা মূল শব্দে প্রত্যয় বা উপসর্গ যুক্ত হলেও মূল অর্থের সঙ্গে সরাসরি মিল রেখে না, অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ করে।
- 
উদাহরণ: - 
হস্তী: হস্ত + ইন; মূল অর্থ হস্তযুক্ত; রূঢ়ি অর্থে একটি পশু বোঝায়। 
- 
গবেষণা: গো + এষণা; মূল অর্থ গরু খোঁজা; বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা। 
- 
বাঁশি: বাঁশ দিয়ে তৈরি কোনো সাধারণ বস্তু নয়, শব্দটি বিশেষ সুরের বাদ্যযন্ত্র বোঝায়। 
- 
তৈল: শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, যে কোনো উদ্ভিজ্জ স্নেহ পদার্থ বোঝায়; যেমন: বাদাম তেল। 
- 
প্রবীণ: প্রকৃষ্ট রূপে বীণা বাজানো ব্যক্তিকে বোঝানো উচিত; রূঢ়ি অর্থে ‘অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি’। 
- 
সন্দেশ: শব্দগত অর্থ ‘সংবাদ’; রূঢ়ি অর্থে ‘মিষ্টান্ন বিশেষ’। 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
কোন যতিচিহ্নের থামার প্রয়োজন নেই?
Created: 3 weeks ago
A
প্রশ্নবোধক চিহ্ন
B
হাইফেন
C
পূর্ণচ্ছেদ
D
কোলন
নিচের যতিচিহ্নগুলোর থামার প্রয়োজন নেই:
- 
হাইফেন 
- 
ইলেক বা লোপ চিহ্ন 
- 
ব্র্যাকেট 
অন্যদিকে, যে যতিচিহ্নগুলোতে প্রায় এক সেকেন্ডের বিরাম প্রয়োজন:
- 
দাঁড়ি বা পূর্ণচ্ছেদ 
- 
প্রশ্নবোধক চিহ্ন 
- 
বিস্ময় চিহ্ন 
- 
কোলন 
- 
কোলন-ড্যাস 
- 
ড্যাস 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
‘মনমাঝি’- এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Created: 1 month ago
A
মন ও মাঝি।
B
মন মাঝির ন্যায়
C
মনরূপ মাঝি
D
মন যে মাঝি
উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে ও উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে 'রূপ' অথবা 'ই' যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন: ক্রোধ রূপ অনল = ক্রোধানল, বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু, মন রূপ মাঝি = মনমাঝি।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago