অর্থ অনুসারে 'সুহৃদ' কোন ধরনের শব্দ?
A
মৌলিক
B
যৌগিক
C
রূঢ়ি
D
যোগরূঢ়
উত্তরের বিবরণ
'সুহৃদ' শব্দটি একটি যোগরূঢ় শব্দ।

0
Updated: 12 hours ago
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়-
Created: 1 month ago
A
কার
B
অণু
C
ফলা
D
রেফ
কারবর্ণঃ স্বরবর্ণের ১০টি ছোট রূপ আছে, যেগুলোকে বলা হয় সংক্ষিপ্ত স্বর বা কারবর্ণ। এই কারবর্ণগুলো হলো—
া, ি, ী, ু, ূ, ৃ, ে, ৈ, ো, ৌ
কারবর্ণের বৈশিষ্ট্য
-
কারবর্ণ একা ব্যবহার হয় না।
-
এগুলো ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়— কখনো আগে, পরে, উপরে বা নিচে।
-
কোনো ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হসন্তচিহ্ন না থাকলে, ধরে নেওয়া হয় সেখানে [অ] স্বর যুক্ত আছে।
অনুবর্ণঃ অনুবর্ণ হলো ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপ।
উদাহরণ:
-
ফলা
-
রেফ
-
বর্ণসংক্ষেপ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 1 month ago
'বেটাইম' শব্দটি গঠিত হয়েছে-
Created: 1 month ago
A
ফারসি ও ইংরেজি শব্দে
B
ফরাসি ও ইংরেজি শব্দে
C
ফারসি ও ফরাসি শব্দে
D
ফারসি ও হিন্দি শব্দে
‘বেটাইম’ শব্দে বে ফারসি উপসর্গ এবং টাইম ইংরেজি শব্দ।
- অর্থাৎ ফারসি উপসর্গ এবং ইংরেজি শব্দের সমন্বয়ে বেটাইম শব্দটি গঠিত।
অর্থ:
- অসময়,
- অসুবিধাজনক সময়।
- কোনাে কোনাে সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে।
যেমন:
- ‘কাঁচামাল’ (বাংলা + আরবি),
- রাজা-বাদশা (তৎসম + ফারসি),
- হাট-বাজার (বাংলা + ফারসি),
- চৌহদ্দি ( বাংলা + ফারসি),
- হেড-পণ্ডিত (ইংরেজি+তৎসম) ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
সাধারণ পূরণবাচক সংখ্যা শব্দ কোনটি?
Created: 1 week ago
A
পহেলা
B
দ্বিতীয়া
C
একত্রিশে
D
সোয়া
পূরণবাচক সংখ্যা শব্দ (Ordinal Numbers)
বাংলা ভাষায় পূরণবাচক সংখ্যা শব্দ তিন প্রকার:
১. সাধারণ পূরণবাচক
-
সংজ্ঞা: ক্রমবাচক সংখ্যার অবস্থান বা পর্যায় নির্দেশ করে।
-
উদাহরণ: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ ইত্যাদি।
-
সংক্ষিপ্ত রূপ: ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম ইত্যাদি।
-
১১–১৮ পর্যন্ত পূর্ণ ও সংক্ষিপ্ত রূপ:
-
১১: একাদশ (১১শ) / এগারোতম (১১তম)
-
১২: দ্বাদশ (১২শ) / বারোতম (১২তম)
-
১৩: ত্রয়োদশ (১৩শ) / তেরোতম (১৩তম) …
-
-
১৯–৯৯ পর্যন্ত সংক্ষিপ্ত রূপ: শুধু ‘তম’ প্রত্যয় যোগ।
-
উদাহরণ: উনিশতম (১৯তম), বিশতম (২০তম), একুশতম (২১তম), আটাশতম (২৮তম), নিরানব্বইতম (৯৯তম)
-
-
নারীবাচক রূপ:
-
প্রথমা (১মা), দ্বিতীয়া (২য়া), তৃতীয়া (৩য়া), চতুর্থী (৪র্থী), পঞ্চমী (৫মী), ষষ্ঠী (৬ষ্ঠী), … একাদশী (১১শী), দ্বাদশী (১২শী) ইত্যাদি
-
২. তারিখ পূরণবাচক
-
ব্যবহার: বাংলা তারিখ নির্দেশে বিশেষ প্রত্যয় ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
পয়লা/পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, পাঁচই, ছয়ই, সাতই, আটই …
-
ত্রিশে, একত্রিশে ইত্যাদি
-
৩. ভগ্নাংশ পূরণবাচক
-
ব্যবহার: পূর্ণসংখ্যার থেকে খানিকটা কম বা বেশি বোঝাতে।
-
উদাহরণ: আধ, সাড়ে, পোয়া, সোয়া, দেড়, আড়াই, তেহাই ইত্যাদি
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 1 week ago