'মঙ্গল' শব্দের যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
A
ঙ + গ
B
ঞ + গ
C
ঙ + ঈ
D
ন + গ
উত্তরের বিবরণ
• সঠিক উত্তর: খ) ঙ + গ।
ব্যাখ্যা:
‘মঙ্গল’ শব্দের যুক্তবর্ণ হল ঙ্গ, — যা ঙ + গ বর্ণের সমন্বয়ে গঠিত।
যেমন:
ঙ + গ = ঙ্গ।
যা 'অঙ্গ', 'সঙ্গ', 'মঙ্গল' ইত্যাদি শব্দে ব্যবহৃত হয়েছে।
• গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ত্ + ত = ত্ত,
- ভ্ + র = ভ্র,
- ত্ + থ = ত্থ,
- ঙ্ + ক = ঙ্ক,
- হ্ + ম = হ্ম।

0
Updated: 12 hours ago
'খগ' শব্দের অর্থ কী?
Created: 4 days ago
A
আকাশ
B
পাখি
C
উট
D
পর্বত

0
Updated: 4 days ago
বাংলা আধুনিক উপন্যাস-এর প্রবর্তক ছিলেন-
Created: 1 week ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
প্যারীচাঁদ মিত্র
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক এবং বাংলার নবজাগরণের একজন প্রধান ব্যক্তিত্ব।
-
তিনি ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
বাংলা আধুনিক উপন্যাসের জনক হিসেবে তাঁকে বিবেচনা করা হয়।
-
তাঁর প্রধান ত্রয়ী উপন্যাস: আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম।
-
বঙ্কিমচন্দ্র ‘সাম্য’ নামক প্রবন্ধ গ্রন্থও রচনা করেন।
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ
উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 week ago
সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা-
Created: 6 days ago
A
অপ্র্যয়োজনীয়
B
অপিরহার্য
C
বাঞ্ছনীয়
D
অসম্ভব
সারাংশ কিংবা সারমর্ম ঠিকঠাক লেখার জন্য যা যা করতে হবে— - সারমর্ম বা সারাংশ লেখার সময় অনুচ্ছেদের কথা বা বাক্য লিখে দিলে চলবে না। আগে মূল ভাব বুঝতে হবে, এরপরই সাজিয়ে সংক্ষেপে লিখতে হবে।
কবিতা, গদ্য বা রচনা খেয়াল করে পড়লেই ূমূল ভাব আঁচ করা যাবে। অর্থাৎ ভালোভাবে পড়লেই মূল বিষয়বস্তু বোঝা যাবে। - কোনো কোনো সময় রচনায় একাধিক মূল ভাব বা বক্তব্যও থাকতে পারে। যদি এমনটি হয়, তাহলে আসল মূল ভাব বোঝার সহজ উপায় হলো—রচনার বাক্যগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ লাইনগুলো শনাক্ত করা। এরপর বাক্যগুলোর সঙ্গে কোন ভাবটি বেশি কাছাকাছি তা যাচাই করা।
কোন বাক্যগুলো দরকারি, কোনগুলো অদরকারি—সেগুলো আলাদা করতে হবে। তাহলে কাজটা সহজ হবে। মূল রচনার যে অংশটা প্রশ্নে থাকবে, সেখানে উল্লিখিত উদ্ধৃতি, বর্ণনা, সংলাপ, উদাহরণ, উপমা বাদ দিতে হয়। - সারমর্ম কিংবা সারাংশ বড় করে লেখার সুযোগ নেই।
আর লেখার গণ্ডি অবশ্যই রচনার মূল ভাবের মধ্যেই যেন সীমিত থাকে। এখানে নিজের ইচ্ছামতো কোনো মন্তব্য বা মতামত লেখা যাবে না। - সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয়।

0
Updated: 6 days ago