নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ব্যবহৃত ছদ্মনাম— 
                    
                                    A
কালকূট
B
সুনন্দ
C
জাবালি
D
চিত্রগুপ্ত
উত্তরের বিবরণ
• নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ব্যবহৃত ছদ্মনাম — সুনন্দ।
অন্যদিকে,
- সমরেশ বসুর ছদ্মনাম- কালকূট ও ভ্রমর।
- বিমল মিত্রের ছদ্মনাম- জাবালি।
- সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম- চিত্রগুপ্ত।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'The Origin and Development of the Bengali Language' গ্রন্থে চর্যাপদের ভাষা বিশ্লেষণ করেন কে?
Created: 2 months ago
A
ড. প্রবোধচন্দ্র বাগচী
B
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
C
বিজয়চন্দ্র মজুমদার
D
ড. সুকুমার সেন
চর্যাপদ বিষয়ক গবেষণা
বিজয়চন্দ্র মজুমদার (১৯২০): চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেন।
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় (১৯২৬): The Origin and Development of the Bengali Language গ্রন্থে বৈজ্ঞানিক পদ্ধতিতে চর্যাপদের ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ বিশ্লেষণ করেন। প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষার সম্পদ।
অন্যান্য ভাষাবিজ্ঞানী যারা চর্যাপদ বাংলা ভাষায় রচিত প্রমাণ করেছেন:
ড. প্রবোধচন্দ্র বাগচী
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. সুকুমার সেন
ড. শশীভূষণ দাশগুপ্ত
ড. শশীভূষণ দাশগুপ্ত (১৯৪৬): সহজযান প্রসঙ্গে চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্ব ব্যাখ্যা করেন।
রাহুল সাংকৃত্যায়ন (বিহার): বৌদ্ধ সিদ্ধাচার্য, বৌদ্ধ সহজযান ও চর্যাগীতিকা নিয়ে ইংরেজি ও হিন্দিতে প্রচুর গবেষণা করেন।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
ভুসুকুপা কোন শাসকের রাজত্বকালে জীবিত ছিলেন?
Created: 2 months ago
A
রামপাল
B
দেবপাল
C
ধর্মপাল
D
গোপাল
ভুসুকুপা
- 
স্থান: চর্যাগীতি রচনায় দ্বিতীয় স্থান অধিকারী 
- 
প্রকৃত নাম: শান্তিদেব 
- 
রচনাসংখ্যা: ৮টি পদ, চর্যাপদে সংরক্ষিত 
- 
জীবনকাল: সপ্তম শতকের দ্বিতীয়ার্ধ থেকে ৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত; ধর্মপালের রাজত্বকালে (৭৭০–৮০৬ খ্রিস্টাব্দ) সক্রিয় ছিলেন 
- 
নোট: - 
কিছু কিংবদন্তি অনুসারে ‘ভুসুকুপা’ ছন্দের নাম 
- 
চর্যাপদের অন্যতম প্রাচীন কবি 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
বাংলা গদ্যরীতিকে পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম ব্যবহার করেন কে?
Created: 1 month ago
A
রামমোহন রায়
B
রাজীবলোচন মুখোপাধ্যায়
C
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
D
উইলিয়াম কেরি
রামমোহন রায় (১৭৭৪–১৮৩৩) বাংলা গদ্য সাহিত্যের একজন প্রাথমিক ও প্রভাবশালী রচয়িতা, যিনি পাঠ্যপুস্তকের বাইরে বাংলা গদ্যরীতি প্রথম ব্যবহার করেন। তাঁর গদ্যরচনা বিচার-বিশ্লেষণ ও উচ্চতর চিন্তাধারার প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- 
ধর্ম সম্পর্কিত আলোচনায় রামমোহন রায় স্বকীয় গদ্যরীতি অবলম্বন করেছিলেন, কারণ তিনি তৎকালীন রচনারীতির সহায়তা পাননি। 
- 
তাঁর ভাষা ছিল বিবৃতিসর্বস্ব ও প্রচারধর্মী, যা পরমতখণ্ডন ও আত্মপক্ষ সমর্থনের জন্য শাস্ত্র উদ্ধৃতি ও অনুবাদের মাধ্যমে ব্যবহৃত। 
- 
রচনা যুক্তিনিষ্ঠ এবং বুদ্ধিদীপ্ত, তবে সাহিত্যগুণের প্রকাশ সীমিত। 
- 
কিছু রচনায় পণ্ডিতি-বৈশিষ্ট্য ফুটে উঠেছে; সেই ক্ষেত্রে তাঁর গদ্যরীতি সংস্কৃত গদ্যরীতির আদর্শ অনুসরণ করে গঠিত। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago